০৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
শীতে বিপর্যস্ত জনজীবন, কুয়াশায় ব্যাহত চলাচল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৮১) প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৩৪৮) সপ্তাহের প্রথম দিনে পুঁজিবাজারে মিশ্র চিত্র, ডিএসইতে সূচক কমেছে, সিএসইতে বেড়েছে সোমবার মনোনয়ন জমার শেষ দিন, জমা দিয়েছে মাত্র ১ শতাংশ প্রার্থী  ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে মনোনয়নপত্রে স্বাক্ষর করলেন তারেক রহমান বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াতের নেতৃত্বাধীন জোটে এনসিপি: নাহিদ ইসলাম ভারতে সংখ্যালঘুদের ওপর সহিংসতায় গভীর উদ্বেগ ঢাকার প্রতিষ্ঠার লক্ষ্য থেকে সরে গেলেও এনসিপি ছাড়ছি না: সামান্থা শিশুদের বিরুদ্ধে সহিংসতার ভয়াবহ ঊর্ধ্বগতি, ৬৩ শতাংশ সংবাদ নেতিবাচক: গবেষণা

শীতে বিপর্যস্ত জনজীবন, কুয়াশায় ব্যাহত চলাচল

সমকালের একটি শিরোনাম “এটি নির্বাচনী সমঝোতা, আদর্শিক ঐক্য নয়: নাহিদ ইসলাম”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের সমমনা ৮টি দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘এটি মূলত একটি নির্বাচনী সমঝোতা, কোনো সামগ্রিক আদর্শিক ঐক্য নয়। এনসিপি তার নিজস্ব লক্ষ্য ও আদর্শ অনুযায়ী কাজ করবে এবং অন্য দলগুলোও তাদের আদর্শ অনুযায়ী চলবে।

রোববার রাজধানীর বাংলামোটর রূপায়ন ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ কথা বলেন।

এনসিপির এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা থাকলেও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে জোটবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘শরিফ ওসমান হাদির শাহাদাত বরণ এবং তাকে প্রকাশ্যে গুলি করার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেক পরিবর্তন হয়েছে। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে, বাংলাদেশে আধিপত্যবাদী ও আগ্রাসী শক্তি এখনও কার্যকর রয়েছে। তারা চক্রান্ত করছে এই জুলাই প্রজন্মকে নিঃশেষ করে দেওয়ার জন্য।’

নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা সমুন্নত রাখতে এবং আধিপত্যবাদী শক্তির অগ্রযাত্রা রুখতে এই মুহূর্তে বৃহত্তর ঐক্য প্রয়োজন। তিনি বলেন, ‘আমরা জামায়াতে ইসলামী এবং তাদের সমমনা ৮ দলের সঙ্গে কথা বলেছি। আমরা একটি নির্বাচনী সমঝোতায় পৌঁছেছি এবং একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে সিদ্ধান্ত নিয়েছি।’

 

আজকের পত্রিকার একটি শিরোনাম”শীতে বিপর্যস্ত জনজীবন, কুয়াশায় ব্যাহত চলাচল”

আবহাওয়া দপ্তরের ভাষায় ‘শৈত্যপ্রবাহ’ না চললেও গতকাল রোববার টানা তৃতীয় দিনের মতো সারা দেশ তীব্র শীতে কাবু ছিল। বরং ঠান্ডার কামড়ের জোর আরও কিছুটা বেড়েছে। উত্তরবঙ্গসহ দেশের অনেক এলাকাতেই ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে জনজীবন বিপর্যস্ত। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলী উপজেলায়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। চলতে পারে ঘন কুয়াশার ভোগান্তিও। তবে কয়েক দিন পরই নতুন বছরের শুরুতে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

নিকলী আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ পর্যবেক্ষক আক্তারুজ্জামান ফারুক জানিয়েছেন, গতকাল সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। নাতিশীতোষ্ণ জলবায়ুর বাংলাদেশের প্রেক্ষাপটে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামা মানে রীতিমতো হাড়কাঁপানো শীত।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চ চাপবলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করায় শীতের প্রকোপ বেড়েছে। গতকাল আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ সোমবারসহ আগামী চার দিন সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশার চাদর অব্যাহত থাকতে পারে।

