০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
ভারতের টেস্ট ইতিহাসের বিস্মৃত নায়কদের খোঁজে দুবাইয়ের দুই বন্ধু সান্তনার জয়ে কিউইদের প্রত্যাবর্তন, সাইফার্ট–স্যান্টনারে ভারতের বিপক্ষে বড় ব্যবধান অস্ট্রেলিয়ান ওপেনে সিনারের দাপট, সেমিফাইনালে জকোভিচ এর সঙ্গে মহারণ সংস্কৃতি আর স্মৃতির স্বাদে নতুন যাত্রা, মধ্যপ্রাচ্যে অনন্য খাবারের অভিজ্ঞতা আনলেন আশা ভোঁসলে দুবাইয়ের আকাশছোঁয়া উচ্চতায় জেসন মোমোয়া: সিনেমা, জীবন আর শান্ত থাকার দর্শন দুবাই ব্র্যান্ডেড আবাসনের বিশ্বরাজধানী, বিনিয়োগকারীদের আস্থায় নতুন উচ্চতা মার্কিন সামরিক হুমকির মধ্যেই আলোচনায় অনড় ইরান, আরব দেশগুলোতে কূটনৈতিক তৎপরতা এশিয়াজুড়ে বিমানবন্দরে কড়াকড়ি নজরদারি, ভারতে নিপা শনাক্ত হতেই সতর্কতা পুরোনো গ্যাজেটের ড্রয়ার খুলুন, স্মৃতি আর ফাইল ফিরে পাওয়ার সময় শাসন ঘোষণায় নয়, জীবনে—পাঞ্জাবের মুখ বদলাতে মরিয়ম নওয়াজের নীরব প্রশাসনিক বিপ্লব

স্বর্ণে ইতিহাস, প্রথমবার ছাড়াল পাঁচ হাজার তিনশ ডলার

বিশ্বজুড়ে অনিশ্চয়তার আবহে নিরাপদ বিনিয়োগের খোঁজে সোনার দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম পাঁচ হাজার তিনশ ডলারের সীমা অতিক্রম করেছে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে ও সোনার দাম পৌঁছেছে নতুন রেকর্ডে।

এক মাসেই দামে বড় লাফ
বুধবার সন্ধ্যায় দুবাইয়ে চব্বিশ ক্যারেট সোনার দাম বেড়ে দাঁড়ায় প্রতি গ্রাম ছয়শ পঁয়ত্রিশ দশমিক পাঁচ দিরহাম। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত প্রতি গ্রামে দাম বেড়েছে একশ পনেরো দশমিক পাঁচ দিরহাম। অর্থাৎ পুরো গত বছরের তুলনায় মাত্র এক মাসেই দাম বেড়েছে তার অর্ধেকেরও বেশি। দুই হাজার পঁচিশ সালের একত্রিশ ডিসেম্বর চব্বিশ ক্যারেট সোনার দর ছিল প্রতি গ্রাম পাঁচশ বিশ দিরহাম।

Gold tops $5,300 for first time, markets digest Fed rate verdict

সব ক্যারেটেই নতুন রেকর্ড
চব্বিশ ক্যারেটের পাশাপাশি অন্যান্য ক্যারেটের সোনার দামও রেকর্ড গড়েছে। বুধবার সন্ধ্যায় দুবাইয়ে বাইশ ক্যারেটের দাম ছিল প্রতি গ্রাম পাঁচশ আটাশি দশমিক পাঁচ দিরহাম, একুশ ক্যারেট পাঁচশ চৌষট্টি দশমিক দুই পাঁচ দিরহাম, আঠারো ক্যারেট চারশ তিরাশি দশমিক পাঁচ দিরহাম এবং চৌদ্দ ক্যারেট তিনশ সাতাত্তর দশমিক দুই পাঁচ দিরহাম।

আন্তর্জাতিক বাজারে কী ঘটছে
বিশ্ববাজারে বুধবার বিকেলে স্পট সোনার দাম প্রথমবারের মতো প্রতি আউন্স পাঁচ হাজার তিনশ ডলার ছুঁয়ে ফেলে। পরে সংযুক্ত আরব আমিরাত সময় রাত আটটায় তা সামান্য কমে দাঁড়ায় পাঁচ হাজার দুইশ আটাশি দশমিক দুই ছয় ডলার।

Gold prices rebound on dollar weakness - Markets - Business Recorder

রাজনীতি ও ডলার থেকে সরে নিরাপদ আশ্রয়
এফএক্সপ্রোর প্রধান বাজার বিশ্লেষক অ্যালেক্স কুপৎসিকেভিচ জানিয়েছেন, ডলার সূচকের বড় ধরনের পতনের কারণেই সোনা ইতিহাসে প্রথমবার এই উচ্চতায় পৌঁছেছে। তাঁর মতে, মূল্যবান ধাতু রাজনৈতিকভাবে নিরপেক্ষ সম্পদ হিসেবে বিবেচিত হয়। শেয়ার, বন্ড কিংবা ডলারের মতো এগুলো সরাসরি হোয়াইট হাউসের নীতির ওপর নির্ভরশীল নয়। তাই রাজনৈতিক ঝুঁকি থেকে সুরক্ষা পেতে বিনিয়োগকারীরা সোনায় বিনিয়োগ বাড়াচ্ছেন।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র থেকে পুঁজি বেরিয়ে যাওয়া এবং ক্রিপ্টোকারেন্সি বাজার থেকেও বিনিয়োগ সরে আসায় সোনা বাড়তি সহায়তা পাচ্ছে। অনেকেই ভেবেছিলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর বিটকয়েন একের পর এক রেকর্ড গড়বে। বাস্তবে দেখা গেছে, সেটি ও এখন হোয়াইট হাউসের নীতি নির্ভর সম্পদে পরিণত হয়েছে।

Gold Hits All-Time High. Will Gold cross ₹1,00,000 this year?

