১১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৩৫২) পরবর্তী পাঁচ বছরে ঘরোয়া ভোগব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রতিশ্রুতি চীনের ভয়াবহ এক আত্মজীবনী—যৌন নির্যাতন, ক্ষমতার অন্ধকার এবং এক নারীর করুণ লড়াইয়ের কাহিনি চীনের নারী দর্শকশক্তি বদলে দিচ্ছে দেশটির চলচ্চিত্রজগৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৪৫) ঢাকার অর্থনীতির ৫৬ শতাংশ উৎপাদন খাতে—ডিসিসিআই প্রতিবেদন শেয়ারবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে ১৮ শতাংশ এশিয়া সফরে ট্রাম্প—চীনের প্রেসিডেন্ট শি’র সঙ্গে বড় বাণিজ্য চুক্তির চেষ্টা ইসলামাবাদ–কাবুল দ্বিতীয় দফা সংলাপ শুরু জ্ঞানভিত্তিক সমাজ গঠনে নীতিগত সহায়তা ও ভর্তুকি চায় প্রকাশকরা

ঝড়, অগ্নিকাণ্ড আর বন্যা বদলে দিচ্ছে গৃহঋণের অংক: বাড়ছে বীমার খরচ, কমছে নিশ্চয়তা

বীমা এখন বাড়ি কেনার ফিল্টার
যুক্তরাষ্ট্রের ঝুঁকিপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে সাধারণ বাড়ির বীমা পাওয়া এখন আর স্বাভাবিক ধাপ নয়; এটা হয়ে উঠছে বিলাসী সুবিধা। বারবার দাবানল, ঘূর্ণিঝড়ের জলোচ্ছ্বাস, হঠাৎ বন্যা বা দীর্ঘস্থায়ী ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত এলাকায় বেসরকারি কোম্পানিগুলো কভারেজ সীমিত করছে বা একেবারে সরে যাচ্ছে। ফলাফল দাঁড়াচ্ছে এই: আপনি যদি “হাই রিস্ক” জোনে থাকেন, তাহলে হয় আপনাকে অনেক বেশি প্রিমিয়াম দিয়ে স্বল্প সুরক্ষা নিতে হবে, নয়তো রাজ্য-চালিত ‘শেষ ভরসা’ স্কিমে ঢুকতে হবে — যেগুলো নিজেরাই আর্থিক চাপে। বাড়ি কেনার সাধারণ সমীকরণ — মর্টগেজ নিন, বীমা করুন, ধীরে ধীরে ইকুইটি বাড়ান — সেটাই কেঁপে উঠছে। এখন অনেক ডিল ভেঙে যাচ্ছে কারণ ক্রেতা স imply বীমা জোগাড় করতে পারছেন না।
এটি শুধু সমুদ্রতীরের গল্প নয়। উষ্ণতর আবহাওয়া ঝড়ের পথ বদলে দিয়েছে, হারিকেন-ধরনের বৃষ্টি এখন ভেতরের অঙ্গরাজ্যেও ঢুকে পড়ছে। মানুষ যারা ভাবত “আমরা তো সমুদ্র থেকে অনেক দূরে,” তারাও দেখছে নদী ফুলে-ফেঁপে ঘর ডুবিয়ে দিচ্ছে, বা পাহাড়ি আগুন হঠাৎ উপশহরের গেট পর্যন্ত নেমে আসছে। ফলে বীমা আর স্রেফ কাগজপত্র নয়; এটা হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ/না সুইচ — আপনি কি এই এলাকায় থাকতে পারবেন, নাকি আর্থিকভাবে ঝুঁকির কারণে আপনাকে সরে যেতে হবে।

স্থানীয় সমস্যা থেকে সিস্টেমিক ঝুঁকি
এ ধাক্কা কেবল ব্যক্তিগত ভোগান্তি নয়, আর্থিক ব্যবস্থার জন্যও সতর্কবার্তা। যদি কোনো পাড়া “ইনসিউরেবল না” বলে চিহ্নিত হয়, ব্যাঙ্ক সেই এলাকার ঋণকে বেশি ঝুঁকিপূর্ণ ধরে সুদ বাড়াতে পারে বা ঋণ দিতেই নারাজ হতে পারে। দাম পড়ে গেলে স্থানীয় করভিত্তি সঙ্কুচিত হয়, আর সেই টাকার ওপরই নির্ভর করে বাঁধ মেরামত, ড্রেনেজ আপগ্রেড বা ফায়ারব্রেক কাটার মতো প্রতিরোধমূলক কাজ। একবার এই চক্র ঘুরতে শুরু করলে, ঝুঁকিপূর্ণ কমিউনিটি আরও ঝুঁকির ভেতর ডুবে যায়।
গৃহস্বামী-গৃহস্বামিনীদের জন্য বাস্তবতা হলো বাড়তি মাসিক বিল। প্রিমিয়াম বেড়েছে, ডিডাকটিবল ফুলে উঠেছে, কভারেজের শর্ত শক্ত হয়েছে। যে ক্ষতি একসময় “বড় একবারের বিপর্যয়” বলা হতো, সেটা এখন বার্ষিক বাজেটের আইটেম। এ প্রশ্ন তাই কেবল পরিবেশবিষয়ক নয়; এটা আবাসন নীতি ও আর্থিক ন্যায্যতার প্রশ্ন: নিরাপদ আশ্রয় কি বাজারই ঠিক করবে, নাকি সরকারকে নতুন নিরাপত্তা জাল ফেলতেই হবে?

