জকিগঞ্জের বারঠাকুরী ইউনিয়নের আমলসীদ গ্রামে এক সংখ্যালঘু নেতার বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনার পর এলাকাজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিনিধিদল।
পরিদর্শনে এসে তারা বলেন, সারা দেশে সংখ্যালঘুদের ওপর হামলা উদ্বেগজনকভাবে বাড়ছে। এই ডাকাতি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পূর্বপরিকল্পিত বলে মনে হয়। মামলা হওয়ার পরও তিন দিন পার হয়ে গেলেও পুলিশ লুট হওয়া মালামাল উদ্ধার করতে পারেনি এবং ডাকাতদের গ্রেপ্তার করতেও ব্যর্থ হয়েছে। এতে পুরো উপজেলাজুড়ে সংখ্যালঘু জনগোষ্ঠী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
পরিদর্শন দলের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সভাপতি ও সাবেক মেম্বার রনোজিত বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক অমিত রায় অমৃত, হিন্দু সম্প্রদায়ের নেতা রতেশ্বর বিশ্বাস ও প্রদীপ বিশ্বাস প্রমুখ।
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর বুধবার সন্ধ্যায় এই ডাকাতির ঘটনা ঘটে। সশস্ত্র ডাকাতরা পরিবারের নারী ও শিশুকে জিম্মি করে প্রায় আড়াই লাখ টাকা ও আরও কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরদিন ২৫ নভেম্বর রাতে ডা. বিভাকর দেশমুখ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।
সারাক্ষণ রিপোর্ট 


















