১২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫
আলোকে শিল্পে রূপ দেওয়া লিন্ডসি অ্যাডেলম্যান পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ ‘ইনল্যান্ড টাইপ্যান’: প্রাণঘাতী বিষ, শান্ত স্বভাবের এই সরীসৃপের অজানা বিস্ময় কুমিল্লায় দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পুলিশের মৃত্যু রবিবার থেকে কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা ভিয়েতনামী ঔপন্যাসিক ড. ফান কুয়ে মাই শারজাহ বইমেলায় পাঠকদের মুগ্ধ করলেন মংলায় নৌকাডুবিতে নিখোঁজ প্রবাসী নারী পর্যটক ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৮৩৪ জন পাকিস্তানের দুর্ভিক্ষের বছর? প্রতিবন্ধী চাকরিপ্রত্যাশীদের আমরণ অনশন ৬৫ ঘণ্টা অতিক্রম, সরকারের নীরবতা অব্যাহত গণভোটের কোনো সাংবিধানিক ভিত্তি নেই: বিএনপি নেতা আমীর খসরু

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৫১)

  • Sarakhon Report
  • ০৫:৫১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪
  • 68

পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।

সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী ।

 

 

প্রয়োজনে তৈরি হওয়া নেতা

বাস্তবে সময় ও ঘটনাই পৃথিবীতে সব থেকে বড় বিষয়। স্মার্ট লিডারকে মনে রাখতে হয় তার দলের বা টিমের বা কোম্পানির যে কাউকে যে কোন মুহূর্তে একটি নতুন বিষয়ে, নতুন স্থানে নেতৃত্ব দেবার প্রয়োজন পড়তে পারে। তাই দলের প্রত্যেকের মানসিক গঠনকে সেভাবে তৈরি করতে স্মার্ট লিডারকে সব সময় কাজ করতে হয়।

মনে রাখা দরকার যুদ্ধ ক্ষেত্রে সব সৈনিকেরই কিন্তু সমান ট্রেনিং নেয়া থাকে। তবে যুদ্ধের কোন একটি বিশেষ মুহূর্ত বা ঘটনা মোকাবিলা করতে গিয়ে একজন সঠিক সিদ্ধান্ত নিয়ে সে নেতা বা হিরো হয়ে যায়।

রাজনীতির ক্ষেত্রেও এমনি।অনেক শিক্ষিত ও দক্ষ নেতার সারাজীবন কেটে যায় সাধারণ সময়ের মধ্য দিয়ে অথচ অতি সাধারণ একজনের সামনে একটি ঘটনা বা সুযোগ চলে আসে। সে ওই সময়ে সঠিক বা তার সঠিককের কাছাকাছি সিদ্ধান্ত নেবার পরে ঘটনা প্রবাহ তাকে বড় নেতা বা হিরো তৈরি করে দেয়।

তাই প্রত্যেকের মনে রাখা উচিত মানুষ হিসেবে সকলেই কম বেশি সমান যোগ্যতার অধিকারী। সময় ও ঘটনার প্রয়োজনে কখনও কখনও কেউ নেতা হয়ে যান।

আর এটা পৃথিবীর একটি স্বাভাবিক ঘটনা। তাই প্রয়োজনে যেন টিম বা দলের যে কেউ নেতা হতে পারে তেমন একটি মানসিক গঠন তৈরি করে দেবার দায়িত্ব থাকে স্মার্ট লিডারের।

 

সহযোগী নেতা 

স্মার্ট নেতাকে দুইভাবে সহযোগী নেতা হয়। কখনও কখনও তাকে তার দলের বা টিমের কর্মীদের সহযোগীতা করে, তাদেরকে সামনে রেখে তাকে নেতা হিসেবে দ্বায়িত্ব পালন করতে হয়। আবার কখনও কখনও তার দলের বা টিমের সদস্যরা যাতে যে কোন মুহূর্তে তার সহযোগী হিসেবে নেতৃত্ব দিতে পারে সেভাবে সকলকে তৈরি করতে হয়।

