০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
দিল্লিতে গাড়ি বিস্ফোরণের পর হাসপাতালে তল্লাশি অভিযান, উদ্বেগে কাশ্মীরি চিকিৎসকেরা বিশ্বজুড়ে যৌন সহিংসতায় আক্রান্ত ৮৪ কোটি নারী: নিরাপত্তার প্রশ্নে ব্রাকের ভূমিকা দক্ষিণ চীন সাগরে ভেসে থেকেও বেঁচে ফিরলেন ইন্দোনেশীয় জেলে, দশ দিনের লড়াই শেষে সারাওয়াকে উদ্ধার যুদ্ধের মাঝেও জীবন বাঁচানোর লড়াই: সুদানের হাসপাতালের ভেতরের কঠিন বাস্তবতা বাংলাদেশী, পাকিস্তানীসহ ৪৯ জন আটক মালয়েশিয়ায় রোবটের হাতে সবুজ বিপ্লব, নগর কৃষিতে নতুন দিগন্ত লাগোসের নাচ থামেনি মন্দার মধ্যেও ট্রাম্পের নিষেধাজ্ঞায় কাঁপছে রাশিয়ার তেল সাম্রাজ্য, বিশ্ব জ্বালানি মানচিত্রে বড় পালাবদলের ইঙ্গিত বিজয় দিবসের কুচকাওয়াজ কেন বন্ধ করলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার? বিদেশের অফিসেও ভারতীয়ের বিরুদ্ধে ভারতীয়: প্যারিসে কাজ করা যুবকের ভিডিও ঘিরে তুমুল বিতর্ক

বাংলাদেশী, পাকিস্তানীসহ ৪৯ জন আটক মালয়েশিয়ায়

জোহরের তামান জোহর জয়া এলাকায় অভিবাসন বিভাগের অভিযানে বিভিন্ন দেশের ৪৯ জন অভিবাসীকে আটক করা হয়েছে। শনিবার শপহাউস ও আবাসিক ভবনে একযোগে চালানো এই অভিযানে ছাদে বা খাটের নিচে লুকিয়েও শেষ পর্যন্ত রক্ষা পাননি তারা।

অভিযান ও আটক পরিস্থিতি

মালয়েশিয়ার রাজ্য অভিবাসন পরিচালক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস জানান, গোপন তথ্য ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। তামান জোহর জয়ার ১৬টি শপহাউস ও বাসভবনে তল্লাশি চালিয়ে বিশ্রামরত অবস্থায় এসব অভিবাসীকে আটক করা হয়। অভিযানের সময় কয়েকজন পালানোর চেষ্টা করে ছাদে উঠে লুকালেও কর্মকর্তারা তাদের ধরে ফেলেন।

কোন দেশের কতজন

আটক ব্যক্তিদের বয়স ২০ থেকে ৪৯ বছরের মধ্যে। তাদের মধ্যে ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিক রয়েছেন। অভিবাসন বিভাগ জানায়, প্রয়োজনীয় ভ্রমণ নথি না থাকা বা নির্ধারিত সময়ের বেশি অবস্থানের অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তদন্ত ও আইনি প্রক্রিয়া

আটকদের সবাইকে জোহরের সেতিয়া ত্রপিকা অভিবাসন ডিপোতে রাখা হয়েছে। সেখানে তাদের বিরুদ্ধে তদন্ত ও পরবর্তী আইনি পদক্ষেপ চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

#জোহর #অভিবাসনঅভিযান #মালয়েশিয়া #অবৈধঅভিবাসী #বাংলাদেশ #মিয়ানমার #পাকিস্তান #ইন্দোনেশিয়া

জনপ্রিয় সংবাদ

দিল্লিতে গাড়ি বিস্ফোরণের পর হাসপাতালে তল্লাশি অভিযান, উদ্বেগে কাশ্মীরি চিকিৎসকেরা

বাংলাদেশী, পাকিস্তানীসহ ৪৯ জন আটক মালয়েশিয়ায়

১২:২২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

জোহরের তামান জোহর জয়া এলাকায় অভিবাসন বিভাগের অভিযানে বিভিন্ন দেশের ৪৯ জন অভিবাসীকে আটক করা হয়েছে। শনিবার শপহাউস ও আবাসিক ভবনে একযোগে চালানো এই অভিযানে ছাদে বা খাটের নিচে লুকিয়েও শেষ পর্যন্ত রক্ষা পাননি তারা।

অভিযান ও আটক পরিস্থিতি

মালয়েশিয়ার রাজ্য অভিবাসন পরিচালক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস জানান, গোপন তথ্য ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। তামান জোহর জয়ার ১৬টি শপহাউস ও বাসভবনে তল্লাশি চালিয়ে বিশ্রামরত অবস্থায় এসব অভিবাসীকে আটক করা হয়। অভিযানের সময় কয়েকজন পালানোর চেষ্টা করে ছাদে উঠে লুকালেও কর্মকর্তারা তাদের ধরে ফেলেন।

কোন দেশের কতজন

আটক ব্যক্তিদের বয়স ২০ থেকে ৪৯ বছরের মধ্যে। তাদের মধ্যে ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিক রয়েছেন। অভিবাসন বিভাগ জানায়, প্রয়োজনীয় ভ্রমণ নথি না থাকা বা নির্ধারিত সময়ের বেশি অবস্থানের অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তদন্ত ও আইনি প্রক্রিয়া

আটকদের সবাইকে জোহরের সেতিয়া ত্রপিকা অভিবাসন ডিপোতে রাখা হয়েছে। সেখানে তাদের বিরুদ্ধে তদন্ত ও পরবর্তী আইনি পদক্ষেপ চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

#জোহর #অভিবাসনঅভিযান #মালয়েশিয়া #অবৈধঅভিবাসী #বাংলাদেশ #মিয়ানমার #পাকিস্তান #ইন্দোনেশিয়া