ক্যারিবীয় সাগরে নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি তেলবাহী ট্যাংকার জব্দ করার পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে “স্পষ্ট চুরি”র অভিযোগ তুলেছে ভেনেজুয়েলা। এতে ওয়াশিংটন-কারাকাস সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
ভেনেজুয়েলার কড়া প্রতিবাদ
কারাকাস সরকার এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ তাদের সার্বভৌমত্ব ও প্রাকৃতিক সম্পদের ওপর সরাসরি আঘাত। তারা বলেছে, জাতীয় মর্যাদা রক্ষা করতে ভেনেজুয়েলা দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলবে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে এই ঘটনাটি আনুষ্ঠানিকভাবে অভিযোগ হিসেবে দাখিল করা হবে।
ট্রাম্পের ঘোষণা ও বাড়তি উত্তেজনা
বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্যাংকারটি জব্দের বিষয়টি নিশ্চিত করেন। তার এই ঘোষণা প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই বৈশ্বিক বাজারে তেলের দাম বাড়তে শুরু করে এবং দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।

আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিরোধ
ওয়াশিংটন-কারাকাস বহু বছর ধরে রাজনৈতিক ও বাণিজ্যিক চাপের মধ্যে রয়েছে। ট্যাংকার জব্দের এই ঘটনা সেই সম্পর্ককে আরও জটিল করে তুলেছে এবং আন্তর্জাতিক পর্যায়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
#ভেনেজুয়েলা #যুক্তরাষ্ট্র #তেলট্যাংকারজব্দ #ক্যারিবীয়সাগর #ওয়াশিংটনকারাকাসসংঘাত #আন্তর্জাতিকরাজনীতি #তেলবাজার #ট্রাম্প #সারাক্ষণরিপোর্ট
সারাক্ষণ রিপোর্ট 


