সহযোগী নেতা বাস্তবে অনেক ধীর স্থির নেতা হয়।

ডেমোক্রেটিক নেতা 

 স্মার্ট নেতা আর ডেমোক্রেটিক নেতা সমার্থক শব্দ। কারণ স্মার্ট নেতার চরিত্রের মূলগুনই হলো ডেমোক্রেটিক। এমনকি সে যখন জবরদস্তিমূলক কোন কাজ করবে তখনও দেখা যাবে সে চেষ্টা করবে তার সঙ্গেও একটা ডেমোক্রেটিক সিদ্ধান্ত বা চরিত্র বজায় রাখতে। সেখানেও সে কয়েকজনকে অন্তত সঙ্গে নেবে তার সিদ্ধান্তের জন্যে।

 

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৫০)

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৫০)

জনপ্রিয় সংবাদ

আলোকে শিল্পে রূপ দেওয়া লিন্ডসি অ্যাডেলম্যান

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৫১)

০৫:৫১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪

পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।

সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী ।

 

 

প্রয়োজনে তৈরি হওয়া নেতা

বাস্তবে সময় ও ঘটনাই পৃথিবীতে সব থেকে বড় বিষয়। স্মার্ট লিডারকে মনে রাখতে হয় তার দলের বা টিমের বা কোম্পানির যে কাউকে যে কোন মুহূর্তে একটি নতুন বিষয়ে, নতুন স্থানে নেতৃত্ব দেবার প্রয়োজন পড়তে পারে। তাই দলের প্রত্যেকের মানসিক গঠনকে সেভাবে তৈরি করতে স্মার্ট লিডারকে সব সময় কাজ করতে হয়।

মনে রাখা দরকার যুদ্ধ ক্ষেত্রে সব সৈনিকেরই কিন্তু সমান ট্রেনিং নেয়া থাকে। তবে যুদ্ধের কোন একটি বিশেষ মুহূর্ত বা ঘটনা মোকাবিলা করতে গিয়ে একজন সঠিক সিদ্ধান্ত নিয়ে সে নেতা বা হিরো হয়ে যায়।

রাজনীতির ক্ষেত্রেও এমনি।অনেক শিক্ষিত ও দক্ষ নেতার সারাজীবন কেটে যায় সাধারণ সময়ের মধ্য দিয়ে অথচ অতি সাধারণ একজনের সামনে একটি ঘটনা বা সুযোগ চলে আসে। সে ওই সময়ে সঠিক বা তার সঠিককের কাছাকাছি সিদ্ধান্ত নেবার পরে ঘটনা প্রবাহ তাকে বড় নেতা বা হিরো তৈরি করে দেয়।

তাই প্রত্যেকের মনে রাখা উচিত মানুষ হিসেবে সকলেই কম বেশি সমান যোগ্যতার অধিকারী। সময় ও ঘটনার প্রয়োজনে কখনও কখনও কেউ নেতা হয়ে যান।

আর এটা পৃথিবীর একটি স্বাভাবিক ঘটনা। তাই প্রয়োজনে যেন টিম বা দলের যে কেউ নেতা হতে পারে তেমন একটি মানসিক গঠন তৈরি করে দেবার দায়িত্ব থাকে স্মার্ট লিডারের।

 

সহযোগী নেতা 

স্মার্ট নেতাকে দুইভাবে সহযোগী নেতা হয়। কখনও কখনও তাকে তার দলের বা টিমের কর্মীদের সহযোগীতা করে, তাদেরকে সামনে রেখে তাকে নেতা হিসেবে দ্বায়িত্ব পালন করতে হয়। আবার কখনও কখনও তার দলের বা টিমের সদস্যরা যাতে যে কোন মুহূর্তে তার সহযোগী হিসেবে নেতৃত্ব দিতে পারে সেভাবে সকলকে তৈরি করতে হয়।

সহযোগী নেতা বাস্তবে অনেক ধীর স্থির নেতা হয়।

ডেমোক্রেটিক নেতা 

 স্মার্ট নেতা আর ডেমোক্রেটিক নেতা সমার্থক শব্দ। কারণ স্মার্ট নেতার চরিত্রের মূলগুনই হলো ডেমোক্রেটিক। এমনকি সে যখন জবরদস্তিমূলক কোন কাজ করবে তখনও দেখা যাবে সে চেষ্টা করবে তার সঙ্গেও একটা ডেমোক্রেটিক সিদ্ধান্ত বা চরিত্র বজায় রাখতে। সেখানেও সে কয়েকজনকে অন্তত সঙ্গে নেবে তার সিদ্ধান্তের জন্যে।

 

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৫০)

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৫০)