ঘন কুয়াশার কারণে টানা সাত ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া–দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল আবার শুরু হয়েছে। শুক্রবার সকাল প্রায় দশটার দিকে দৃশ্যমানতা কিছুটা উন্নত হলে ফেরিগুলো পুনরায় চলাচল শুরু করে। এর ফলে নদীর দুই পাড়ে আটকে পড়া যানবাহন পারাপার শুরু হয়।
নদীর মাঝখানে আটকে থাকা ফেরির অবস্থা
কুয়াশার সময় নদীর মাঝখানে নোঙর করে থাকা দুটি ফেরি নিরাপদে টার্মিনালে পৌঁছাতে সক্ষম হয়। দৃশ্যমানতা বাড়ার সঙ্গে সঙ্গে এসব ফেরি গন্তব্যে ভিড়তে পারায় যাত্রী ও যানবাহন চলাচলে গতি ফিরে আসে।

কেন বন্ধ ছিল ফেরি চলাচল
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের আরিচা খাতের উপমহাব্যবস্থাপক আবদুস সালাম জানান, ভোর তিনটার দিকে তীব্র কুয়াশা ও কম দৃশ্যমানতার কারণে পাটুরিয়া–দৌলতদিয়া এবং আরিচা–কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
স্থবির অবস্থার চিত্র
ফেরি চলাচল বন্ধ থাকাকালে তিনটি ফেরি নদীর মাঝখানে আটকে পড়ে। পাশাপাশি যাত্রী ও যানবাহনসহ আরও সাতটি ফেরি টার্মিনালে অপেক্ষমাণ অবস্থায় ছিল।

স্বাভাবিকতা ফিরেছে টার্মিনালে
সকালে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এতে চারটি টার্মিনালে জমে থাকা যানবাহনের জট ধীরে ধীরে কমতে শুরু করে এবং নৌপথে স্বস্তি ফিরে আসে।
সারাক্ষণ রিপোর্ট 



















