লন্ডন থেকে ঢাকায় এসে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান শুক্রবার সকালে গুরুতর অসুস্থ শাশুড়ি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে থাকার জন্য দ্রুত এভারকেয়ার হাসপাতালে ছুটে যান।
ডা. জুবাইদা বৃহস্পতিবার লন্ডন সময় সন্ধ্যা ৬টা ৫৩ মিনিটে লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে বিমানে রওনা হয়ে শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৩ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিএনপির গণমাধ্যম সেলের সদস্য আতীকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেন। বিমানবন্দরে পৌঁছে তিনি কোনো দেরি না করে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান। তিনি সেখানে পৌঁছান সকাল ১১টা ৫৪ মিনিটে।
যাত্রা স্থগিত ও শারীরিক অবস্থার অবনতি
খালেদা জিয়ার লন্ডন যাত্রা আজ হওয়ার কথা থাকলেও কাতারের আমির প্রদত্ত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে যাত্রা আপাতত স্থগিত হয়েছে। প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমানটি শনিবারের আগে ঢাকায় পৌঁছাতে পারবে না বলে জানা গেছে। একই সঙ্গে বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য অবনতি হওয়ায় ভ্রমণসূচি আরও পিছিয়ে যায়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সবকিছু ঠিকঠাক থাকলে এয়ার অ্যাম্বুলেন্স শনিবার ঢাকায় পৌঁছাতে পারে। চিকিৎসা বোর্ড সম্মতি দিলে এবং অবস্থার উন্নতি হলে ৭ ডিসেম্বর, রবিবার তার লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
চিকিৎসা পর্যবেক্ষণে জুবাইদা
ডা. জুবাইদা লন্ডন থেকে ভার্চুয়ালি চিকিৎসা বোর্ডের অংশ হিসেবে খালেদা জিয়ার অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করছিলেন। তার মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান হিথ্রো বিমানবন্দরে তাকে বিদায় জানান।
হাসপাতালের অবস্থা ও প্রস্তুতি
খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তার লিভার, কিডনি ও হার্ট-সংক্রান্ত জটিলতা রয়েছে। বিএনপি সূত্র জানায়, লন্ডনে নেওয়া হলে লন্ডন ব্রিজ হাসপাতালে তার চিকিৎসার সব প্রস্তুতি আগেই সম্পন্ন করা হয়েছে।

এটি হবে কাতারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে তার দ্বিতীয় চিকিৎসা ভ্রমণ। এর আগে তিনি ৮ জানুয়ারি লন্ডনে গিয়েছিলেন এবং চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন। পুরো সময়টায় তার সঙ্গে ছিলেন ডা. জুবাইদা। পরে তিনি ৫ জুন লন্ডনে ফিরে যান।
তারেক রহমান, ডা. জুবাইদা ও তাদের মেয়ে জায়মা ২০০৮ সাল থেকে লন্ডনে বসবাস করছেন।
#খালেদা_জিয়া #জুবাইদা #বিএনপি #এভারকেয়ার #রাজনীতি
সারাক্ষণ রিপোর্ট 


















