১০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

পদত্যাগ করলেন দুই উপদেষ্টা

সমকালের একটি শিরোনাম “দেশে ১% ধনীর হাতে ২৪% সম্পদ”

বাংলাদেশের ১ শতাংশ মানুষের কাছে রয়েছে দেশের মোট সম্পদের ২৪ শতাংশ। আর মোট জাতীয় আয়ের ১৬ শতাংশ রয়েছে তাদের হাতে। কোন দেশে বৈষম্যের মাত্রা কেমন, তার ওপর বৈশ্বিক প্রতিবেদন ‘ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট-২০২৬’ বাংলাদেশ সম্পর্কে এমন তথ্য দিয়েছে। এতে দেখা যায়, বাংলাদেশে মানুষের আয়ের চেয়ে সম্পদের বৈষম্য অনেক বেশি।

প্যারিসভিত্তিক বৈশ্বিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাব সম্প্রতি প্রতিবেদনটি প্রকাশ করেছে। সংস্থাটি বিভিন্ন দেশের জাতীয় উপাত্ত পর্যালোচনা এবং বিস্তৃত গবেষণার মাধ্যমে বৈষম্য পরিস্থিতি তুলে ধরেছে। এতে বলা হয়, বিশ্বে বৈষম্য অত্যন্ত উচ্চ পর্যায়ের। মাত্র ১০ শতাংশ ধনী মানুষের কাছে মোট সম্পদের ৭৫ ভাগ রয়েছে। বৈশ্বিক আর্থিক ব্যবস্থা এর সবচেয়ে বড় কারণ। এ ব্যবস্থায় ধনীদের সম্পদ ক্রমাগত বাড়ছে।

প্রতিবেদন অনুযায়ী, বৈষম্যের বৈশ্বিক বিচারে বাংলাদেশের অবস্থান মাঝামাঝি। আয় ও সম্পদ উভয় বিবেচনায় দক্ষিণ আফ্রিকা বিশ্বের শীর্ষ বৈষম্যের দেশ। আয় বৈষম্যে দ্বিতীয় অবস্থানে কলম্বিয়া। সম্পদ বৈষম্যে দ্বিতীয় রাশিয়া। আয় বৈষম্যে বাংলাদেশের অবস্থান ২৫তম। ভারত ও পাকিস্তানে বৈষম্য বাংলাদেশের চেয়ে বেশি। ক্রয়ক্ষমতার সমতার (পিপিপি) ভিত্তিতে বিশ্বের ৪০টি দেশের বৈষম্যের চিত্র উপস্থাপন করা হয়েছে।

প্রতিবেদনে বৈশ্বিক বৈষম্য পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি ৪০টি দেশের ওপর আলাদা পর্যালোচনা রয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশে বৈষম্য মোটামুটি স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং গত এক দশকে খুব বেশি পরিবর্তন দেখা যায়নি। আয়ের বিবেচনায় দেশের শীর্ষ ১০ শতাংশ আয়ের মানুষ মোট জাতীয় আয়ের প্রায় ৪১ শতাংশ উপার্জন করে। যেখানে নিচের ৫০ শতাংশের আয় মাত্র ১৯ শতাংশ। সম্পদের বণ্টনে বৈষম্য আরও বেশি। শীর্ষ ১০ শতাংশের হাতে মোট সম্পদের প্রায় ৫৮ শতাংশ। আর শীর্ষ ১ শতাংশের হাতে রয়েছে ২৪ শতাংশ।

 

আজকের পত্রিকার একটি শিরোনাম”এনসিপির ১২৫ প্রার্থী: তালিকায় ১৪ নারী, বিএনপির দুই ও জাপার এক নেতা”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ১২৫ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের পরিচিত নেতাদের পাশাপাশি জুলাই যোদ্ধা, জুলাই হতাহতদের পরিবার এবং বিএনপির সাবেক নেতারাও প্রাথমিক মনোনয়ন পেয়েছেন। আবার আলোচনায় থাকা মনোনয়নপ্রত্যাশীদের কেউ কেউ এই তালিকায় জায়গা পাননি।

রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আজ বুধবার (১০ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। এ সময় তিনি বলেন, ‘সামনের নির্বাচন শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, তার মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রকাঠামোর সংস্কারের বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে। আমরা বাংলাদেশের জনগণকে হ্যাঁ ভোটের পক্ষে থেকে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করে বাংলাদেশের মানুষের সংস্কারের যে আকাঙ্ক্ষা, সেটাকে বাস্তবায়নের জন্য উদাত্ত আহ্বান জানাই।’

প্রার্থী তালিকা ঘোষণার সময় উপস্থিত ছিলেন দলের মুখ্য সমন্বয়ক এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ। প্রার্থী তালিকা ঘোষণা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

এনসিপি জানিয়েছে, ১২৫ জনের যে তালিকা ঘোষণা হলো, সেটা চূড়ান্ত মনোনয়ন নয়। এই প্রার্থীদের মধ্যে যাঁদের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি ও ফ্যাসিবাদের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে, তাঁদের বাদ দিয়ে নতুন প্রার্থীদের এই তালিকায় আনা হবে। জোটসঙ্গীদের সঙ্গে আলোচনা করে যোগ্যতার ভিত্তিতে ধাপে ধাপে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করা হবে।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা ক্ষমতার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না। আসন কয়টা পাব বা পাব না, এটা বিবেচনা করেও নির্বাচন করছি না। আসন নিশ্চিত করতে হলে আমরা কোনো না কোনো জোটে চলে যেতাম।’

বিএনপি ও জামায়াতে ইসলামীর সমালোচনা করে নাহিদ আরও বলেন, ‘আমরা দেখছি, বিভিন্ন জায়গায় অস্ত্রের মহড়া হচ্ছে। বিএনপি, জামায়াত উভয় দল থেকে আমরা এই ধরনের সংস্কৃতি দেখছি।’

 

বণিকবার্তার একটি শিরোনাম “জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা আজ সন্ধ্যায়”

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আজ সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল একসঙ্গে ঘোষণা করা হবে। গতকাল ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী গতকাল বিকাল ৪টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের জাতির উদ্দেশে দেয়া ভাষণ রেকর্ড করা হয়। রেকর্ড শেষে বিকাল সাড়ে ৪টায় সিইসি, চার কমিশনার ও ইসি সচিবের এক সংক্ষিপ্ত বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় তফসিল ঘোষণা করা হবে। সিইসির বক্তব্য অন-এয়ার হবে। তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন।’

তিনি আরো জানান, দুই ভোটের একই তফসিল হবে। এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে ৩০০ আসনেই তফসিল দেয়া হবে।

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সদস্যরা। গতকাল বেলা ১১টার দিকে কমিশনের পাঁচ সদস্য নিজেরা বৈঠকে বসেন। এরপর ১১টা ৪০ মিনিটে আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে রওনা দিয়ে সোয়া ১২টার পর তারা বঙ্গভবনে পৌঁছান। বেলা ২টায় বঙ্গভবন থেকে বের হয়ে যান সিইসিসহ কমিশনের সদস্যরা। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে একটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা এ সাক্ষাৎ।

রেওয়াজ অনুযায়ী, তফসিল ঘোষণার আগে সব ধরনের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে নির্বাচন কমিশন। এরপর সিইসি বিটিভি ও বেতারে ভাষণ দিয়ে ভোটের তফসিল ঘোষণা করেন।

সাক্ষাৎ শেষে সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু করতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

 

