খুলনা–চুকনগর মহাসড়কে প্রতিদিনই অবাধে চলাচল করছে ব্যাটারিচালিত ইজিবাইক ও বিভিন্ন ধরনের থ্রি–হুইলার। ভারী ট্রাক, বাস ও পণ্যবাহী কাভারভ্যানের সঙ্গে একই লেনে চলার কারণে গত কয়েক মাসে ছোট–বড় অসংখ্য দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। হাইওয়েতে অননুমোদিত যানবাহন নিয়ন্ত্রণে সড়ক কর্তৃপক্ষের কোনো দৃশ্যমান অভিযান নেই, ফলে যাত্রী ও পথচারীরা স্থায়ী ঝুঁকির মধ্যে রয়েছেন। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, বিকল্প সড়ক ও কঠোর প্রয়োগ না হলে এ মহাসড়ক আরও দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠবে।
সারাক্ষণ রিপোর্ট 


















