ঠাকুরগাঁও জেলা আদালত চত্বরে হঠাৎ হামলার শিকার হয়েছেন তিনজন বাউল শিল্পী। আকস্মিক এই ঘটনায় তারা গুরুতর আহত হন। হামলাকারীদের পরিচয় এখনো জানা যায়নি।
ঘটনার সময় ও স্থান
বুধবার দুপুর প্রায় ২টার দিকে আদালত এলাকার একটি চায়ের দোকানের সামনে এই হামলা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়।
কেন তারা সেখানে জমায়েত হয়েছিলেন
স্থানীয় সূত্র জানিয়েছে, বাউলশিল্পীরা বিকেল ২টা ৩০ মিনিটে নির্ধারিত এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে যোগ দিতে আদালত প্রাঙ্গণে জড়ো হয়েছিলেন।
তাদের দাবিগুলো ছিল—
- ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেপ্তার থাকা বাউল আবুল সরকারকে মুক্তি
- চলতি সপ্তাহে মানিকগঞ্জে বাউলদের ওপর হওয়া হামলার প্রতিবাদ
কিন্তু কর্মসূচি শুরু হওয়ার আগেই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা এসে তাদের ওপর হামলা চালায়।

পুলিশের বক্তব্য
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ার আলম খান জানান—
- বাউলদের কর্মসূচি ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন ছিল
- আদালত এলাকায় একটি চায়ের দোকানে থাকা অল্পসংখ্যক বাউলের ওপর হঠাৎ কিছু লোক হামলা চালায়
- পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে
ওসি আরও বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
#ঠাকুরগাঁও #বাউল #হামলা #ধর্মীয়অনুভূতি #বাংলাদেশ
সারাক্ষণ রিপোর্ট 



















