পূর্ব ইন্দোনেশিয়ার হালমাহেরা অঞ্চলে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত নেই বলে জানানো হয়েছে।
ভূমিকম্পের বিবরণ
ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-ভৌত সংস্থা (BMKG) জানায়, ভূমিকম্পটি উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা এলাকায় আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূমির ১০ কিলোমিটার গভীরে।
ক্ষয়ক্ষতির তথ্য
এখন পর্যন্ত কোনো প্রাণহানি, আহত বা সম্পদের ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
প্রাকৃতিক ঝুঁকির অঞ্চল
প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ এলাকায় অবস্থান করায় ইন্দোনেশিয়ায় নিয়মিত ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাত ঘটে। বিভিন্ন টেকটোনিক প্লেটের সীমানায় থাকার কারণেই দেশটি ভূমিকম্প-প্রবণ এলাকায় পরিণত হয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















