বিশ্বজুড়ে অনিশ্চয়তার আবহে নিরাপদ বিনিয়োগের খোঁজে সোনার দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম পাঁচ হাজার তিনশ ডলারের সীমা অতিক্রম করেছে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে ও সোনার দাম পৌঁছেছে নতুন রেকর্ডে।
এক মাসেই দামে বড় লাফ
বুধবার সন্ধ্যায় দুবাইয়ে চব্বিশ ক্যারেট সোনার দাম বেড়ে দাঁড়ায় প্রতি গ্রাম ছয়শ পঁয়ত্রিশ দশমিক পাঁচ দিরহাম। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত প্রতি গ্রামে দাম বেড়েছে একশ পনেরো দশমিক পাঁচ দিরহাম। অর্থাৎ পুরো গত বছরের তুলনায় মাত্র এক মাসেই দাম বেড়েছে তার অর্ধেকেরও বেশি। দুই হাজার পঁচিশ সালের একত্রিশ ডিসেম্বর চব্বিশ ক্যারেট সোনার দর ছিল প্রতি গ্রাম পাঁচশ বিশ দিরহাম।

সব ক্যারেটেই নতুন রেকর্ড
চব্বিশ ক্যারেটের পাশাপাশি অন্যান্য ক্যারেটের সোনার দামও রেকর্ড গড়েছে। বুধবার সন্ধ্যায় দুবাইয়ে বাইশ ক্যারেটের দাম ছিল প্রতি গ্রাম পাঁচশ আটাশি দশমিক পাঁচ দিরহাম, একুশ ক্যারেট পাঁচশ চৌষট্টি দশমিক দুই পাঁচ দিরহাম, আঠারো ক্যারেট চারশ তিরাশি দশমিক পাঁচ দিরহাম এবং চৌদ্দ ক্যারেট তিনশ সাতাত্তর দশমিক দুই পাঁচ দিরহাম।
আন্তর্জাতিক বাজারে কী ঘটছে
বিশ্ববাজারে বুধবার বিকেলে স্পট সোনার দাম প্রথমবারের মতো প্রতি আউন্স পাঁচ হাজার তিনশ ডলার ছুঁয়ে ফেলে। পরে সংযুক্ত আরব আমিরাত সময় রাত আটটায় তা সামান্য কমে দাঁড়ায় পাঁচ হাজার দুইশ আটাশি দশমিক দুই ছয় ডলার।

রাজনীতি ও ডলার থেকে সরে নিরাপদ আশ্রয়
এফএক্সপ্রোর প্রধান বাজার বিশ্লেষক অ্যালেক্স কুপৎসিকেভিচ জানিয়েছেন, ডলার সূচকের বড় ধরনের পতনের কারণেই সোনা ইতিহাসে প্রথমবার এই উচ্চতায় পৌঁছেছে। তাঁর মতে, মূল্যবান ধাতু রাজনৈতিকভাবে নিরপেক্ষ সম্পদ হিসেবে বিবেচিত হয়। শেয়ার, বন্ড কিংবা ডলারের মতো এগুলো সরাসরি হোয়াইট হাউসের নীতির ওপর নির্ভরশীল নয়। তাই রাজনৈতিক ঝুঁকি থেকে সুরক্ষা পেতে বিনিয়োগকারীরা সোনায় বিনিয়োগ বাড়াচ্ছেন।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র থেকে পুঁজি বেরিয়ে যাওয়া এবং ক্রিপ্টোকারেন্সি বাজার থেকেও বিনিয়োগ সরে আসায় সোনা বাড়তি সহায়তা পাচ্ছে। অনেকেই ভেবেছিলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর বিটকয়েন একের পর এক রেকর্ড গড়বে। বাস্তবে দেখা গেছে, সেটি ও এখন হোয়াইট হাউসের নীতি নির্ভর সম্পদে পরিণত হয়েছে।
ভবিষ্যৎ প্রবণতা কী বলছে
কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক সোনা কেনা এবং ডলারের বাইরে বিকল্প সম্পদের দিকে ঝোঁক সোনার দাম কে শক্ত ভিত্তি দিচ্ছে। যদিও অতিরিক্ত চাহিদার কারণে স্বল্পমেয়াদে দামে সামান্য সংশোধনের আশঙ্কা রয়েছে, তবু সামগ্রিক প্রবণতা এখনও ঊর্ধ্বমুখী বলেই মনে করছেন বিশ্লেষকেরা।
সারাক্ষণ রিপোর্ট 



















