গাজীপুর, ৮ নভেম্বর ২০২৫:
গাজীপুর সদর উপজেলার নয়নপুরে কচি-কাঁচা একাডেমি, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ এবং নয়নপুর এনএস আদর্শ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিজ্ঞান মেলা ও আলোচনা সভা। স্থানীয় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতার প্রদর্শনীতে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
উদ্বোধন ও অতিথিদের উপস্থিতি
শনিবার অনুষ্ঠিত এই দশম বিজ্ঞান মেলার উদ্বোধন করেন ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির সভাপতি ও কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব মো. শওকত সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন কলেজের সাবেক প্রভাষক জনাব ওমর ফারুক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব শওকত সিদ্দিকী এবং সঞ্চালনায় ছিলেন প্রভাষক জনাবা শাহানা আক্তার শিলা ও সহকারী শিক্ষক জনাবা রওশন আরা রুমি।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনায় অনুপ্রেরণা ও বার্তা
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডেপুটি পিএমজি ড. সেলিম শেখ।
তিনি তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তা আরও প্রসারিত করার আহ্বান জানান।
এছাড়া আলোচনায় বক্তব্য দেন বিশেষ অতিথি জনাব ওমর ফারুক, রসায়নবিদ ও কলাম লেখক জনাব সাঈদ চৌধুরী এবং প্রশাসনিক কর্মকর্তা জনাব মিঠুন সিদ্দিকী।
স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান আহ্বায়ক জনাব সুজন কুমার সরকার।

প্রতিযোগিতার ফলাফল: ‘ক’, ‘খ’ ও ‘গ’ গ্রুপে সেরা তিন
‘ক’ গ্রুপ:
প্রথম স্থান অর্জন করে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ফারিসা সাফিয়ানার নেতৃত্বে ‘Smart’ দলের ‘Rain Water Harvesting and Purifying’ প্রজেক্ট।
দ্বিতীয় স্থান লাভ করে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মুনতাহিনা আফরিন তানহার নেতৃত্বে ‘Green’ দলের ‘Green House’ প্রজেক্ট।
তৃতীয় হয় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী লোকনাথ মন্ডলের নেতৃত্বে ‘Newton’ দলের ‘Modern City’ প্রজেক্ট।
‘খ’ গ্রুপ:
প্রথম স্থান অর্জন করে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মুনতাসির ইসলামের নেতৃত্বে ‘Technology’ দলের ‘High Security System with Generating Technology’।

দ্বিতীয় স্থান পায় অষ্টম শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান প্রাপ্তির নেতৃত্বে ‘Galaxy’ দলের ‘Pollution Working Model’।
তৃতীয় হয় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. আল মুক্তাদির তাসিনের নেতৃত্বে ‘Super Six’ দলের ‘Special House’ প্রজেক্ট।
‘গ’ গ্রুপ:
প্রথম স্থান অর্জন করে একাদশ শ্রেণির শিক্ষার্থী সাকিব আল মাহমুদের নেতৃত্বে ‘Mission Hexa’ দলের ‘Smart Village and Safety Device’।
দ্বিতীয় হয় নবম শ্রেণির শিক্ষার্থী আসিফুর রহমান অর্ণবের নেতৃত্বে ‘The Codex’ দলের ‘Speed Director’।
তৃতীয় স্থান পায় একাদশ শ্রেণির শিক্ষার্থী ফাতেমা জান্নাত সারাবার নেতৃত্বে ‘প্রত্যায়’ দলের ‘Plastic Waste Management’ প্রজেক্ট।

পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান
দিনব্যাপী আয়োজিত এই বিজ্ঞান মেলার সমাপনী পর্বে কুইজ প্রতিযোগিতা ও প্রজেক্ট বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি ড. সেলিম শেখ ও সভাপতি জনাব মো. শওকত সিদ্দিকী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অংশগ্রহণকারী সকল খুদে বিজ্ঞানীকেও প্রশংসাপত্র প্রদান করা হয়।
এছাড়া অতিথিদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের সভাপতি।

অংশগ্রহণ ও প্রদর্শনী
এই বিজ্ঞান মেলায় তিন প্রতিষ্ঠানের মোট ৪২০ জন শিক্ষার্থী অংশ নেয়।
তারা ৯০টি উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করে, যা দর্শনার্থী ও বিচারকদের প্রশংসা কুড়িয়েছে।








#বিজ্ঞানমেলা২০২৫ #গাজীপুর #শিক্ষার্থীর_উদ্ভাবন #সৃজনশীলতা #বাংলাদেশ #সারাক্ষণরিপোর্ট
সারাক্ষণ রিপোর্ট 



















