নির্বাচন প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক
নির্বাচন কমিশন (ইসি) ৩০ অক্টোবর সরকারি শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক প্রস্তুতিমূলক বৈঠকে বসবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে এই বৈঠক আয়োজন করা হয়েছে। বৈঠকটি বিকেল ৩টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে, যেখানে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
অংশগ্রহণকারীরা
ইসির চিঠি অনুযায়ী, মন্ত্রিপরিষদ সচিবসহ অন্তত ৩১ জন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাকে বৈঠকে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে রয়েছেন স্বরাষ্ট্র, জনপ্রশাসন, নৌ, প্রবাসীকল্যাণ, পররাষ্ট্র, অর্থ, আইন, স্বাস্থ্য, তথ্য, স্থানীয় সরকার, বিদ্যুৎ, কৃষি, শিক্ষা, ডাক ও টেলিযোগাযোগ, সড়ক পরিবহন এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা।
এছাড়া বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, ডাক অধিদপ্তর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, এলজিইডি ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকেও ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর নির্বাহী পরিচালক বা সমপদমর্যাদার কর্মকর্তাকে পাঠানোর অনুরোধ করা হয়েছে।
ধারাবাহিক প্রস্তুতি
এর আগে ২০ অক্টোবর নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে। সেপ্টেম্বর থেকে নাগরিক সমাজ, শিক্ষক ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক সংলাপও পরিচালিত হচ্ছে।
ইসির এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম দিকে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগে প্রশাসনিক প্রস্তুতি ও সমন্বয় জোরদার করা।
#বাংলাদেশ #জাতীয়নির্বাচন২০২৬ #নির্বাচনকমিশন #সরকারিশীর্ষকর্মকর্তা #সুষ্ঠুনির্বাচন #সারাক্ষণরিপোর্ট
সারাক্ষণ রিপোর্ট 


