মানবজমিনের একটি শিরোন “পদত্যাগ করলেন দুই উপদেষ্টা”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ট্রেনে উঠছে দেশ। আজ ঘোষণা হবে ভোটের তফসিল। একইদিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ নির্বাচন ও জুলাই সনদ নিয়ে গণভোট। নির্বাচন নিয়ে নানা শঙ্কা ও সংশয়ের মধ্যেই প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন রেডিও ও টেলিভিশনে তফসিলের ঘোষণা দেবেন। তফসিল সংক্রান্ত সেই ভাষণটি গতকালই ধারণ করেছে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার। এই ভাষণেই জানানো হবে আগামী বছরের ফেব্রুয়ারির কতো তারিখে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ইসি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে ১২ই ফেব্রুয়ারি বা তার আগের দিন ভোটের তারিখ হতে পারে। গতকাল সিইসি’র ভাষণ রেকর্ডের পর বিকাল পৌনে পাঁচটায় নির্বাচন ভবনে আনুষ্ঠানিকভাবে ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ তফসিলের বিষয়ে কথা বলেন। বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সিইসি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগের দিন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগ করেছেন। এই দুই উপদেষ্টা নির্বাচনে অংশ নেবেন এমন আলোচনা আছে। তবে তারা কোন দল থেকে নির্বাচন করবেন তা স্পষ্ট হয়নি।

এদিকে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ গতকাল প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান। সাক্ষাতের পর নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে বলেন, রাষ্ট্রপতিকে নির্বাচনের প্রস্ততির সার্বিক বিষয়ে অবহিত করা হয়েছে।
এদিকে বাগেরহাটের সংসদীয় আসন চারটি থেকে কমিয়ে তিনটি করে নির্বাচন কমিশন যে গেজেট জারি করেছিল, তা ‘অবৈধ’ ঘোষণা করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে আদালতের ওই রায় তফসিলে খুব বেশি প্রভাব ফেলবে না বলেই মনে করছেন আব্দুর রহমানেল মাছউদ। এ নির্বাচন কমিশনার বলেন, প্রভাব ফেলার তো কথা না। আমাদের মতো আমরা (তফসিল) ঘোষণা দেবো। যদি ওইটা (বাগেরহাটের আসন) না দিতে হয়, না দেবো- অসুবিধা নেই। আমরা বসবো অর্ডার নিয়ে; দেখি কী হয়। আমাদের মতো আমরা ঘোষণা দেবো। বাগেরহাটের সংসদীয় আসন চারটি ও গাজীপুর পাঁচটি আসন থাকবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।

জনপ্রিয় সংবাদ

পদত্যাগ করলেন দুই উপদেষ্টা

০৮:৪৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

সমকালের একটি শিরোনাম “দেশে ১% ধনীর হাতে ২৪% সম্পদ”

বাংলাদেশের ১ শতাংশ মানুষের কাছে রয়েছে দেশের মোট সম্পদের ২৪ শতাংশ। আর মোট জাতীয় আয়ের ১৬ শতাংশ রয়েছে তাদের হাতে। কোন দেশে বৈষম্যের মাত্রা কেমন, তার ওপর বৈশ্বিক প্রতিবেদন ‘ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট-২০২৬’ বাংলাদেশ সম্পর্কে এমন তথ্য দিয়েছে। এতে দেখা যায়, বাংলাদেশে মানুষের আয়ের চেয়ে সম্পদের বৈষম্য অনেক বেশি।

প্যারিসভিত্তিক বৈশ্বিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাব সম্প্রতি প্রতিবেদনটি প্রকাশ করেছে। সংস্থাটি বিভিন্ন দেশের জাতীয় উপাত্ত পর্যালোচনা এবং বিস্তৃত গবেষণার মাধ্যমে বৈষম্য পরিস্থিতি তুলে ধরেছে। এতে বলা হয়, বিশ্বে বৈষম্য অত্যন্ত উচ্চ পর্যায়ের। মাত্র ১০ শতাংশ ধনী মানুষের কাছে মোট সম্পদের ৭৫ ভাগ রয়েছে। বৈশ্বিক আর্থিক ব্যবস্থা এর সবচেয়ে বড় কারণ। এ ব্যবস্থায় ধনীদের সম্পদ ক্রমাগত বাড়ছে।

