১২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
শুক্রবার থেকে মেট্রোরেলে কর্মবিরতি, যাত্রীসেবা বন্ধ থাকবে মুন্সিগঞ্জে ৩ কোটি টাকার স্বর্ণ ডাকাতি: এসআই–সাংবাদিকসহ গ্রেপ্তার ৫ জেলেনস্কি নির্বাচনের নামে যতই সময় ক্ষেপণের চেষ্টা করবে ততই ক্ষতিগ্রস্ত হবে আর্কটিকের বরফ গলা জলে বিশ্বব্যাপী হুমকি: ধসে পড়তে পারে সমুদ্রের জীবন-নিয়ন্ত্রণকারী স্রোতব্যবস্থা ভেনেজুয়েলার ক্ষোভ: ক্যারিবীয় সাগরে তেলবাহী ট্যাংকার জব্দে ‘স্পষ্ট চুরির অভিযোগ’ ফোর্ডের সরবরাহকারীরা চীনের নতুন রেয়ার–আর্থ লাইসেন্স পেল পাবনায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বিএনপি নেতা শিমুল বিশ্বাসসহ চারজন আহত বাংলাদেশি যুবক অবৈধভাবে ভারতে ঢোকার পর নিখোঁজ; ভাগীরথী নদী থেকে মরদেহ উদ্ধার ৩০ ফুট গভীর গর্তে পড়ে নিখোঁজ শিশু স্বাধীন: ক্যামেরা নামিয়েও মিলছে না কোনো চিহ্ন পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-১৩৬)

৩০ ফুট গভীর গর্তে পড়ে নিখোঁজ শিশু স্বাধীন: ক্যামেরা নামিয়েও মিলছে না কোনো চিহ্ন

রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু স্বাধীনকে এখনো পাওয়া যায়নি। গভীরে বারবার ক্যামেরা পাঠানো হলেও দেখা মেলেনি শিশুটির।


রাজশাহীর তানোর উপজেলার একটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু স্বাধীনকে এখনো খুঁজে পাওয়া যায়নি। প্রায় ৩০ ফুট গভীর গর্তে একাধিকবার ক্যামেরা নামিয়েও কোনো চিহ্ন শনাক্ত করতে পারেনি ফায়ার সার্ভিস। তিনটি ইউনিট রাতভর উদ্ধার অভিযান চালাচ্ছে।

বুধবার বিকেলে ক্যামেরা নামানোর পর ওপর থেকে পড়ে আসা মাটি ও খড়ের কারণে শিশুটিকে দেখা সম্ভব হয়নি। রাত ১০টার দিকে আরও এক দফা ক্যামেরা পাঠানো হলেও ফল একই থাকে। রাত সাড়ে ১২টা পর্যন্ত স্বাধীনকে উদ্ধার করা সম্ভব হয়নি।

গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটি গর্তে পড়ে যায়। এরপর থেকে তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের ফায়ার সার্ভিসের ইউনিটগুলো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। গর্তের পাশে দুটি এক্সকাভেটর দিয়ে মাটি খনন চলছে। ঘটনাস্থলে শত শত মানুষের ভিড় হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভিড় নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।

রাত ১১টার দিকে রাজশাহী ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম বলেন, ‘উদ্ধার অভিযান চলছে। গভীরে ক্যামেরা পাঠিয়েও শিশুটিকে দেখা যায়নি। আমরা তাকে অক্ষতভাবে উদ্ধার করতে চাই। সে বেঁচে আছে কি না, সেটাও নিশ্চিত নই। তবে আশাবাদী, দুই থেকে তিন ঘণ্টার মধ্যে উদ্ধার করা সম্ভব হবে।’

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান বলেন, ‘ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীও মাঠে আছে। আল্লাহ যেন শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দেন—এই দোয়া করছি।’

#তানোর #রাজশাহী #উদ্ধারঅভিযান #নিখোঁজশিশু #স্বাধীন #বাংলাদেশসংবাদ

জনপ্রিয় সংবাদ

শুক্রবার থেকে মেট্রোরেলে কর্মবিরতি, যাত্রীসেবা বন্ধ থাকবে

৩০ ফুট গভীর গর্তে পড়ে নিখোঁজ শিশু স্বাধীন: ক্যামেরা নামিয়েও মিলছে না কোনো চিহ্ন

১১:১৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু স্বাধীনকে এখনো পাওয়া যায়নি। গভীরে বারবার ক্যামেরা পাঠানো হলেও দেখা মেলেনি শিশুটির।


রাজশাহীর তানোর উপজেলার একটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু স্বাধীনকে এখনো খুঁজে পাওয়া যায়নি। প্রায় ৩০ ফুট গভীর গর্তে একাধিকবার ক্যামেরা নামিয়েও কোনো চিহ্ন শনাক্ত করতে পারেনি ফায়ার সার্ভিস। তিনটি ইউনিট রাতভর উদ্ধার অভিযান চালাচ্ছে।

বুধবার বিকেলে ক্যামেরা নামানোর পর ওপর থেকে পড়ে আসা মাটি ও খড়ের কারণে শিশুটিকে দেখা সম্ভব হয়নি। রাত ১০টার দিকে আরও এক দফা ক্যামেরা পাঠানো হলেও ফল একই থাকে। রাত সাড়ে ১২টা পর্যন্ত স্বাধীনকে উদ্ধার করা সম্ভব হয়নি।

গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটি গর্তে পড়ে যায়। এরপর থেকে তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের ফায়ার সার্ভিসের ইউনিটগুলো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। গর্তের পাশে দুটি এক্সকাভেটর দিয়ে মাটি খনন চলছে। ঘটনাস্থলে শত শত মানুষের ভিড় হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভিড় নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।

রাত ১১টার দিকে রাজশাহী ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম বলেন, ‘উদ্ধার অভিযান চলছে। গভীরে ক্যামেরা পাঠিয়েও শিশুটিকে দেখা যায়নি। আমরা তাকে অক্ষতভাবে উদ্ধার করতে চাই। সে বেঁচে আছে কি না, সেটাও নিশ্চিত নই। তবে আশাবাদী, দুই থেকে তিন ঘণ্টার মধ্যে উদ্ধার করা সম্ভব হবে।’

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান বলেন, ‘ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীও মাঠে আছে। আল্লাহ যেন শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দেন—এই দোয়া করছি।’

#তানোর #রাজশাহী #উদ্ধারঅভিযান #নিখোঁজশিশু #স্বাধীন #বাংলাদেশসংবাদ