দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগ বাড়িয়েছে। রোববার সকালে শেষ হওয়া ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু এবং ৫১৬ জন রোগীর হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মোট মৃত্যু ও আক্রান্তের হালনাগাদ সংখ্যা
চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৬ জনে। একই সময়ে এ বছরের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯৭ হাজার ৮২৯ জন।
কোথায় নতুন মৃত্যু
সর্বশেষ ২৪ ঘণ্টায় যে দুই জনের মৃত্যু হয়েছে, তারা দুজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।
গত বছরের পরিস্থিতির তুলনা
গত বছর একই সময়ে দেশে ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ এবং সুস্থ হয়েছিলেন ১ লাখ ৪০ জন।
সারাক্ষণ রিপোর্ট 



















