বেলেম সম্মেলনের আগে উদ্বেগ
ইউরোপীয় কমিশনার ভপকে হোকস্ত্রা যুক্তরাষ্ট্রের জলবায়ু প্রতিশ্রুতি থেকে সরে আসাকে ‘ওয়াটারশেড মোমেন্ট’ বলে আখ্যা দিয়েছেন। তার মতে, কপ৩০-এ মার্কিন নেতৃত্ব অনুপস্থিত থাকলে বৈশ্বিক ঐকমত্য দুর্বল হবে। তবু যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ও বেসরকারি খাতে নবায়নযোগ্য জ্বালানির অগ্রগতি কিছুটা ভারসাম্য আনতে পারে। ইউরোপীয় আলোচকরা দীর্ঘমেয়াদি লক্ষ্যে অটল থাকার বার্তা দিয়েছেন।

নতুন সবুজ অংশীদারিত্বের সুযোগ
হোকস্ত্রা মনে করেন, এ পরিবর্তন নতুন সুযোগও এনে দিয়েছে। অন্যান্য দেশ ব্যাটারি, গ্রিড ও সবুজ শিল্পনীতিতে নতুন জোট গড়তে পারে। কমে আসা নবায়নযোগ্য জ্বালানির খরচ বাণিজ্য-বিন্যাস বদলে দিচ্ছে। বেলেম সম্মেলনে অভিযোজন তহবিল, মিথেন নিয়ন্ত্রণ ও টেকসই অবকাঠামো গড়ার বাস্তব ফলাফলই হবে মূল পরীক্ষা—ওয়াশিংটন ছাড়া বৈশ্বিক জলবায়ু সহযোগিতা কতটা টিকে থাকে, সেটিই এখন দেখার।
সারাক্ষণ রিপোর্ট 



















