বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা চার দিনের বৃষ্টিতে লালমনিরহাটের পাঁচটি উপজেলাজুড়ে আধাপাকা আমন ধান মাটিতে লুটিয়ে পড়েছে। কাটার ঠিক আগে এমন ক্ষতির শঙ্কায় পড়ছেন কৃষকেরা; ফলন কমে যাওয়া ও দানার মান নষ্ট হওয়ার আশঙ্কা বাড়ছে।
কোথায় কতটা ক্ষতির চিত্র
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) হিসেবে চলতি মৌসুমে জেলায় ৮৬,৬৪৫ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। বৃষ্টির দীর্ঘস্থায়িত্বে বিভিন্ন এলাকায় ধানগাছ হেলে পড়ে লজিং হয়েছে। মোট ক্ষতির পরিমাণ এখনও হিসাব করা হচ্ছে বলে জানিয়েছে ডিএই।
মাঠের ছবি—স্বর্ণালি শিষ মাটিতে
শনিবার, ১ নভেম্বর বিভিন্ন উপজেলায় ঘুরে দেখা যায়—স্বর্ণালি ধানের শিষ মাটিতে লেগে আছে। কৃষকেরা বলছেন, শিষ মাটিতে পড়ায় দানার মান নষ্ট হতে পারে, পাশাপাশি ফলনও কমে যাবে।
কৃষকের অভিজ্ঞতা
কালীগঞ্জ উপজেলার দুহুলি গ্রামের কৃষক সালাম মিয়া এক একর জমিতে আমন করেছেন। তাঁর পরিকল্পনা ছিল আরও ১৫ দিন পর কাটা। তিনি বলেন, এত কষ্ট করে ধান ফলালাম; কাটার ঠিক আগে টানা বৃষ্টিতে সব লুটিয়ে গেল। জমিতে পানি জমেছে, ধান ভিজে আছে—আমার ফলন অর্ধেকও নাও হতে পারে।

প্রশাসনের অবস্থান ও করণীয়
জেলা ডিএইয়ের উপপরিচালক ডা. সাইখুল আরেফিন জানান, ক্ষতির মোট পরিমাণ নির্ধারণের কাজ চলছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে। তিনি বলেন, পড়ে যাওয়া ধানগাছ দলে বেঁধে (বান্ডিল করে) খাড়া রাখার ব্যবস্থা করলে ক্ষতি কিছুটা কমানো যায় এবং শিগগির কাটা সম্ভব হয়।
কী নিয়ে সবচেয়ে বেশি আশঙ্কা
• শিষ মাটিতে লেগে থাকার কারণে দানায় কালচে দাগ ও মান নষ্টের ঝুঁকি
• দীর্ঘক্ষণ পানিতে ভেজা থাকলে ছত্রাকজনিত সমস্যা
• কাটার সময় বাড়ায় উৎপাদন খরচ ও শ্রম ব্যয় বৃদ্ধি
করণীয়—তাত্ক্ষণিক ও স্বল্পমেয়াদি
• পড়ে যাওয়া গাছ দ্রুত দড়ি/বাঁশের সহায়তায় বেঁধে খাড়া রাখা
• পানিনিষ্কাশনের ব্যবস্থা করে জমিতে জলাবদ্ধতা কমানো
• যেসব প্লটে দানা পাকা, সেগুলো অগ্রাধিকার দিয়ে কেটে ফেলা
• কাটা ধান শুকানোর জন্য অস্থায়ী শেড বা পলিথিনের ব্যবস্থা

সামনে কী
আবহাওয়া স্থিতিশীল হলে ও জরুরি ব্যবস্থাগুলো নেওয়া গেলে ক্ষতি আংশিক কমানো সম্ভব। তবে যেখানে শিষ অনেকক্ষণ মাটিতে ছিল, সেখানে ফলন ও দানার মান—দুই দিকেই প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ডিএই মাঠ পর্যায়ে তালিকা করে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে কাজ করছে বলে জানানো হয়েছে।
#টানা_বৃষ্টি #লালমনিরহাট #আমন_ধান #ফসলক্ষতি #কৃষক #ডিএই #আবহাওয়া #কৃষিনীতি
সারাক্ষণ রিপোর্ট 



