লঞ্চ চলাচল সাময়িক বন্ধ

ঘন কুয়াশার কারণে গতকাল রাতে চাঁদপুর ও দেশের দক্ষিণাঞ্চলের নৌপথে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়।

কুয়াশার কারণে সড়ক ও নৌযোগাযোগের পাশাপাশি বিমান চলাচলও ব্যাহত হচ্ছে। ঘন কুয়াশার প্রভাবে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকালও ভোর থেকে সকাল পর্যন্ত একাধিক আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট দেরিতে অবতরণ ও উড্ডয়ন করে। তবে কাল সন্ধ্যা পর্যন্ত কোনো ফ্লাইট অন্যত্র পাঠানো হয়নি।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ গতকাল দুপুরের দিকে বলেন, ‘ভোরে রানওয়ের দৃশ্যমানতা কম থাকায় ফ্লাইট অপারেশনে সাময়িক বিঘ্ন ঘটে। তবে সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতির উন্নতি হয়। ফ্লাইট অপারেশন ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরেছে’।

 

বণিকবার্তার একটি শিরোনাম “গুলশানের ভোটার হলেন তারেক রহমান, লড়বেন ঢাকা-১৭ আসনেও”

ভোটার তালিকায় নাম উঠেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। ভোটার হতে নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে প্রক্রিয়া সম্পন্ন করার পরদিনই তালিকায় তার নাম উঠল। গতকাল ইসির জনসংযোগ বিভাগের পরিচালক রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করে জানান, তারেক রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি নির্বাচন কমিশন অনুমোদন করেছে।

লন্ডন থেকে ২৫ ডিসেম্বর ঢাকায় ফিরে গুলশানের বাড়িতে ওঠেন তারেক রহমান। ঢাকা-১৭ আসনভুক্ত ওই এলাকার ভোটার হতে শনিবার আবেদন করেন তিনি। বগুড়া-৬ আসনের পাশাপাশি এ আসন থেকেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন তিনি। গতকাল তার পক্ষে ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে গিয়ে ভোটার তালিকায় নাম তোলা ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের আবেদনসহ প্রক্রিয়া সম্পন্ন করেন তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমান। এজন্য তারা আঙুলের ছাপ, আইরিশের প্রতিচ্ছবি, স্বাক্ষরসহ প্রয়োজনীয় তথ্য দেন। ইসি তখন জানিয়েছিল, কমিশনের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

২০০৭-০৮ সালে বাংলাদেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। তারেক রহমান তখন কারাগারে ছিলেন। ২০০৮ সালে কারামুক্তির পর তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান। এরপর আর দেশে না ফেরায় এনআইডিও পাননি। তবে গত বছর গণ-অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর তার স্ত্রী জুবাইদা রহমান দেশে এসে ভোটার হন।

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ভোটার তালিকা এরই মধ্যে চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। তবে ভোটার তালিকা আইনে বলা আছে, ইসি যেকোনো সময় ভোটার হওয়ার যোগ্য যেকোনো ব্যক্তির নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে। সে অনুযায়ী তারেক রহমানের আবেদন ইসি অনুমোদন করল।

এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান তার পৈতৃক এলাকা বগুড়া সদর (বগুড়া-৬) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে তার পক্ষে আগেই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি এবার ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচন করবেন তিনি। এজন্য তার মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। গতকাল বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বেলা ১১টায় তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার।

অন্যদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গতকাল অফিস করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এজন্য আগে থেকেই আলাদা চেম্বার প্রস্তুত করে রাখা হয়েছিল। দেশে ফেরার দুদিন পর গতকাল সেখানে অফিস শুরু করলেন তারেক রহমান। এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পরে বিএনপি চেয়ারপারসনের জন্য চালু করা কার্যালয়টিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই প্রথম এলেন। বেলা ১টা ৪০ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গাড়ি চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করে। তিনি গুলশান অ্যাভেনিউয়ের ১৯৬ নম্বর বাড়ি থেকে অফিসে আসেন।

 