জনপ্রিয় সংবাদ

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৩৫২)

ঝড়, অগ্নিকাণ্ড আর বন্যা বদলে দিচ্ছে গৃহঋণের অংক: বাড়ছে বীমার খরচ, কমছে নিশ্চয়তা

০৬:৩০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

বীমা এখন বাড়ি কেনার ফিল্টার
যুক্তরাষ্ট্রের ঝুঁকিপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে সাধারণ বাড়ির বীমা পাওয়া এখন আর স্বাভাবিক ধাপ নয়; এটা হয়ে উঠছে বিলাসী সুবিধা। বারবার দাবানল, ঘূর্ণিঝড়ের জলোচ্ছ্বাস, হঠাৎ বন্যা বা দীর্ঘস্থায়ী ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত এলাকায় বেসরকারি কোম্পানিগুলো কভারেজ সীমিত করছে বা একেবারে সরে যাচ্ছে। ফলাফল দাঁড়াচ্ছে এই: আপনি যদি “হাই রিস্ক” জোনে থাকেন, তাহলে হয় আপনাকে অনেক বেশি প্রিমিয়াম দিয়ে স্বল্প সুরক্ষা নিতে হবে, নয়তো রাজ্য-চালিত ‘শেষ ভরসা’ স্কিমে ঢুকতে হবে — যেগুলো নিজেরাই আর্থিক চাপে। বাড়ি কেনার সাধারণ সমীকরণ — মর্টগেজ নিন, বীমা করুন, ধীরে ধীরে ইকুইটি বাড়ান — সেটাই কেঁপে উঠছে। এখন অনেক ডিল ভেঙে যাচ্ছে কারণ ক্রেতা স imply বীমা জোগাড় করতে পারছেন না।
এটি শুধু সমুদ্রতীরের গল্প নয়। উষ্ণতর আবহাওয়া ঝড়ের পথ বদলে দিয়েছে, হারিকেন-ধরনের বৃষ্টি এখন ভেতরের অঙ্গরাজ্যেও ঢুকে পড়ছে। মানুষ যারা ভাবত “আমরা তো সমুদ্র থেকে অনেক দূরে,” তারাও দেখছে নদী ফুলে-ফেঁপে ঘর ডুবিয়ে দিচ্ছে, বা পাহাড়ি আগুন হঠাৎ উপশহরের গেট পর্যন্ত নেমে আসছে। ফলে বীমা আর স্রেফ কাগজপত্র নয়; এটা হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ/না সুইচ — আপনি কি এই এলাকায় থাকতে পারবেন, নাকি আর্থিকভাবে ঝুঁকির কারণে আপনাকে সরে যেতে হবে।

স্থানীয় সমস্যা থেকে সিস্টেমিক ঝুঁকি
এ ধাক্কা কেবল ব্যক্তিগত ভোগান্তি নয়, আর্থিক ব্যবস্থার জন্যও সতর্কবার্তা। যদি কোনো পাড়া “ইনসিউরেবল না” বলে চিহ্নিত হয়, ব্যাঙ্ক সেই এলাকার ঋণকে বেশি ঝুঁকিপূর্ণ ধরে সুদ বাড়াতে পারে বা ঋণ দিতেই নারাজ হতে পারে। দাম পড়ে গেলে স্থানীয় করভিত্তি সঙ্কুচিত হয়, আর সেই টাকার ওপরই নির্ভর করে বাঁধ মেরামত, ড্রেনেজ আপগ্রেড বা ফায়ারব্রেক কাটার মতো প্রতিরোধমূলক কাজ। একবার এই চক্র ঘুরতে শুরু করলে, ঝুঁকিপূর্ণ কমিউনিটি আরও ঝুঁকির ভেতর ডুবে যায়।
গৃহস্বামী-গৃহস্বামিনীদের জন্য বাস্তবতা হলো বাড়তি মাসিক বিল। প্রিমিয়াম বেড়েছে, ডিডাকটিবল ফুলে উঠেছে, কভারেজের শর্ত শক্ত হয়েছে। যে ক্ষতি একসময় “বড় একবারের বিপর্যয়” বলা হতো, সেটা এখন বার্ষিক বাজেটের আইটেম। এ প্রশ্ন তাই কেবল পরিবেশবিষয়ক নয়; এটা আবাসন নীতি ও আর্থিক ন্যায্যতার প্রশ্ন: নিরাপদ আশ্রয় কি বাজারই ঠিক করবে, নাকি সরকারকে নতুন নিরাপত্তা জাল ফেলতেই হবে?