লক্ষ্মীপুরের কমলনগরে লক্ষ্মীপুর–রামগতি আঞ্চলিক সড়কে ‘যমুনা পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন ধরে যায়। রাতের বেলায় সড়কে চলাচলের সময় ইঞ্জিন অংশ থেকে ধোঁয়া ও আগুন উঠতে দেখে যাত্রীরা দ্রুত নেমে আসেন; এতে কেউ আহত না হলেও বাসটির বড় অংশ পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট বা গ্যাসলাইন লিকেজ থেকে আগুনের সূত্রপাত। এ ঘটনায় দূরবর্তী জনপদগুলোতে নিত্যদিনের বাসযাত্রার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 


















