বিশ্ব চলচ্চিত্র বাজারে মন্দার আবহের মধ্যেই ডিজনির অ্যানিমেশন স্টুডিওর জন্য বড় সুখবর এনে দিল জুটোপিয়া টু। মুক্তির কয়েক সপ্তাহের মধ্যেই ছবিটি আয়ের দিক থেকে ডিজনির সব অ্যানিমেশনকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েছে।
বিশ্বজুড়ে বক্স অফিসে ঝড়
ডিজনির পক্ষ থেকে জানানো হয়েছে, জুটোপিয়া টু ইতিমধ্যে বিশ্বব্যাপী প্রায় এক দশমিক ছয়চল্লিশ বিলিয়ন ডলার আয় করেছে। এর মাধ্যমে ছবিটি আগের রেকর্ডধারী ফ্রোজেন টুকে ছাড়িয়ে ডিজনির সর্বোচ্চ আয় করা অ্যানিমেশন চলচ্চিত্রে পরিণত হয়েছে। একই সঙ্গে এটি ডিজনি অ্যানিমেশন স্টুডিওর পঞ্চম ছবি, যা এক বিলিয়ন ডলারের গণ্ডি অতিক্রম করল।

চীনে অভাবনীয় সাফল্য
ছবিটির সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছে চীনের বাজার। সেখানে একাই পাঁচশো ষাট মিলিয়ন ডলারের বেশি আয় করেছে জুটোপিয়া টু। মুক্তির প্রথম সপ্তাহান্তে চীনে মোট সিনেমা টিকিট বিক্রির প্রায় পঁচানব্বই শতাংশই ছিল এই ছবির দখলে, যা হলিউড ছবির জন্য বিরল ঘটনা।
ছুটির মৌসুমে দর্শক টানার শক্তি
যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিকে কেন্দ্র করে বিশ্বব্যাপী প্রথম সপ্তাহান্তেই ছবিটি পাঁচশো ছাপ্পান্ন মিলিয়ন ডলারের টিকিট বিক্রি করে। এই সাফল্য বছরের সবচেয়ে ব্যস্ত দ্বিতীয় চলচ্চিত্র মৌসুমে প্রেক্ষাগৃহ মালিক ও স্টুডিওগুলোর জন্য বড় স্বস্তি হিসেবে এসেছে।

গল্পে পুরোনো জুটি নতুন অভিযানে
নতুন এই পর্বে আবারও দেখা গেছে খরগোশ পুলিশ কর্মকর্তা জুডি হপস ও তার শিয়াল সঙ্গী নিক ওয়াইল্ডকে। প্রাণবন্ত পশু শহরের ভেতর তাদের নতুন অভিযান দর্শকদের মধ্যে আগের মতোই উচ্ছ্বাস তৈরি করেছে।
মহামারির আগের সময়ের তুলনায় এখনো বিশ্ব বক্স অফিস আয় পিছিয়ে থাকলেও জুটোপিয়া টুর এই সাফল্য ডিজনি ও আন্তর্জাতিক চলচ্চিত্র বাজারের জন্য আশার আলো হয়ে উঠেছে।
সারাক্ষণ রিপোর্ট 


















