নিজস্ব প্রতিবেদক
ষাটের দশকের তুখোড় ছাত্র নেতা বিশিষ্ট প্রগতিশীল রাজনীতিক জনাব হায়দার আকবর খান রনো মৃত্যুবরণ করেছেন। রণাঙ্গনের সৈনিক, তাত্ত্বিক ও লেখক কমরেড হায়দার আকবর খান রনো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর উপদেষ্টা ছিলেন। গতকাল দিনগত রাত ২টা ৫ মিনিটে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন কমরেড হায়দার আকবর খান রনো।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিএনএফ’র প্রেসিডেন্ট ও ঢাকা-১৭ আসনের সাবেক সংসদ সদস্য রণাঙ্গনের মুক্তিযোদ্ধা এস, এম, আবুল কালাম আজাদ বলেন, “৬৯ সনে পিকিংপন্থী ছাত্র ইউনিয়নের বিভক্তি, ৭১ এর মুক্তিযুদ্ধ এবং ভাসানী ন্যাপের বিভক্তির সময়কাল থেকে রনো ভাইয়ের সাথে আমার পরিচয়।
রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্বেও তাঁর সঙ্গে আমার ঘনিষ্ঠতা ছিল এবং তিনি আমার ব্যতিক্রমধর্মী পরামর্শক ছিলেন। তাঁর মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক রাজনৈতিক নেতৃত্বকে হারালো আর আমিও হারালাম একজন অকৃত্রিম সুহৃদ’কে। আমি তাঁর মৃত্যুতে শোকাভিভূত ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে ক্ষমা করে বেহেশতে নসিব করুন, আমিন।”
Sarakhon Report 



















