কূটনীতিতে ফের জরুরি তৎপরতা
মঙ্গলবার মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি আলোচনায় নতুন গতি দেখা গেছে। আঞ্চলিক মধ্যস্থতাকারীরা সংঘাতরত পক্ষগুলোকে অস্থায়ী লড়াই বন্ধে রাজি করাতে চেষ্টা করছে। কূটনৈতিক সূত্র জানায়, আলোচনার কেন্দ্রে রয়েছে ধাপে ধাপে বিরতি, মানবিক করিডর ও বন্দি বিনিময়—সম্পূর্ণ রাজনৈতিক সমাধান নয়। বেসামরিক হতাহতের সংখ্যা বাড়া ও ত্রাণ কার্যক্রমের চাপ এই তৎপরতা বাড়িয়েছে।
আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্ক করছে, অনেক এলাকায় খাদ্য, জ্বালানি ও ওষুধ মারাত্মকভাবে কমে গেছে। সীমিত যুদ্ধবিরতিতে কিছু ত্রাণ পৌঁছালেও নিরাপত্তাহীনতা ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো গতি কমাচ্ছে। মধ্যস্থতাকারী দেশগুলোর মতে, দীর্ঘ বিরতি ছাড়া পরিস্থিতি স্থিতিশীল হবে না।
স্বল্পমেয়াদি চুক্তির সীমা
বিশ্লেষকেরা বলছেন, রাজনৈতিক নিশ্চয়তা ছাড়া যুদ্ধবিরতি ভঙ্গুর থাকে। আগের বিরতিগুলো কয়েক দিনের মধ্যেই ভেঙে পড়েছে। তবু কূটনীতিকদের যুক্তি, মানবিক প্রয়োজনে ধাপে ধাপে অগ্রগতিও মূল্যবান।
সাধারণ মানুষের জন্য এই আলোচনা ক্ষণিকের আশার জানালা। সেটি বড় হবে কি না, নির্ভর করছে বাইরের চাপ ও মাঠপর্যায়ের সংযমের ওপর।
সারাক্ষণ রিপোর্ট 



