মানবজমিনের একটি শিরোন “সংখ্যালঘু প্রশ্নে দিল্লির দাবি প্রত্যাখ্যান ঢাকার”

সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন প্রশ্নে দিল্লির বিদেশ মন্ত্রকের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্যকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ উল্লেখ করে তা দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করেছে ঢাকা। একইসঙ্গে ভারতের বিভিন্ন মহলকে সংখ্যালঘু বিষয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রচার বা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানায় বাংলাদেশ। রোববার সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম গণমাধ্যম প্রতিনিধিদের উদ্দেশ্যে পঠিত লিখিত বিবৃতিতে এ আহ্বান জানান। বাংলাদেশ সরকারের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় বিষয়ক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্য বাংলাদেশ সরকারের দৃষ্টিগোচর হয়েছে। তার মন্তব্য বাস্তব পরিস্থিতির প্রতিফলন নয়। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘদিনের ঐতিহ্যকে ভুলভাবে উপস্থাপন করে এমন কোনো বিভ্রান্তিকর, অতিরঞ্জিত বা উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা বাংলাদেশ সরকার স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে।

ঢাকার বিবৃতিতে বলা হয়- বিচ্ছিন্ন কিছু অপরাধমূলক ঘটনাকে পরিকল্পিতভাবে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর প্রাতিষ্ঠানিক নিপীড়ন হিসেবে উপস্থাপনের অপচেষ্টা হচ্ছে। ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশবিরোধী মনোভাব ছড়িয়ে দিতে সেটার অপব্যবহারও করা হচ্ছে। বিবৃতি মতে, বাছাইকৃত ও পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গির মাধ্যমে বিচ্ছিন্ন ঘটনাগুলোকে অতিরঞ্জিত ও বিকৃতভাবে উপস্থাপন করে সাধারণ ভারতীয় জনগণকে বাংলাদেশ, ভারতে থাকা বাংলাদেশি কূটনৈতিক মিশন এবং অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে উস্কে দেয়ার অপচেষ্টা চলছে। বিবৃতিতে বলা হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যে ব্যক্তির উদাহরণ দিয়েছেন, তিনি ছিলেন তালিকাভুক্ত অপরাধী। চাঁদাবাজি করার সময় তার মুসলিম সহযোগীর সঙ্গে থাকাবস্থায় তার দুর্ভাগ্যজনক মৃত্যু ঘটে। পরে তাকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনাকে সংখ্যালঘুদের প্রতি আচরণের দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা বাস্তবসম্মত নয় বরং বিভ্রান্তিকর। ঢাকার তরফে সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক এবং পারস্পরিক বিশ্বাসের চেতনাকে ক্ষুণ্ন করে এমন বিভ্রান্তিকর বক্তব্য ছড়ানো থেকে বিরত থাকতে ভারতের বিভিন্ন মহলকে আহ্বান জানায় বাংলাদেশ। সেই সঙ্গে ভারতে সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনবে বলে আশা করে বাংলাদেশ।

এক প্রশ্নের জবাবে মি. আলম বলেন, ভারতে মুসলিম-খ্রিষ্টানসহ বিভিন্ন সংখ্যালঘুর বিরুদ্ধে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড, গণপিটুনি, নির্বিচারে আটক ও ধর্মীয় অনুষ্ঠানে বাধার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এই মাসে ভারতের ওড়িশায় একজন মুসলিম যুবক জুয়েল রানাকে নৃশংস হত্যার ঘটনা, বিহারে মুহাম্মদ আতাহার হোসেনের নৃশংস হত্যাকাণ্ড, কেরালায় বাংলাদেশি সন্দেহে এক নিরীহ ব্যক্তির হত্যাকাণ্ড এবং বিভিন্ন স্থানে মুসলিম ও খ্রিষ্টানদের ওপর গণপিটুনি-সহিংসতার ঘটনা ঘটছে। গত সপ্তাহে বড়দিন উদ্যাপনকালে ভারত জুড়ে খ্রিষ্টানদের ওপর সংঘটিত গণসহিংসতার বিষয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। এসব ঘটনাকে ঘৃণাজনিত অপরাধ ও লক্ষ্যভিত্তিক সহিংসতা হিসেবে দেখে বাংলাদেশ। ঢাকা আশা করে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করবে এবং দোষীদের বিচারের আওতায় আনবে। প্রত্যেক দেশেরই দায়িত্ব তার সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা ও মর্যাদা দেয়া এবং প্রত্যেক দেশেরই তা পালন করা উচিত বলে বিবৃতিতে ভারত সরকারকে স্মরণ করিয়ে দেয়া হয়।

