কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুইটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত ও অন্তত একজন গুরুতর আহত হয়েছেন। রাতের অন্ধকারে অতিরিক্ত গতিতে চলা গাড়ি ও লেন শৃঙ্খলার অভাবকে কারণ হিসেবে দেখছেন স্থানীয়রা। দুর্ঘটনায় হতাহতদের দ্রুত রাজধানীতে পাঠানো হলেও একজনকে বাঁচানো যায়নি। মহাসড়কটিতে ভারী যানবাহন, বাস ও মোটরসাইকেল একসঙ্গে চলার কারণে দীর্ঘদিন ধরেই দুর্ঘটনা বাড়ছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের।
সারাক্ষণ রিপোর্ট 


















