যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি রক্ষায় বাংলাদেশ রাশিয়ার তুলনায় অনেক বেশি দামে গম আমদানি করছে। মার্কিন গমের দাম টনপ্রতি ৩০৮ ডলার, যেখানে রাশিয়ার গম বিক্রি হচ্ছে ২২৬ থেকে ২৩০ ডলারে—অর্থাৎ টনপ্রতি প্রায় ৮০ ডলার বেশি।
বাণিজ্য ভারসাম্য রক্ষায় ব্যয়বহুল সিদ্ধান্ত
বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ও রপ্তানি সুবিধা ধরে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম চালান হিসেবে ৫৭ হাজার টন মার্কিন গম ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের বৃহত্তম রপ্তানি বাজার—প্রতি বছর ৮ বিলিয়ন ডলারের বেশি পণ্য রপ্তানি হয়। তিনি জানান, রপ্তানি ভারসাম্য রক্ষায় মার্কিন পণ্যের প্রতি এই অগ্রাধিকার দেওয়া হয়েছে।
গুণমানে এগিয়ে মার্কিন গম
সচিব জানান, মার্কিন গমে প্রোটিনের পরিমাণ বেশি ও মান স্থিতিশীল, যা রাশিয়ার গমের তুলনায় উন্নতমানের। রাশিয়ার গমে আর্দ্রতা ও কীটের কারণে ১২ থেকে ২০ শতাংশ পর্যন্ত নষ্ট হয়।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘাটতি কমাতে পদক্ষেপ
সরকারি পর্যায়ে গম ছাড়াও যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান, তরল গ্যাস, তুলা ও সয়াবিন আমদানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে বেসরকারি খাত চাইলে রাশিয়া থেকে কম দামে গম আমদানি করতে পারবে বলে জানানো হয়েছে।
#tযুক্তরাষ্ট্র_গম_আমদানি, রাশিয়া_গম_দাম, বাংলাদেশ_বাণিজ্য, বাণিজ্য_চুক্তি, সারাক্ষণ_রিপোর্ট
সারাক্ষণ রিপোর্ট 


