প্রতিবেদন অনুযায়ী, বৈষম্যের বৈশ্বিক বিচারে বাংলাদেশের অবস্থান মাঝামাঝি। আয় ও সম্পদ উভয় বিবেচনায় দক্ষিণ আফ্রিকা বিশ্বের শীর্ষ বৈষম্যের দেশ। আয় বৈষম্যে দ্বিতীয় অবস্থানে কলম্বিয়া। সম্পদ বৈষম্যে দ্বিতীয় রাশিয়া। আয় বৈষম্যে বাংলাদেশের অবস্থান ২৫তম। ভারত ও পাকিস্তানে বৈষম্য বাংলাদেশের চেয়ে বেশি। ক্রয়ক্ষমতার সমতার (পিপিপি) ভিত্তিতে বিশ্বের ৪০টি দেশের বৈষম্যের চিত্র উপস্থাপন করা হয়েছে।

প্রতিবেদনে বৈশ্বিক বৈষম্য পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি ৪০টি দেশের ওপর আলাদা পর্যালোচনা রয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশে বৈষম্য মোটামুটি স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং গত এক দশকে খুব বেশি পরিবর্তন দেখা যায়নি। আয়ের বিবেচনায় দেশের শীর্ষ ১০ শতাংশ আয়ের মানুষ মোট জাতীয় আয়ের প্রায় ৪১ শতাংশ উপার্জন করে। যেখানে নিচের ৫০ শতাংশের আয় মাত্র ১৯ শতাংশ। সম্পদের বণ্টনে বৈষম্য আরও বেশি। শীর্ষ ১০ শতাংশের হাতে মোট সম্পদের প্রায় ৫৮ শতাংশ। আর শীর্ষ ১ শতাংশের হাতে রয়েছে ২৪ শতাংশ।

 

আজকের পত্রিকার একটি শিরোনাম”এনসিপির ১২৫ প্রার্থী: তালিকায় ১৪ নারী, বিএনপির দুই ও জাপার এক নেতা”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ১২৫ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের পরিচিত নেতাদের পাশাপাশি জুলাই যোদ্ধা, জুলাই হতাহতদের পরিবার এবং বিএনপির সাবেক নেতারাও প্রাথমিক মনোনয়ন পেয়েছেন। আবার আলোচনায় থাকা মনোনয়নপ্রত্যাশীদের কেউ কেউ এই তালিকায় জায়গা পাননি।

রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আজ বুধবার (১০ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। এ সময় তিনি বলেন, ‘সামনের নির্বাচন শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, তার মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রকাঠামোর সংস্কারের বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে। আমরা বাংলাদেশের জনগণকে হ্যাঁ ভোটের পক্ষে থেকে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করে বাংলাদেশের মানুষের সংস্কারের যে আকাঙ্ক্ষা, সেটাকে বাস্তবায়নের জন্য উদাত্ত আহ্বান জানাই।’

প্রার্থী তালিকা ঘোষণার সময় উপস্থিত ছিলেন দলের মুখ্য সমন্বয়ক এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ। প্রার্থী তালিকা ঘোষণা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

এনসিপি জানিয়েছে, ১২৫ জনের যে তালিকা ঘোষণা হলো, সেটা চূড়ান্ত মনোনয়ন নয়। এই প্রার্থীদের মধ্যে যাঁদের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি ও ফ্যাসিবাদের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে, তাঁদের বাদ দিয়ে নতুন প্রার্থীদের এই তালিকায় আনা হবে। জোটসঙ্গীদের সঙ্গে আলোচনা করে যোগ্যতার ভিত্তিতে ধাপে ধাপে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করা হবে।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা ক্ষমতার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না। আসন কয়টা পাব বা পাব না, এটা বিবেচনা করেও নির্বাচন করছি না। আসন নিশ্চিত করতে হলে আমরা কোনো না কোনো জোটে চলে যেতাম।’

বিএনপি ও জামায়াতে ইসলামীর সমালোচনা করে নাহিদ আরও বলেন, ‘আমরা দেখছি, বিভিন্ন জায়গায় অস্ত্রের মহড়া হচ্ছে। বিএনপি, জামায়াত উভয় দল থেকে আমরা এই ধরনের সংস্কৃতি দেখছি।’

 

বণিকবার্তার একটি শিরোনাম “জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা আজ সন্ধ্যায়”

