০৩:০০ অপরাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫
সিলেটে বাস–প্রাইভেটকার সংঘর্ষে বাবা–মেয়ের মর্মান্তিক মৃত্যু ট্রাম্পের পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর নির্দেশে বিশ্বজুড়ে আতঙ্ক ‘কৌশলগত বিরতি’র ইঙ্গিত মিলেছে গাজায় টলোমলো যুদ্ধবিরতি: ট্রাম্পের শান্তি–পরিকল্পনার পরবর্তী ধাপ আটকে যাচ্ছে জামাইকাতে হারিকেন মেলিসা ছিলো ক্যাটাগরি–৫ ঘূর্ণি ঝড় নিট-শূন্য ভবিষ্যতের লক্ষ্যে সিঙ্গাপুরের পারমাণবিক ভাবনা ইউরোপের প্রতিরক্ষা শিল্পের আকাশছোঁয়া উত্থান—এবার কঠিন পরীক্ষার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় সরকার পরিবর্তনের নেপথ্যে ‘দুর্বল শাসনব্যবস্থা’: অজিত দোভাল নেক্সপেরিয়ার কিছু অর্ডারে রপ্তানি নিষেধাজ্ঞায় ছাড় বিবেচনা করছে চীন দারিদ্র্য, বাস্তুচ্যুতি ও ধর্মীয় সম্প্রীতি—বাংলাদেশে ভ্যাটিকানের মন্ত্রীর সফর

‘লেটস মার্চ টুগেদার’

  • Sarakhon Report
  • ০৩:০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
  • 52

সারাক্ষণ ডেস্ক

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক বিয়ে নিয়ে নেটদুনিয়া এখন নানা খবরে সরগরম। বেশ কদিন আগে রাকুল প্রিত ও জ্যাকি ভগনানির বিয়ে নিয়েও মিডিয়া পাড়া ছিল বেশ জমমাট।।। এর মাঝেই আরও মিলল একটি সুখবর।

দীর্ঘ পাঁচ বছর প্রেম করার পর অবশেষে গাঁটছড়া বাঁধছেন যাচ্ছেন পুলকিত সম্রাট এবং কৃতি খারবান্দা।

বলিউডের অন্যতম হিট এবং আদুরে জুটি হলেন তারা।

জানুয়ারি মাসে বাগদান সেরেছিলেন। এবার বিয়ের পালা। আর মাত্র কয়েকদিনের মধ্যেই নাকি কৃতী খরবন্দার গলায় মালা দিতে চলেছেন সলমন খানের প্রাক্তন দুলাভাই পুলকিত সম্রাট ।

এদিকে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি বিয়ের কার্ডের ছবি। দাবি, এটিই হলো পুলকিত ও কৃতীর বিয়ের নিমন্ত্রণপত্র।

কিছুদিন আগেই নিজেদের এনগেজমেন্ট সিরিমনির ছবি পোস্ট করেছিলেন কৃতি এবং পুলকিত। সেখানে অভিনেত্রীকে রয়েল ব্লু রঙের আনারকলি পরে থাকতে দেখা গিয়েছে। সঙ্গে নিয়েছিলেন পিচ রঙের ওড়না।

পুলকিতের পরনে ছিল সাদা ফ্লোরাল প্রিন্টের কুর্তা। দুজনেই সেই ছবিতে তাঁদের আংটি দুটোকে দেখান।

ভ্যালেন্টাইন্স ডেতেও তাঁরা এক আদুরে ছবি দিয়ে পোস্ট করেছিলেন । সেখানেই অভিনেত্রী এমন ভাবে সেই পোস্টের ক্যাপশন লেখেন যা দেখে তাঁদের বিয়ের ডেট আন্দাজ করেছেন অনেকেই।

এদিন কৃতিও কম যাননি। তাঁর ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে লিখেছিলেন ‘লেটস মার্চ টুগেদার।’ আর এখানে মার্চ শব্দটির উপর

তিনি বিশেষ জোর দিয়েছিলেন। আর সেখানে পুলকিত কমেন্টে লেখেন, ‘আই ডু।

এসব দেখেই তাঁদের ভক্তরা অনুমান করছেন যে কৃতি এবং পুলকিত আগামী মার্চ মাসেই ছাদনাতলায় যাচ্ছেন।

বহু বছর ধরেই প্রেম করছিলেন এই জুটি। তবে কোনও দিনই সম্পর্কটা লুকিয়ে রাখেননি। পাপারাৎজিদের সামনে হাতে হাত রেখে ঘুরতে দেখা গেছে ওঁদের। কোনও রেস্তোরাঁ থেকে একসঙ্গে বেরনোর সময়ও হেসে হাত দেখিয়েছেন ক্যামেরার দিকে।

তবে ওঁদের প্রেমের শুরুটা হয় সিনেমার সেট থেকে। ‘পাগলাপান্তি’-র শুটিংয়ের সময়ই প্রেমের সূত্রপাত। তারপর ছবির প্রোমোশনের সময় সবার সামনে খোলসা করে বলে দেন সবটা। পরিষ্কার করে বলেন, ‘যেটা শুনেছেন সবটা সত্যি। গুজব নয়। আমরা প্রেম করছি।’