জনপ্রিয় সংবাদ

শীতে বিপর্যস্ত জনজীবন, কুয়াশায় ব্যাহত চলাচল

শীতে বিপর্যস্ত জনজীবন, কুয়াশায় ব্যাহত চলাচল

০৭:১৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

সমকালের একটি শিরোনাম “এটি নির্বাচনী সমঝোতা, আদর্শিক ঐক্য নয়: নাহিদ ইসলাম”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের সমমনা ৮টি দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘এটি মূলত একটি নির্বাচনী সমঝোতা, কোনো সামগ্রিক আদর্শিক ঐক্য নয়। এনসিপি তার নিজস্ব লক্ষ্য ও আদর্শ অনুযায়ী কাজ করবে এবং অন্য দলগুলোও তাদের আদর্শ অনুযায়ী চলবে।

রোববার রাজধানীর বাংলামোটর রূপায়ন ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ কথা বলেন।

এনসিপির এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা থাকলেও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে জোটবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘শরিফ ওসমান হাদির শাহাদাত বরণ এবং তাকে প্রকাশ্যে গুলি করার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেক পরিবর্তন হয়েছে। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে, বাংলাদেশে আধিপত্যবাদী ও আগ্রাসী শক্তি এখনও কার্যকর রয়েছে। তারা চক্রান্ত করছে এই জুলাই প্রজন্মকে নিঃশেষ করে দেওয়ার জন্য।’

নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা সমুন্নত রাখতে এবং আধিপত্যবাদী শক্তির অগ্রযাত্রা রুখতে এই মুহূর্তে বৃহত্তর ঐক্য প্রয়োজন। তিনি বলেন, ‘আমরা জামায়াতে ইসলামী এবং তাদের সমমনা ৮ দলের সঙ্গে কথা বলেছি। আমরা একটি নির্বাচনী সমঝোতায় পৌঁছেছি এবং একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে সিদ্ধান্ত নিয়েছি।’

 

আজকের পত্রিকার একটি শিরোনাম”শীতে বিপর্যস্ত জনজীবন, কুয়াশায় ব্যাহত চলাচল”

আবহাওয়া দপ্তরের ভাষায় ‘শৈত্যপ্রবাহ’ না চললেও গতকাল রোববার টানা তৃতীয় দিনের মতো সারা দেশ তীব্র শীতে কাবু ছিল। বরং ঠান্ডার কামড়ের জোর আরও কিছুটা বেড়েছে। উত্তরবঙ্গসহ দেশের অনেক এলাকাতেই ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে জনজীবন বিপর্যস্ত। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলী উপজেলায়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। চলতে পারে ঘন কুয়াশার ভোগান্তিও। তবে কয়েক দিন পরই নতুন বছরের শুরুতে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

নিকলী আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ পর্যবেক্ষক আক্তারুজ্জামান ফারুক জানিয়েছেন, গতকাল সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। নাতিশীতোষ্ণ জলবায়ুর বাংলাদেশের প্রেক্ষাপটে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামা মানে রীতিমতো হাড়কাঁপানো শীত।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চ চাপবলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করায় শীতের প্রকোপ বেড়েছে। গতকাল আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ সোমবারসহ আগামী চার দিন সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশার চাদর অব্যাহত থাকতে পারে।

লঞ্চ চলাচল সাময়িক বন্ধ

ঘন কুয়াশার কারণে গতকাল রাতে চাঁদপুর ও দেশের দক্ষিণাঞ্চলের নৌপথে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়।

