সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শ্যামনাই এলাকার দুর্গাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিবরণ
পুলিশ জানায়, শ্যামনাই মৌজার ৩০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে আইনুল মাস্টার ও আবদুর রাজ্জাক শেখের মধ্যে বিরোধ চলছিল। বুধবার দুপুরে আবদুর রাজ্জাকের সমর্থকেরা ওই জমির সীমানা কেটে দখলের চেষ্টা করলে আইনুল মাস্টারের পক্ষ বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
সংঘর্ষে উভয় পক্ষই দেশীয় অস্ত্র ব্যবহার করে। এতে নারীসহ মোট ৯ জন আহত হন। আহতদের মধ্যে আইনুল মাস্টার (৬১) ও হারুন রশীদ (৫৫)কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের বক্তব্য
সালঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম জাফর জানান, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সারাক্ষণ রিপোর্ট 



















