টেকনাফ উপকূল থেকে সেন্টমার্টিন হয়ে মিয়ানমারের আরাকান অঞ্চলে পণ্য পাঠিয়ে বিনিময়ে ফিরছে ইয়াবা ও আইস—এমন সমুদ্রভিত্তিক বার্টার চক্রের সক্রিয়তা আবারও সামনে এসেছে। রাতের অন্ধকারে ছোট ট্রলার ও জেলে নৌকা ব্যবহার করে চাল, ডাল, তেল, ওষুধ থেকে শুরু করে নির্মাণসামগ্রী পর্যন্ত পাচার করা হচ্ছে। ফেরার পথে আসছে কোটি টাকার মাদক, যার বড় অংশ ঢুকে যাচ্ছে দেশের অভ্যন্তরীণ বাজারে। স্থানীয় জেলে, পাচারকারী, রোহিঙ্গা ক্যারিয়ার এবং রাজনৈতিক প্রভাবশালী কয়েকটি নেটওয়ার্ক এ পথে সক্রিয় রয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা। সমুদ্রপথের ‘গোপন ল্যান্ডিং পয়েন্ট’ বদলে যাওয়ায় নজরদারি জটিল হয়ে পড়ছে।
সারাক্ষণ রিপোর্ট 



















