বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার পরই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
অসুস্থতার কারণ ও চিকিৎসা
গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, ড. কামাল হোসেন ফুসফুসজনিত সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলছে।
দোয়ার আবেদন
ড. কামাল হোসেনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। তিনি বলেন, এই সংকটময় সময়ে সবার দোয়া ও সহানুভূতি অত্যন্ত প্রয়োজন।
সাম্প্রতিক উপস্থিতির প্রেক্ষাপট
এর আগে গত বুধবার খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ড. কামাল হোসেন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে অংশ নেওয়ার পরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















