বৃহত্তর জোট গঠনের ভাবনা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলটি জাতীয় ঐক্যের চেতনায় একটি বৃহত্তর রাজনৈতিক জোট গঠনের চিন্তা করছে।
তিনি বলেন, “যেসব দলের সঙ্গে আমরা যৌথ আন্দোলনে ছিলাম, তাদের সঙ্গে এবং অন্যদের নিয়েও আমরা একটি বৃহত্তর জোটের বিষয়ে ভাবছি, যাতে একসঙ্গে নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলা করা যায়।”
সোমবার রাজধানীতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে জিয়া স্মরণে পুষ্পার্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এদিন ছিল জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, যেখানে সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
প্রার্থীদের সঙ্গে বৈঠকের উদ্দেশ্য
দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বৈঠক নিয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, দেশের প্রায় প্রতিটি আসনে একাধিক প্রার্থী আগ্রহী থাকায় দলটি সবার সঙ্গে কথা বলছে।
তিনি ব্যাখ্যা করেন, “এই আলোচনা দলের ভেতরে ঐক্য বজায় রাখার অংশ, পাশাপাশি সারাদেশে জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে আমরা কাজ করছি।”
ঐক্যের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা
বিএনপি নেতা জানান, জাতীয় ঐক্যই তাদের সবচেয়ে বড় শক্তি। “আমরা স্পষ্ট বার্তা দিতে চাই—বিভেদের পথে না গিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। আমাদের লক্ষ্য একসঙ্গে সামনে এগিয়ে যাওয়া,” বলেন তিনি।
সালাহউদ্দিন আরও বলেন, তরুণ প্রজন্মের ভাবনা ও আকাঙ্ক্ষা প্রতিফলিত করেই বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করা হচ্ছে। “আমরা এমন এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, যেখানে তরুণদের চিন্তা, উদ্যম ও সৃজনশীলতাই হবে উন্নয়নের চালিকা শক্তি।”
তরুণদের ভূমিকা ও ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি
তিনি জানান, বিএনপির নেতারা ইতোমধ্যে সারাদেশ ঘুরে তরুণদের মতামত শুনেছেন এবং তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নীতিমালা তৈরি করছেন।
সালাহউদ্দিন আশাবাদ ব্যক্ত করেন, “বাংলাদেশের ভবিষ্যৎ হবে তরুণদের নেতৃত্বে—যেখানে কর্মসংস্থান, প্রযুক্তি ও প্রতিভাই হবে দেশের অগ্রগতির ভিত্তি, যেমনটি কল্পনা করেছিলেন আমাদের মুক্তিযুদ্ধের শহীদরা এবং জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের বীরেরা।”
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন
এদিকে যুবদলের হাজারো নেতা-কর্মী জিয়াউর রহমানের সমাধিতে সমবেত হয়ে শ্রদ্ধা জানান। তাঁরা প্রয়াত রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত ও দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন।
#বিএনপি #রাজনীতি #নির্বাচন২০২৫ #জাতীয়ঐক্য #তরুণপ্রজন্ম #সারাক্ষণরিপোর্ট
সারাক্ষণ রিপোর্ট 
