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আজ সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল একসঙ্গে ঘোষণা করা হবে। গতকাল ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী গতকাল বিকাল ৪টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের জাতির উদ্দেশে দেয়া ভাষণ রেকর্ড করা হয়। রেকর্ড শেষে বিকাল সাড়ে ৪টায় সিইসি, চার কমিশনার ও ইসি সচিবের এক সংক্ষিপ্ত বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় তফসিল ঘোষণা করা হবে। সিইসির বক্তব্য অন-এয়ার হবে। তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন।’

তিনি আরো জানান, দুই ভোটের একই তফসিল হবে। এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে ৩০০ আসনেই তফসিল দেয়া হবে।

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সদস্যরা। গতকাল বেলা ১১টার দিকে কমিশনের পাঁচ সদস্য নিজেরা বৈঠকে বসেন। এরপর ১১টা ৪০ মিনিটে আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে রওনা দিয়ে সোয়া ১২টার পর তারা বঙ্গভবনে পৌঁছান। বেলা ২টায় বঙ্গভবন থেকে বের হয়ে যান সিইসিসহ কমিশনের সদস্যরা। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে একটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা এ সাক্ষাৎ।

রেওয়াজ অনুযায়ী, তফসিল ঘোষণার আগে সব ধরনের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে নির্বাচন কমিশন। এরপর সিইসি বিটিভি ও বেতারে ভাষণ দিয়ে ভোটের তফসিল ঘোষণা করেন।

সাক্ষাৎ শেষে সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু করতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

 

মানবজমিনের একটি শিরোন “পদত্যাগ করলেন দুই উপদেষ্টা”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ট্রেনে উঠছে দেশ। আজ ঘোষণা হবে ভোটের তফসিল। একইদিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ নির্বাচন ও জুলাই সনদ নিয়ে গণভোট। নির্বাচন নিয়ে নানা শঙ্কা ও সংশয়ের মধ্যেই প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন রেডিও ও টেলিভিশনে তফসিলের ঘোষণা দেবেন। তফসিল সংক্রান্ত সেই ভাষণটি গতকালই ধারণ করেছে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার। এই ভাষণেই জানানো হবে আগামী বছরের ফেব্রুয়ারির কতো তারিখে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ইসি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে ১২ই ফেব্রুয়ারি বা তার আগের দিন ভোটের তারিখ হতে পারে। গতকাল সিইসি’র ভাষণ রেকর্ডের পর বিকাল পৌনে পাঁচটায় নির্বাচন ভবনে আনুষ্ঠানিকভাবে ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ তফসিলের বিষয়ে কথা বলেন। বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সিইসি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগের দিন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগ করেছেন। এই দুই উপদেষ্টা নির্বাচনে অংশ নেবেন এমন আলোচনা আছে। তবে তারা কোন দল থেকে নির্বাচন করবেন তা স্পষ্ট হয়নি।

এদিকে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ গতকাল প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান। সাক্ষাতের পর নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে বলেন, রাষ্ট্রপতিকে নির্বাচনের প্রস্ততির সার্বিক বিষয়ে অবহিত করা হয়েছে।
এদিকে বাগেরহাটের সংসদীয় আসন চারটি থেকে কমিয়ে তিনটি করে নির্বাচন কমিশন যে গেজেট জারি করেছিল, তা ‘অবৈধ’ ঘোষণা করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে আদালতের ওই রায় তফসিলে খুব বেশি প্রভাব ফেলবে না বলেই মনে করছেন আব্দুর রহমানেল মাছউদ। এ নির্বাচন কমিশনার বলেন, প্রভাব ফেলার তো কথা না। আমাদের মতো আমরা (তফসিল) ঘোষণা দেবো। যদি ওইটা (বাগেরহাটের আসন) না দিতে হয়, না দেবো- অসুবিধা নেই। আমরা বসবো অর্ডার নিয়ে; দেখি কী হয়। আমাদের মতো আমরা ঘোষণা দেবো। বাগেরহাটের সংসদীয় আসন চারটি ও গাজীপুর পাঁচটি আসন থাকবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।