উদ্বেগজনক বন্যা পরিস্থিতি
দক্ষিণ থাইল্যান্ডের সঙখলা প্রদেশের হাট ইয়াই জেলায় টানা বর্ষণ ও ভয়াবহ বন্যার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার থেকে পানি দ্রুত বাড়তে থাকায় অনেক স্থানে মানুষ গলা-সমান পানি ভেঙে চলাচল করেছে। নগরীর ভেতরে প্রবেশের মূল সড়কগুলো ডুবে যাওয়ায় যাতায়াত কার্যত অচল হয়ে গেছে।
ফ্লাইট বাতিল ও আংশিক স্থগিত
বন্যাজনিত পরিস্থিতির কারণে বুধবার থেকে ব্যাংকক-হাট ইয়াই রুটে কয়েকটি ফ্ল্লাইট বাতিল করেছে তিনটি স্বল্পমূল্যের বিমানসংস্থা—থাই এয়ারএশিয়া, থাই লায়ন এয়ার এবং থাই ভিয়েতজেট।
থাই এয়ারএশিয়া বুধবার থেকে রোববার পর্যন্ত দুটি রিটার্ন ফ্লাইট (FD3114/3115 এবং FD3118/3119) স্থগিত করেছে।
থাই লায়ন এয়ার বুধবার দুটি রিটার্ন ফ্লাইট (SL704/705 এবং SL710/711) বাতিল করেছে।
থাই ভিয়েতজেট বুধবার ও বৃহস্পতিবার একটি রিটার্ন ফ্লাইট (VL328/329) স্থগিত রেখেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের তাদের নিজ নিজ বিমানসংস্থার সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নিতে পরামর্শ দিয়েছে।
পরিবহন ব্যবস্থা সম্পূর্ণ ব্যাহত
হাট ইয়াই বিমানবন্দর বন্ধ না থাকলেও পরিস্থিতি অত্যন্ত সংকটপূর্ণ। টার্মিনাল এলাকায় আটকে পড়া যাত্রীরা বাইরে যেতে না পারায় অবস্থান করছেন। শহরের সঙ্গে বিমানবন্দরের শাটল সেবা বুধবার সকাল থেকে সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। দুপুরের সেবা চালু হবে কি না, তা পুরোপুরি নির্ভর করছে বন্যার পানি ও সড়কের অবস্থার ওপর।
দক্ষিণ থাইল্যান্ডের অন্যতম ব্যস্ত বিমানবন্দর হিসেবে হাট ইয়াই সঙখলা ছাড়াও পাটানি, ইয়ালা ও নারাথিওয়াত প্রদেশের যাত্রীদের মূল ভরসা। তাই ফ্লাইট বাতিল ও যাতায়াত বন্ধ থাকায় হাজারো মানুষের ভ্রমণ পরিকল্পনা বিপর্যস্ত হয়ে পড়েছে।
বন্যার বিস্তার ও প্রভাব
অবিরাম বর্ষণের কারণে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ অংশগুলোতে পানি ঢুকে পড়ায় উদ্ধারকর্মীরা মাঠে নেমেছেন। বন্যা কখন কমবে এবং যাতায়াত স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা নেই।
টানা বৃষ্টি থামার কোনো লক্ষণ না থাকায় কর্তৃপক্ষ সতর্কবার্তা জারি করেছে এবং জনগণকে নিরাপদ স্থানে অবস্থানের আহ্বান জানানো হয়েছে।
#বন্যা #হাটইয়াই #থাইল্যান্ড #ফ্লাইটবাতিল
সারাক্ষণ রিপোর্ট 


















