টঙ্গীতে ঢাকা-গাজীপুর করিডোরের বিআরটি ফ্লাইওভারের নিচে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে। শনিবার ভোরে টঙ্গী বাজারের বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। কর্মস্থলে যাওয়ার জন্য পরিবহনের অপেক্ষায় ছিলেন তিনি। এ সময় ছিনতাইকারীরা টাকা ও মোবাইল ছিনিয়ে নিতে চাইলে বাধা দিলে তাকে ছুরিকাঘাত করা হয়।
ঘটনাস্থলেই মৃত্যু, তদন্তে পুলিশ
স্থানীয়রা জানান, আহত অবস্থায় কিছুক্ষণ পরই তিনি ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ আহসান উল্লাহ মাস্টার স্মৃতি হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাটি তদন্তে টঙ্গী পূর্ব থানার একটি দল কাজ শুরু করেছে।

বিআরটি করিডোরে নিরাপত্তা উদ্বেগ বাড়ছে
ঢাকা–গাজীপুর করিডোরে নির্মাণাধীন বিআরটি প্রকল্পের নিচে সম্প্রতি ছিনতাইয়ের ঝুঁকি বেড়েছে বলে অভিযোগ রয়েছে। প্রতিদিন শত শত কর্মজীবী মানুষ ভোরবেলা এই রুট ব্যবহার করেন। এলাকাবাসীর দাবি, নিয়মিত পুলিশ টহল না থাকায় রাত-ভোরে অপরাধীরা সুযোগ নিচ্ছে। দ্রুত পদক্ষেপ না নিলে এ রুটে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
#টঙ্গী #গাজীপুর #ছিনতাই #নিরাপত্তাহীনতা #বিআরটি #ঢাকাগাজীপুর #অপরাধসংবাদ #বাংলাদেশসংবাদ #LawAndOrderBD #BreakingBD
সারাক্ষণ রিপোর্ট 



















