গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি–১ জানায়, গ্রিড লাইনে জরুরি রক্ষণাবেক্ষণের কারণে কালীগঞ্জের কয়েকটি এলাকায় ২৭ ও ২৯ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সেভেন রিংস এলাকা, জানাগাইল ও আশপাশের শিল্পাঞ্চলে এর প্রভাব বেশি পড়বে বলে ধারণা করা হচ্ছে। ছোট কারখানা, দোকান ও গৃহস্থ ব্যবহারকারীদের আগেভাগে প্রস্তুতি নিতে বলা হয়েছে। রক্ষণাবেক্ষণ সম্পন্ন হলে সেবার মান উন্নতির আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
সারাক্ষণ রিপোর্ট 



















