১০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

যেখানে অবৈধ পাথর খনির মিহি গুঁড়াতে ভরে ওঠে ফুসফুস

  • Sarakhon Report
  • ০৫:২৮:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
  • 21

বীরভূম জেলার এই অংশের মানুষের নিঃশ্বাসের সঙ্গেই ফুসফুসে ঢুকছে পাথর গুঁড়া

অমিতাভ ভট্টশালী

শেখ কামালুদ্দিনের মেয়ে রাস্তায় দাঁড়িয়েছিলেন ভর দুপুরে। সরকারি একটা তালিকা থেকে তার নাম্বারে যোগাযোগ করে জানিয়েছিলাম যে আমরা আসছি তাদের রাউতারা গ্রামে, তার বাবার সঙ্গে কথা বলতে, তার শারীরিক অসুস্থতার খবর নিতে।

বীরভূম জেলার মুহম্মদবাজারে তার আগে কদিন ঘুরে দেখেছি যে চারদিকে শুধুই ধুলো আর ধুলো। এই অঞ্চলের কিছু বৈধ আর বেশিরভাগই অবৈধ পাথর খনি আর পাথর ভাঙ্গার ক্রাশার মেশিন থেকে উড়ে আসা ধুলোয় চারিদিক ছেয়ে থাকে।

এখানে বলে রাখি, ‘খাদান’ শব্দটা অনেকের কাছে অপরিচিত হতে পারে। এটাকে খনিই বলা যেতে পারে। তবে বীরভূমের এই অঞ্চলে খাদান শব্দটাই বহুল প্রচলিত, তাই এই প্রতিবেদনে অনেকের কথায় ‘খাদান’ শব্দটা লিখা থাকবে।

ফিরে যাই রাউতারা গ্রামে।

যেখানে অবৈধ পাথর খনির মিহি গুঁড়াতে ভরে ওঠে ফুসফুস

০৫:২৮:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪

অমিতাভ ভট্টশালী

শেখ কামালুদ্দিনের মেয়ে রাস্তায় দাঁড়িয়েছিলেন ভর দুপুরে। সরকারি একটা তালিকা থেকে তার নাম্বারে যোগাযোগ করে জানিয়েছিলাম যে আমরা আসছি তাদের রাউতারা গ্রামে, তার বাবার সঙ্গে কথা বলতে, তার শারীরিক অসুস্থতার খবর নিতে।

বীরভূম জেলার মুহম্মদবাজারে তার আগে কদিন ঘুরে দেখেছি যে চারদিকে শুধুই ধুলো আর ধুলো। এই অঞ্চলের কিছু বৈধ আর বেশিরভাগই অবৈধ পাথর খনি আর পাথর ভাঙ্গার ক্রাশার মেশিন থেকে উড়ে আসা ধুলোয় চারিদিক ছেয়ে থাকে।

এখানে বলে রাখি, ‘খাদান’ শব্দটা অনেকের কাছে অপরিচিত হতে পারে। এটাকে খনিই বলা যেতে পারে। তবে বীরভূমের এই অঞ্চলে খাদান শব্দটাই বহুল প্রচলিত, তাই এই প্রতিবেদনে অনেকের কথায় ‘খাদান’ শব্দটা লিখা থাকবে।

ফিরে যাই রাউতারা গ্রামে।