ভারতের নিবন্ধিত উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহার নিষেধাজ্ঞা আরও এক মাস বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানিয়েছে পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ।
নতুন নোটাম জারি
পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ মঙ্গলবার একটি নোটাম জারি করে জানায়, আগামী ২৫ জানুয়ারি ২০২৬ ভোর ৫টা থেকে ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ভোর ৫টা পর্যন্ত ভারতের কোনো উড়োজাহাজ পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। এই নিষেধাজ্ঞা ভারতের মালিকানাধীন, পরিচালিত ও লিজ নেওয়া সব ধরনের উড়োজাহাজের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর মধ্যে সামরিক উড়োজাহাজও অন্তর্ভুক্ত।

আগের নিষেধাজ্ঞার ধারাবাহিকতা
পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গত নয় মাস ধরে যে নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে, এটি তারই ধারাবাহিক অংশ। এর আগে ২০২৫ সালের ২৪ এপ্রিল প্রথমবার ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে পাকিস্তান।
দুই দেশের উত্তেজনার পটভূমি
ভারতের জম্মু ও কাশ্মীরের পাহালগামে ভয়াবহ হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। এর পরিপ্রেক্ষিতে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করলে পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান ভারতীয় উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়। এর জবাবে ৩০ এপ্রিল ভারতও পাকিস্তানি উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়।
সামরিক সংঘর্ষ ও যুদ্ধবিরতি
৬ ও ৭ মে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের একাধিক শহরে হামলা চালানো হয় বলে ইসলামাবাদের দাবি। এর জবাবে পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘বুনিয়ানুম মারসুস’ নামে পাল্টা সামরিক অভিযান চালায় এবং ভারতের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে। পাকিস্তানের দাবি অনুযায়ী, এ সময় ভারতের সাতটি যুদ্ধবিমান, যার মধ্যে তিনটি রাফাল, এবং বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়। প্রায় ৮৭ ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ।
বিমান খাতে প্রভাব
পাকিস্তানের কর্মকর্তাদের মতে, এই নিষেধাজ্ঞার ফলে ভারতের বিমান খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। তবে পাকিস্তানের বিমান চলাচলে এর প্রভাব তুলনামূলকভাবে সীমিত।
আগের অভিজ্ঞতা
এর আগেও পাকিস্তান এমন সিদ্ধান্ত নিয়েছিল। ১৯৯৯ সালের কারগিল সংঘাত এবং ২০১৯ সালের পুলওয়ামা সংকটের সময়ও আকাশসীমা বন্ধ করা হয়। সেই দুই ক্ষেত্রেই ভারতের বিমান চলাচলে পাকিস্তানের তুলনায় বেশি বিঘ্ন ঘটে।
সারাক্ষণ রিপোর্ট 



















