গ্রিসে নৌপথে অবৈধ অনুপ্রবেশের চেষ্টায় প্রায় ৪০ জন বাংলাদেশি ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন। তীব্র শীত, দীর্ঘ ক্ষুধা ও পানির অভাবে তারা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনায় দুজন বাংলাদেশির মৃত্যু হয়েছে।
নিহতদের পরিচয়
নিহতরা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার আব্দুস মিয়ার ছেলে শাকিব আহমেদ শুভ এবং একই জেলার জিতু উল্লাহর ছেলে সায়েম আহমেদ।
সমুদ্রে ভয়ংকর যাত্রা
গ্রিসে বাংলাদেশ দূতাবাস জানায়, গত ২৬ নভেম্বর লিবিয়া থেকে একটি ছোট প্লাস্টিকের নৌকায় করে গ্রিসের উদ্দেশে যাত্রা শুরু করেন তারা। মাঝ সমুদ্রে নৌকাটিতে ছিদ্র হয়ে পানি ঢুকে পড়ে। যাত্রাপথে তাদের কাছে পর্যাপ্ত খাবার ও পানি ছিল না। টানা প্রায় দুই দিন খাবার না পেয়ে তীব্র তৃষ্ণায় বোতলে থাকা পেট্রোল পান করতে বাধ্য হন অনেকে। এর ফলে বেশ কয়েকজন অচেতন হয়ে পড়েন।
উদ্ধার ও চিকিৎসা
পরিস্থিতি সংকটজনক হয়ে উঠলে গ্রিসের কোস্টগার্ড ও স্থানীয় পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এথেন্সের এক্সার্খিয়া এলাকার একটি হাসপাতাল বাংলাদেশ দূতাবাসকে বিষয়টি জানালে দূতাবাস তাৎক্ষণিকভাবে চিকিৎসাধীন বাংলাদেশিদের খোঁজখবর নেয়। দূতাবাসের প্রথম সচিব রাবেয়া বেগম হাসপাতালে গিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেন।
চিকিৎসকদের পর্যবেক্ষণ
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পেট্রোল পান করার কারণে অনেকের পাকস্থলি ও শ্বাসযন্ত্রে গুরুতর জটিলতা দেখা দিয়েছে। শারীরিক দুর্বলতা, পানিশূন্যতা ও হাইপোথার্মিয়া পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। পেট্রোল সেবনের প্রভাবেই দুইজনের মৃত্যু হয়। একজনের কিডনিতে গুরুতর প্রভাব পড়ায় ডায়ালাইসিস চালু রয়েছে। বাকিদের অবস্থা উন্নতির দিকে থাকায় দুই দিনের মধ্যে তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার কথা জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মালাকাসা ক্যাম্পে পাঠানো হবে।

দালালচক্রের অমানবিকতা
আটকরা জানান, দালালচক্রের মাধ্যমে নৌকায় গ্রিসে ঢোকার চেষ্টা করার সময় তাদের পর্যাপ্ত খাবার বা পানি দেওয়া হয়নি। অমানবিক অবস্থায় এই যাত্রা তাদের জীবনকে চরম ঝুঁকির মুখে ফেলে দেয়।
দূতাবাসের সতর্কবার্তা
এথেন্সে নিযুক্ত বাংলাদেশের প্রথম সচিব রাবেয়া বেগম বলেন, মানবপাচারকারীদের ফাঁদে না পড়তে এবং কোনোভাবেই অবৈধভাবে সমুদ্রপথে গ্রিসে যাওয়ার চেষ্টা না করতে সবাইকে কঠোরভাবে সতর্ক করা হচ্ছে। তিনি আরও বলেন, অনুপ্রবেশ জীবনের জন্য ভয়াবহ ঝুঁকি তৈরি করে; গ্রিসে আসার ক্ষেত্রে কেবল বৈধ পথই গ্রহণ করা উচিত।
মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া
নিহত দুই যুবকের মরদেহ দেশে পাঠাতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে দূতাবাস।
প্রবাসীদের উদ্বেগ
এই ঘটনায় গ্রিসে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে। মানবিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাস, গ্রিক পুলিশ ও হাসপাতাল প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে।
সারাক্ষণ রিপোর্ট 



















