সিলেটের দক্ষিণ সুরমার একটি পরিত্যক্ত বাড়িতে স্থানীয়দের নজরে আসে গ্রেনেড সদৃশ একটি বস্তু। খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থল ঘিরে ফেলে এবং বোমা নিষ্ক্রিয়করণ টিম এসে নিরাপদে সরিয়ে নেয়। এলাকায় সাময়িক আতঙ্ক সৃষ্টি হলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নিরাপত্তা সংস্থা ধারণা করছে, এটি কোনো অপরাধী চক্র বা পুরনো অস্ত্র মজুতকারীদের ফেলে যাওয়া হতে পারে। ঘটনাস্থলটি সিলেট শহরের ব্যস্ত যাতায়াত রুটের কাছে হওয়ায় তদন্ত জোরদার করা হয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















