লিড
নাইজেরিয়ার নাইজার অঙ্গরাজ্যের একটি ক্যাথলিক স্কুলে সশস্ত্র হামলায় অপহৃত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৩। অপহৃতদের মধ্যে রয়েছে আরও ১২ জন শিক্ষক। খ্রিস্টান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়া (CAN) জানায়, নতুন গণনায় এই সংখ্যা পূর্বের হিসাবের তুলনায় অনেক বেশি, যা দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগকে আরও বাড়িয়েছে।
অপহরণের হালনাগাদ সংখ্যা
CAN-এর নাইজার শাখার চেয়ারম্যান মোস্ট রেভারেন্ড দাউওয়া ইয়োহান্না জানান, স্কুল পরিদর্শনের পর নতুন গণনায় আগের ২১৫ জন শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৩।
তিনি বলেন, হামলার সময় পালাতে থাকা অতিরিক্ত ৮৮ শিক্ষার্থীকে অপরাধীরা ধরে নিয়ে যায়। অপহৃতদের বয়স ১০ থেকে ১৮ বছর এবং তাদের মধ্যে ছেলে ও মেয়ে উভয়ই রয়েছে।

এক সপ্তাহে দুটি বড় অপহরণ
পাপিরি এলাকায় এই অপহরণ ঘটে মাত্র চার দিন আগে কেব্বি অঙ্গরাজ্যের মাগা এলাকায় আরও ২৫ জন শিশুকে অপহরণের পর। দুটি স্থানের দূরত্ব প্রায় ১৭০ কিলোমিটার।
এখনও কোনো গোষ্ঠী এই অপহরণের দায় স্বীকার করেনি। স্থানীয় শিকারিদের সঙ্গে নিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।
স্কুল বন্ধের নির্দেশ উপেক্ষার অভিযোগ
ইয়োহান্না বলেন, সরকারি নির্দেশে নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে স্কুল বন্ধ থাকার কথা থাকলেও চালু ছিল—এমন দাবি “সম্পূর্ণ মিথ্যা”।
তার ভাষায়, “আমরা কোনো নির্দেশনা পাইনি—এটি নিছক দায় এড়ানোর চেষ্টা।” তিনি অভিভাবকদের শান্ত থাকার আহ্বান জানান।
নাইজেরিয়ায় স্কুল অপহরণের বিস্তার
শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা এখন দেশের নিরাপত্তাহীনতার বড় প্রতিচ্ছবি হয়ে উঠেছে। সশস্ত্র গোষ্ঠীগুলো বেশি প্রভাব বিস্তারের কৌশলে স্কুলকে লক্ষ্যবস্তু করছে।
ইউনিসেফ জানায়, সংঘাতপ্রবণ ১০টি অঙ্গরাজ্যের মাত্র ৩৭ শতাংশ স্কুলে সম্ভাব্য হামলার প্রাথমিক সতর্কতা ব্যবস্থা রয়েছে।

সব স্কুল বন্ধ ঘোষণা
অপহরণ ঠেকাতে নাইজার অঙ্গরাজ্য সরকার সব স্কুল বন্ধ ঘোষণা করেছে। রাজধানী মিননায় নিরাপত্তা বৈঠকের পর গভর্নর উমর বাগো বলেন,
“পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নাইজারের সব স্কুল বন্ধ থাকবে। কার্যত আগেভাগে বড়দিনের ছুটি ঘোষণা করা হলো।”
আন্তর্জাতিক প্রেক্ষাপট
এই ঘটনা ঘটে এমন সময় যখন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, নাইজেরিয়ায় খ্রিস্টানদের লক্ষ্য করে হামলা বাড়ছে। তবে বাস্তবে সহিংসতায় মুসলিম ও খ্রিস্টান উভয় সম্প্রদায়ই আক্রান্ত। কেব্বির সাম্প্রতিক স্কুল হামলাটি মুসলিম-অধ্যুষিত এলাকায় হয়েছে।
এছাড়া ঘটনাটি নজর কাড়ছে আরও একটি কারণে—নাইজেরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নুহু রিবাদু যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, যেখানে তিনি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে বৈঠক করেছেন।
সারাক্ষণ রিপোর্ট 



















