রাজধানী ঢাকায় গত দুই সপ্তাহ ধরে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির তীব্র সংকট চলছে। এর মধ্যেই আমিনবাজার এলাকায় গ্যাস পাইপলাইনে ছিদ্র দেখা দেওয়ায় প্রায় এক সপ্তাহ ধরে নগরবাসী কম চাপে গ্যাস ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। শুক্রবার কিছু কিছু এলাকায় গ্যাসের চাপ সামান্য স্বাভাবিক মনে হলেও পূর্ণ সরবরাহ নিশ্চিত হয়নি। ঠিক এই অবস্থায় শনিবার নতুন আরেকটি দুর্ঘটনা ঘটায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এবং গ্যাসের চাপ আরও কমে গেছে।
নতুন দুর্ঘটনার বিবরণ
শনিবার তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুর রোডে গণভবনের সামনে চার ইঞ্চি ব্যাসের একটি ভাল্ভ ফেটে গিয়ে পাইপলাইনে ছিদ্র তৈরি হয়েছে। এই ত্রুটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কয়েকটি ভাল্ভ বন্ধ রাখতে হয়েছে। এর ফলে বিতরণ লাইনে গ্যাসের চাপ উল্লেখযোগ্যভাবে কমে যায়।

কোন কোন এলাকায় সংকট
তিতাসের পক্ষ থেকে জানানো হয়েছে, বিতরণ লাইনে চাপ সীমিত থাকায় ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলীসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় মারাত্মক গ্যাস স্বল্পচাপ দেখা দিয়েছে। ভাল্ভ পরিবর্তনের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আমিনবাজারের পরিস্থিতি
এর আগে আমিনবাজার এলাকায় পাইপলাইনের যে ছিদ্র দেখা দিয়েছিল, সেটি মেরামত করা হলেও পাইপলাইনের ভেতরে জমে থাকা পানি এখনও পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে তিতাস। এই কাজ সম্পন্ন করতে আরও কয়েক দিন সময় লাগতে পারে। এর মধ্যেই নতুন করে ঘটে যাওয়া দুর্ঘটনার কারণে সামগ্রিকভাবে গ্যাস সরবরাহ আরও কমে গেছে, যা রাজধানীর গ্যাস পরিস্থিতিকে আরও চাপে ফেলেছে।
সারাক্ষণ রিপোর্ট 



