ভবিষ্যৎ প্রবণতা কী বলছে
কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক সোনা কেনা এবং ডলারের বাইরে বিকল্প সম্পদের দিকে ঝোঁক সোনার দাম কে শক্ত ভিত্তি দিচ্ছে। যদিও অতিরিক্ত চাহিদার কারণে স্বল্পমেয়াদে দামে সামান্য সংশোধনের আশঙ্কা রয়েছে, তবু সামগ্রিক প্রবণতা এখনও ঊর্ধ্বমুখী বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

জনপ্রিয় সংবাদ

ভারতের টেস্ট ইতিহাসের বিস্মৃত নায়কদের খোঁজে দুবাইয়ের দুই বন্ধু

স্বর্ণে ইতিহাস, প্রথমবার ছাড়াল পাঁচ হাজার তিনশ ডলার

০২:২২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

বিশ্বজুড়ে অনিশ্চয়তার আবহে নিরাপদ বিনিয়োগের খোঁজে সোনার দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম পাঁচ হাজার তিনশ ডলারের সীমা অতিক্রম করেছে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে ও সোনার দাম পৌঁছেছে নতুন রেকর্ডে।

এক মাসেই দামে বড় লাফ
বুধবার সন্ধ্যায় দুবাইয়ে চব্বিশ ক্যারেট সোনার দাম বেড়ে দাঁড়ায় প্রতি গ্রাম ছয়শ পঁয়ত্রিশ দশমিক পাঁচ দিরহাম। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত প্রতি গ্রামে দাম বেড়েছে একশ পনেরো দশমিক পাঁচ দিরহাম। অর্থাৎ পুরো গত বছরের তুলনায় মাত্র এক মাসেই দাম বেড়েছে তার অর্ধেকেরও বেশি। দুই হাজার পঁচিশ সালের একত্রিশ ডিসেম্বর চব্বিশ ক্যারেট সোনার দর ছিল প্রতি গ্রাম পাঁচশ বিশ দিরহাম।

Gold tops $5,300 for first time, markets digest Fed rate verdict

সব ক্যারেটেই নতুন রেকর্ড
চব্বিশ ক্যারেটের পাশাপাশি অন্যান্য ক্যারেটের সোনার দামও রেকর্ড গড়েছে। বুধবার সন্ধ্যায় দুবাইয়ে বাইশ ক্যারেটের দাম ছিল প্রতি গ্রাম পাঁচশ আটাশি দশমিক পাঁচ দিরহাম, একুশ ক্যারেট পাঁচশ চৌষট্টি দশমিক দুই পাঁচ দিরহাম, আঠারো ক্যারেট চারশ তিরাশি দশমিক পাঁচ দিরহাম এবং চৌদ্দ ক্যারেট তিনশ সাতাত্তর দশমিক দুই পাঁচ দিরহাম।

আন্তর্জাতিক বাজারে কী ঘটছে
বিশ্ববাজারে বুধবার বিকেলে স্পট সোনার দাম প্রথমবারের মতো প্রতি আউন্স পাঁচ হাজার তিনশ ডলার ছুঁয়ে ফেলে। পরে সংযুক্ত আরব আমিরাত সময় রাত আটটায় তা সামান্য কমে দাঁড়ায় পাঁচ হাজার দুইশ আটাশি দশমিক দুই ছয় ডলার।

Gold prices rebound on dollar weakness - Markets - Business Recorder

রাজনীতি ও ডলার থেকে সরে নিরাপদ আশ্রয়
এফএক্সপ্রোর প্রধান বাজার বিশ্লেষক অ্যালেক্স কুপৎসিকেভিচ জানিয়েছেন, ডলার সূচকের বড় ধরনের পতনের কারণেই সোনা ইতিহাসে প্রথমবার এই উচ্চতায় পৌঁছেছে। তাঁর মতে, মূল্যবান ধাতু রাজনৈতিকভাবে নিরপেক্ষ সম্পদ হিসেবে বিবেচিত হয়। শেয়ার, বন্ড কিংবা ডলারের মতো এগুলো সরাসরি হোয়াইট হাউসের নীতির ওপর নির্ভরশীল নয়। তাই রাজনৈতিক ঝুঁকি থেকে সুরক্ষা পেতে বিনিয়োগকারীরা সোনায় বিনিয়োগ বাড়াচ্ছেন।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র থেকে পুঁজি বেরিয়ে যাওয়া এবং ক্রিপ্টোকারেন্সি বাজার থেকেও বিনিয়োগ সরে আসায় সোনা বাড়তি সহায়তা পাচ্ছে। অনেকেই ভেবেছিলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর বিটকয়েন একের পর এক রেকর্ড গড়বে। বাস্তবে দেখা গেছে, সেটি ও এখন হোয়াইট হাউসের নীতি নির্ভর সম্পদে পরিণত হয়েছে।

Gold Hits All-Time High. Will Gold cross ₹1,00,000 this year?

ভবিষ্যৎ প্রবণতা কী বলছে
কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক সোনা কেনা এবং ডলারের বাইরে বিকল্প সম্পদের দিকে ঝোঁক সোনার দাম কে শক্ত ভিত্তি দিচ্ছে। যদিও অতিরিক্ত চাহিদার কারণে স্বল্পমেয়াদে দামে সামান্য সংশোধনের আশঙ্কা রয়েছে, তবু সামগ্রিক প্রবণতা এখনও ঊর্ধ্বমুখী বলেই মনে করছেন বিশ্লেষকেরা।