কুয়াশার কারণে সড়ক ও নৌযোগাযোগের পাশাপাশি বিমান চলাচলও ব্যাহত হচ্ছে। ঘন কুয়াশার প্রভাবে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকালও ভোর থেকে সকাল পর্যন্ত একাধিক আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট দেরিতে অবতরণ ও উড্ডয়ন করে। তবে কাল সন্ধ্যা পর্যন্ত কোনো ফ্লাইট অন্যত্র পাঠানো হয়নি।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ গতকাল দুপুরের দিকে বলেন, ‘ভোরে রানওয়ের দৃশ্যমানতা কম থাকায় ফ্লাইট অপারেশনে সাময়িক বিঘ্ন ঘটে। তবে সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতির উন্নতি হয়। ফ্লাইট অপারেশন ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরেছে’।

 

বণিকবার্তার একটি শিরোনাম “গুলশানের ভোটার হলেন তারেক রহমান, লড়বেন ঢাকা-১৭ আসনেও”

ভোটার তালিকায় নাম উঠেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। ভোটার হতে নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে প্রক্রিয়া সম্পন্ন করার পরদিনই তালিকায় তার নাম উঠল। গতকাল ইসির জনসংযোগ বিভাগের পরিচালক রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করে জানান, তারেক রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি নির্বাচন কমিশন অনুমোদন করেছে।

লন্ডন থেকে ২৫ ডিসেম্বর ঢাকায় ফিরে গুলশানের বাড়িতে ওঠেন তারেক রহমান। ঢাকা-১৭ আসনভুক্ত ওই এলাকার ভোটার হতে শনিবার আবেদন করেন তিনি। বগুড়া-৬ আসনের পাশাপাশি এ আসন থেকেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন তিনি। গতকাল তার পক্ষে ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে গিয়ে ভোটার তালিকায় নাম তোলা ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের আবেদনসহ প্রক্রিয়া সম্পন্ন করেন তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমান। এজন্য তারা আঙুলের ছাপ, আইরিশের প্রতিচ্ছবি, স্বাক্ষরসহ প্রয়োজনীয় তথ্য দেন। ইসি তখন জানিয়েছিল, কমিশনের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

২০০৭-০৮ সালে বাংলাদেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। তারেক রহমান তখন কারাগারে ছিলেন। ২০০৮ সালে কারামুক্তির পর তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান। এরপর আর দেশে না ফেরায় এনআইডিও পাননি। তবে গত বছর গণ-অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর তার স্ত্রী জুবাইদা রহমান দেশে এসে ভোটার হন।

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ভোটার তালিকা এরই মধ্যে চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। তবে ভোটার তালিকা আইনে বলা আছে, ইসি যেকোনো সময় ভোটার হওয়ার যোগ্য যেকোনো ব্যক্তির নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে। সে অনুযায়ী তারেক রহমানের আবেদন ইসি অনুমোদন করল।

এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান তার পৈতৃক এলাকা বগুড়া সদর (বগুড়া-৬) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে তার পক্ষে আগেই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি এবার ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচন করবেন তিনি। এজন্য তার মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। গতকাল বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বেলা ১১টায় তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার।

অন্যদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গতকাল অফিস করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এজন্য আগে থেকেই আলাদা চেম্বার প্রস্তুত করে রাখা হয়েছিল। দেশে ফেরার দুদিন পর গতকাল সেখানে অফিস শুরু করলেন তারেক রহমান। এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পরে বিএনপি চেয়ারপারসনের জন্য চালু করা কার্যালয়টিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই প্রথম এলেন। বেলা ১টা ৪০ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গাড়ি চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করে। তিনি গুলশান অ্যাভেনিউয়ের ১৯৬ নম্বর বাড়ি থেকে অফিসে আসেন।

 

মানবজমিনের একটি শিরোন “সংখ্যালঘু প্রশ্নে দিল্লির দাবি প্রত্যাখ্যান ঢাকার”

সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন প্রশ্নে দিল্লির বিদেশ মন্ত্রকের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্যকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ উল্লেখ করে তা দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করেছে ঢাকা। একইসঙ্গে ভারতের বিভিন্ন মহলকে সংখ্যালঘু বিষয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রচার বা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানায় বাংলাদেশ। রোববার সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম গণমাধ্যম প্রতিনিধিদের উদ্দেশ্যে পঠিত লিখিত বিবৃতিতে এ আহ্বান জানান। বাংলাদেশ সরকারের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় বিষয়ক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্য বাংলাদেশ সরকারের দৃষ্টিগোচর হয়েছে। তার মন্তব্য বাস্তব পরিস্থিতির প্রতিফলন নয়। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘদিনের ঐতিহ্যকে ভুলভাবে উপস্থাপন করে এমন কোনো বিভ্রান্তিকর, অতিরঞ্জিত বা উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা বাংলাদেশ সরকার স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে।

ঢাকার বিবৃতিতে বলা হয়- বিচ্ছিন্ন কিছু অপরাধমূলক ঘটনাকে পরিকল্পিতভাবে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর প্রাতিষ্ঠানিক নিপীড়ন হিসেবে উপস্থাপনের অপচেষ্টা হচ্ছে। ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশবিরোধী মনোভাব ছড়িয়ে দিতে সেটার অপব্যবহারও করা হচ্ছে। বিবৃতি মতে, বাছাইকৃত ও পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গির মাধ্যমে বিচ্ছিন্ন ঘটনাগুলোকে অতিরঞ্জিত ও বিকৃতভাবে উপস্থাপন করে সাধারণ ভারতীয় জনগণকে বাংলাদেশ, ভারতে থাকা বাংলাদেশি কূটনৈতিক মিশন এবং অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে উস্কে দেয়ার অপচেষ্টা চলছে। বিবৃতিতে বলা হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যে ব্যক্তির উদাহরণ দিয়েছেন, তিনি ছিলেন তালিকাভুক্ত অপরাধী। চাঁদাবাজি করার সময় তার মুসলিম সহযোগীর সঙ্গে থাকাবস্থায় তার দুর্ভাগ্যজনক মৃত্যু ঘটে। পরে তাকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনাকে সংখ্যালঘুদের প্রতি আচরণের দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা বাস্তবসম্মত নয় বরং বিভ্রান্তিকর। ঢাকার তরফে সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক এবং পারস্পরিক বিশ্বাসের চেতনাকে ক্ষুণ্ন করে এমন বিভ্রান্তিকর বক্তব্য ছড়ানো থেকে বিরত থাকতে ভারতের বিভিন্ন মহলকে আহ্বান জানায় বাংলাদেশ। সেই সঙ্গে ভারতে সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনবে বলে আশা করে বাংলাদেশ।

এক প্রশ্নের জবাবে মি. আলম বলেন, ভারতে মুসলিম-খ্রিষ্টানসহ বিভিন্ন সংখ্যালঘুর বিরুদ্ধে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড, গণপিটুনি, নির্বিচারে আটক ও ধর্মীয় অনুষ্ঠানে বাধার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এই মাসে ভারতের ওড়িশায় একজন মুসলিম যুবক জুয়েল রানাকে নৃশংস হত্যার ঘটনা, বিহারে মুহাম্মদ আতাহার হোসেনের নৃশংস হত্যাকাণ্ড, কেরালায় বাংলাদেশি সন্দেহে এক নিরীহ ব্যক্তির হত্যাকাণ্ড এবং বিভিন্ন স্থানে মুসলিম ও খ্রিষ্টানদের ওপর গণপিটুনি-সহিংসতার ঘটনা ঘটছে। গত সপ্তাহে বড়দিন উদ্যাপনকালে ভারত জুড়ে খ্রিষ্টানদের ওপর সংঘটিত গণসহিংসতার বিষয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। এসব ঘটনাকে ঘৃণাজনিত অপরাধ ও লক্ষ্যভিত্তিক সহিংসতা হিসেবে দেখে বাংলাদেশ। ঢাকা আশা করে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করবে এবং দোষীদের বিচারের আওতায় আনবে। প্রত্যেক দেশেরই দায়িত্ব তার সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা ও মর্যাদা দেয়া এবং প্রত্যেক দেশেরই তা পালন করা উচিত বলে বিবৃতিতে ভারত সরকারকে স্মরণ করিয়ে দেয়া হয়।