শেষ মুহূর্তের কেনাকাটার ভিড়
সনির প্লেস্টেশন গিয়ার স্টোর—দ্য লাস্ট অব আস, গড অব ওয়ার, অ্যাস্ট্রো বটসহ নানা সিরিজের লাইসেন্সড পোশাক–কালেক্টিবলের কেন্দ্র—৩১ ডিসেম্বর ২০২৫-এ বন্ধ হচ্ছে। সাইটে দেওয়া বার্তায় বলা হয়েছে, কাস্টমার সাপোর্ট থাকবে; তবে সব বিক্রি ‘ফাইনাল’, অর্থাৎ ফেরত বা বদল সাধারণত সম্ভব নয়। গেমিং কোম্পানিগুলো সাম্প্রতিক সময়ে ই-কমার্স সরল করছে—নিজস্ব স্টোর গুটিয়ে তৃতীয় পক্ষের রিটেইলার ও সীমিত সংস্করণের সহযোগিতায় বেশি জোর দিচ্ছে। ভক্তদের এখন লক্ষ্য—স্টক শেষ হওয়ার আগেই পছন্দের পণ্য কিনে নেওয়া। সনির জন্য এটি খরচ কমানো ও লজিস্টিক সহজ করার একটি পদক্ষেপও হতে পারে।
মার্চেন্ডাইজিং ধারা বদলাচ্ছে। ইন-গেম কসমেটিক ও ডিজিটাল অ্যাড-অন থেকে আয়ের অংশ বেড়ে যাওয়ায় শারীরিক পণ্য নিয়ে বিনিয়োগ বাছাই করতে হচ্ছে। তবে কমিউনিটি গড়া ও ব্র্যান্ড পরিচয়ে মার্চ এখনও জরুরি—বিশেষ করে ইভেন্ট, ক্রিয়েটর-কোলাব বা প্ল্যাটফর্ম-জুড়ে প্রচারণায়। সামনে অফিসিয়াল পার্টনাররা ক্যাপসুল কালেকশন ও কনভেনশন-ড্রপে চাহিদা টানবে; অন্যদিকে ক্ষুদ্র নির্মাতা ও রিসেলারদের বাজারে দুষ্প্রাপ্যতা বাড়বে। সনি যদি সীমিত উপস্থিতি রাখে, তাহলে নির্বাচিত–সংকলিত পণ্য, টাইমড ড্রপ ও ডিজিটাল পার্কস-সহ বান্ডেলে ফিরতে পারে। ব্যবহারকারীদের জন্য বাস্তব পরামর্শ: সাইজ মিলিয়ে নিন, রিটার্ন পলিসি যাচাই করুন (না-ও থাকতে পারে), আর অর্ডার কনফার্মেশন সংরক্ষণ করুন। স্টোর বন্ধ হওয়ার পর আনুষ্ঠানিক যোগাযোগের পথ থাকবে কেবল সাপোর্ট, তাই দেরিতে বদল বা ফেরত মিলবে না। দীর্ঘ মেয়াদে প্লেস্টেশন ডাইরেক্ট ও সামাজিক প্ল্যাটফর্মে সীমিত মার্চ হাইলাইট করাই হতে পারে সনির পথ।