উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নববর্ষের শুরুতেই চীনের সীমান্তঘেঁষা একটি গ্রীনহাউস কৃষিখামারের নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে শ্রমিক ও সেনাদের মনোবল বাড়িয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নতুন বছরের প্রথম দিনগুলো তিনি কাটাতে চেয়েছেন দেশের উত্তর-পশ্চিম প্রান্তে কর্মরত সহকর্মীদের সঙ্গে।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার কিম জং উন সীমান্তবর্তী শিনুইজু অঞ্চলে নির্মাণাধীন গ্রীন হাউস খামারে যান। সেখানে কাজ করা তরুণ শ্রমিক ও সেনাদের সঙ্গে কথা বলেন এবং নতুন বছরের শুরুতে তাঁদের পরিশ্রম ও নিষ্ঠার প্রশংসা করেন। তাঁর ভাষায়, কেন্দ্রীয় কর্মসূচি শেষ করেই তিনি ছুটে এসেছেন এই অঞ্চলে, যাতে নববর্ষের সূচনা হয় সহযোদ্ধাদের সঙ্গে।
নবম পার্টি কংগ্রেসের আগে ধারাবাহিক পরিদর্শন
সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিম জং উন একের পর এক সামরিক ও অর্থনৈতিক স্থাপনা ঘুরে দেখছেন। এসব পরিদর্শনের উদ্দেশ্য হলো আসন্ন নবম পার্টি কংগ্রেসের আগে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি যাচাই করা। এই কংগ্রেসেই দেশের প্রধান নীতি ও লক্ষ্য নির্ধারণ হওয়ার কথা রয়েছে।
বন্যা কবলিত শিনুইজুতে নতুন উদ্যোগ
শিনু জু অঞ্চলটি চীনের দানদং শহরের বিপরীতে অবস্থিত এবং দুই দেশের সীমানা দ্বারা বিভক্ত। এলাকাটি দুই হাজার চব্বিশ সালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এবং খাদ্য উৎপাদন বাড়াতে এই গ্রীনহাউস প্রকল্পকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমের মতে, কিম জং উনের এই সফর কেবল একটি নির্মাণ প্রকল্পের পরিদর্শন নয়, বরং নববর্ষের শুরুতে দেশের শ্রমিক ও সেনাদের প্রতি নেতৃত্বের আস্থা ও উৎসাহের প্রতীক।
সারাক্ষণ রিপোর্ট 



















