বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ মুসলিম লীগ–বিএমএল।
শোকবার্তায় সংগঠনের সভাপতি অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী এবং মহাসচিব মোহাম্মদ নজরুল ইসলাম যৌথভাবে বলেন, বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশ আজ এক অভিভাবকহীন ও নেতৃত্বশূন্য অবস্থায় পড়েছে। তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর রাষ্ট্র পরিচালনার ভূমিকা এবং গণতান্ত্রিক আন্দোলনে অবদান জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সারাক্ষণ রিপোর্ট 



