মার্চেই করছেন বিয়ে।

২০১৯ সালে পাগলপন্তি ছবির শুটিং করার সময় একে অন্যের প্রেমে পড়েন কৃতি এবং পুলকিত। সেই থেকেই তাঁরা মাঝে মধ্যেই তাঁদের সম্পর্কের বিষয়ে আভাস দিতেন।

শেষ খবর অনুযায়ী ইতিমধ্যেই নাকি সমস্ত প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে তাঁদের বিয়ের। যদিও কোথায় বিয়ে হবে তাঁদের কী কী হবে সেই বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

সিলেটে বাস–প্রাইভেটকার সংঘর্ষে বাবা–মেয়ের মর্মান্তিক মৃত্যু

‘লেটস মার্চ টুগেদার’

০৩:০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪

সারাক্ষণ ডেস্ক

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক বিয়ে নিয়ে নেটদুনিয়া এখন নানা খবরে সরগরম। বেশ কদিন আগে রাকুল প্রিত ও জ্যাকি ভগনানির বিয়ে নিয়েও মিডিয়া পাড়া ছিল বেশ জমমাট।।। এর মাঝেই আরও মিলল একটি সুখবর।

দীর্ঘ পাঁচ বছর প্রেম করার পর অবশেষে গাঁটছড়া বাঁধছেন যাচ্ছেন পুলকিত সম্রাট এবং কৃতি খারবান্দা।

বলিউডের অন্যতম হিট এবং আদুরে জুটি হলেন তারা।

জানুয়ারি মাসে বাগদান সেরেছিলেন। এবার বিয়ের পালা। আর মাত্র কয়েকদিনের মধ্যেই নাকি কৃতী খরবন্দার গলায় মালা দিতে চলেছেন সলমন খানের প্রাক্তন দুলাভাই পুলকিত সম্রাট ।

এদিকে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি বিয়ের কার্ডের ছবি। দাবি, এটিই হলো পুলকিত ও কৃতীর বিয়ের নিমন্ত্রণপত্র।

কিছুদিন আগেই নিজেদের এনগেজমেন্ট সিরিমনির ছবি পোস্ট করেছিলেন কৃতি এবং পুলকিত। সেখানে অভিনেত্রীকে রয়েল ব্লু রঙের আনারকলি পরে থাকতে দেখা গিয়েছে। সঙ্গে নিয়েছিলেন পিচ রঙের ওড়না।

পুলকিতের পরনে ছিল সাদা ফ্লোরাল প্রিন্টের কুর্তা। দুজনেই সেই ছবিতে তাঁদের আংটি দুটোকে দেখান।

ভ্যালেন্টাইন্স ডেতেও তাঁরা এক আদুরে ছবি দিয়ে পোস্ট করেছিলেন । সেখানেই অভিনেত্রী এমন ভাবে সেই পোস্টের ক্যাপশন লেখেন যা দেখে তাঁদের বিয়ের ডেট আন্দাজ করেছেন অনেকেই।

এদিন কৃতিও কম যাননি। তাঁর ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে লিখেছিলেন ‘লেটস মার্চ টুগেদার।’ আর এখানে মার্চ শব্দটির উপর

তিনি বিশেষ জোর দিয়েছিলেন। আর সেখানে পুলকিত কমেন্টে লেখেন, ‘আই ডু।

এসব দেখেই তাঁদের ভক্তরা অনুমান করছেন যে কৃতি এবং পুলকিত আগামী মার্চ মাসেই ছাদনাতলায় যাচ্ছেন।

বহু বছর ধরেই প্রেম করছিলেন এই জুটি। তবে কোনও দিনই সম্পর্কটা লুকিয়ে রাখেননি। পাপারাৎজিদের সামনে হাতে হাত রেখে ঘুরতে দেখা গেছে ওঁদের। কোনও রেস্তোরাঁ থেকে একসঙ্গে বেরনোর সময়ও হেসে হাত দেখিয়েছেন ক্যামেরার দিকে।

তবে ওঁদের প্রেমের শুরুটা হয় সিনেমার সেট থেকে। ‘পাগলাপান্তি’-র শুটিংয়ের সময়ই প্রেমের সূত্রপাত। তারপর ছবির প্রোমোশনের সময় সবার সামনে খোলসা করে বলে দেন সবটা। পরিষ্কার করে বলেন, ‘যেটা শুনেছেন সবটা সত্যি। গুজব নয়। আমরা প্রেম করছি।’

মার্চেই করছেন বিয়ে।

২০১৯ সালে পাগলপন্তি ছবির শুটিং করার সময় একে অন্যের প্রেমে পড়েন কৃতি এবং পুলকিত। সেই থেকেই তাঁরা মাঝে মধ্যেই তাঁদের সম্পর্কের বিষয়ে আভাস দিতেন।

শেষ খবর অনুযায়ী ইতিমধ্যেই নাকি সমস্ত প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে তাঁদের বিয়ের। যদিও কোথায় বিয়ে হবে তাঁদের কী কী হবে সেই বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।