
৯. ওয়াং ছি খুব খুশী হল। পথের সব ক্লান্তি সে ভুলে গেল এবং শক্তি সঞ্চয় করে এক নিঃশ্বাসে পর্বতের চূড়ায় উঠল। কাছে গিয়ে দেখল, সত্যিই দেবতা ও মহাপুরুষদের আনাগোনা করার উপযুক্ত স্থান বটে!

১০. সে একটি বড় ঘরে গিয়ে দেখল যে একজন মহাপুরুষ মাদুরের ওপর বসে আছেন। মহাপুরুষের সাদা চুল কাঁধ পর্যন্ত নেমে এসেছে, তাঁর সৌম্য চেহারা দেখে ওয়াং ছি’র মনে শ্রদ্ধার ভাব জাগল।

১১. ওয়াং ছি মাটিতে হাঁটু গেড়ে বসে মাথা নত করে তাঁকে গুরুদেব বলে সম্বোধন করল, এবং তাকে শিষ্য হিসেবে গ্রহণ করার জন্য অনুরোধ করল। মহাপুরুষ ওয়াং ছি’র দিকে একবার তাকিয়ে কোন কথা না বলে আবার চোখ বন্ধ করলেন। তা দেখে ওয়াং ছি আরেকবার আন্তরিকতার সঙ্গে অনুরোধ করল।

১২. মহাপুরুষ বললেন: “আমি যে তোমাকে শিষ্যরূপে গ্রহণ করতে চাই না তা নয়, তুমি যে আরামে। জীবন কাটিয়েছো তাতে এখানকার কষ্ট সহ্য করতে পারবে না।” ওয়াং ছি আশ্বাসের সুরে বলল: “পারবো। আমি সমস্ত কষ্ট সহ্য করতে পারবো।”
Sarakhon Report 



















