বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৮ অপরাহ্ন

‘ভিক্টোরিয়া বেকহামের কাছে বিনা মূল্যে পোশাক চেয়েছিলেন মেগান’

  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪, ১২.১৬ পিএম

ভিক্টোরিয়া বেকহামের কাছে বিনা মূল্যে পোশাক চেয়েছিলেন মেগান’

নিউইয়র্ক পোস্ট

বৃটেনের প্রিন্স হ্যারির সঙ্গে বাগদানের সময় ভিক্টোরিয়া বেকহামের কাছ থেকে বিনা মূল্যে পোশাক ও হাতব্যাগ চেয়েছিলেন মেগান মার্কেল। তবে এ ধরনের অনুরোধ নীতিবিরুদ্ধ বলে তাতে বাদ সাধে বাকিমহাম প্যালেস। নতুন একটি বইয়ে এ দাবি করা হয়েছে। তারকা জীবনীকার টম বোওয়ারের বই দ্য হাউস অব বেকহাম-এ বিষয়টি উঠে এসেছে।

মেগান মার্কেল ও ভিক্টোরিয়া বেকহাম

ফ্যাশন ফটোশুট করার পর মেগান মার্কেলের বিরুদ্ধে এক জোড়া অ্যাকুয়াজুরা জুতা ফেরত না দেওয়ারও অভিযোগ রয়েছে বইটিতে।

বেকহাম পরিবার ও ডাচেস অব সাসেক্সের মধ্যকার সম্পর্কের জটিল বিষয়বস্তু ওই বইয়ে রয়েছে। একসময় মেগান ও ভিক্টোরিয়া ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। বইয়ের তথ্য অনুযায়ী, বেকহামদের বেভারলি হিলসের বাসভবনে থেকেছেন মেগান মার্কেল এবং ভিক্টোরিয়া বেকহামের মেকাপ দলের কাছ থেকে মেকাপ করিয়েছেন। যুক্তরাজ্যে থাকার সময় সৌন্দর্যবিষয়ক পরামর্শ নিয়েছেন।

মেগান মার্কেলের পরিবারের গোপন তথ্য গণমাধ্যমে ফাঁস করা নিয়ে ভিক্টোরিয়া বেকহামকে সন্দেহ করার পর থেকে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়। ঘটনাটি এমন পর্যায়ে পৌঁছেছিল যে প্রিন্স হ্যারিকে বিষয়টি নিয়ে ভিক্টোরিয়ার স্বামী তারকা ফুটবলার ডেভিড বেকহামের কাছে অভিযোগ করতে হয়েছিল। এ ঘটনা অবশ্য ভিক্টোরিয়া অস্বীকার করেছেন। পারিবারিক তথ্য বাইরে দেওয়ার জন্য এক বিউটিশিয়ানকে দায়ী করেন তিনি। তাঁর পরিবারের বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ শুনে ক্ষুব্ধ হন ডেভিড বেকহাম।

 

ফিলিস্তিনি সাংবাদিকের পুরস্কার কেন ফিরিয়ে নিল যুক্তরাষ্ট্র?

আরব নিউজ

সাংবাদিকতায় ‘সাহসী’ ভূমিকা পালন করার জন্য পুরস্কৃত হয়েছিলেন প্যালেস্টাইনি সাংবাদিক মাহা হুসেনি। কিন্তু পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করে দেওয়ার পরে একটি বিবৃতি দিয়ে মার্কিন সাংবাদিকদের সংগঠনটি জানায়, মাহার পুরস্কার ফিরিয়ে নেওয়া হচ্ছে। সংগঠনটির এ সিদ্ধান্তের সমালোচনা করে অনেকেই প্রশ্ন তুলছে, যেকোনো মার্কিন সংগঠনই কি এখন ইসরাইলপন্থিদের দ্বারা নিয়ন্ত্রিত? খবর আনন্দবাজার, আরব নিউজ ও মিডিল ইস্ট আইয়ের।

প্যালেস্টাইনি সাংবাদিক মাহা হুসেনি

ইসরাইল-গাজা সংঘাত শুরুর পর থেকে গাজা ভূখণ্ড থেকে ক্রমাগত খবর করেছেন মাহা। গাজায় ইসরাইলি অভিযান নিয়ে অসংখ্য প্রতিবেদন করেছেন তিনি। তাতে কখনো তুলে ধরা হয়েছে, কীভাবে গাজার হাসপাতালগুলির করুণ অবস্থার জন্য নারীরা বাড়িতেই সন্তানের জন্ম দিতে বাধ্য হচ্ছেন। কখনো আবার মাহা তার প্রতিবেদনে দেখিয়েছেন, কীভাবে এক নাবালিকা তার ছয় বছরের শারীরিকভাবে অক্ষম ভাইকে কাঁধে চাপিয়ে অন্যত্র নিয়ে যাচ্ছে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ও বোমাবর্ষণ থেকে বাঁচতে। মাহার করা প্রতিবেদনগুলি ইসারাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন আদালতে মামলা করার সময়ে ব্যবহার করেছিল দক্ষিণ আফ্রিকা।

হাজার বছর আগের জাহাজের সন্ধান অক্ষত মালামাল

এএফপি, বিবিসি

৩ হাজার ৩০০ বছর আগের একটি জাহাজের সন্ধান পাওয়া গেছে ইসরাইলে।  ইসরাইলের উত্তর উপকূলে পাওয়া এই জাহাজটির ধ্বংসাবশেষ থেকে বেশকিছু মালামাল সংগ্রহ করা হয়েছে। উদ্ধারকৃত সেসব সরঞ্জামের সবই ছিল অক্ষত।

 

ধারণা করা হচ্ছে, সন্ধান পাওয়া জাহাজটি খ্রিষ্টপূর্ব ১৩ বা ১৪ শতকের। ব্রোঞ্জ যুগের সে সময় সামুদ্রিক বাণিজ্যের উত্থান হচ্ছিল। বৃহস্পতিবার দেশটির পুরাকীর্তি কর্তৃপক্ষ ইসরাইল অ্যান্টিকুইটিস অথরিটি (আইএএ) বিষয়টি নিশ্চিত করেছে। খবর এএফপি ও বিবিসির।

ইসরাইলের উত্তর উপকূল থেকে ৯০ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরের তলদেশের ৫ হাজার ৯০৫ ফুট গভীরতায় জাহাজটি পাওয়া গেছে। নিয়মিত তেল ও গ্যাস জরিপের সময় এ ধ্বংসাবশেষ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, জাহাজটি ৩ হাজার ৩০০ বছরের পুরোনো। জাহাজটিতে শত শত অক্ষত মালামাল পাওয়া গেছে। ইসরাইলের অ্যান্টিকুইটিস অথরিটির (আইএএ) বিশেষজ্ঞরা বলছেন, ওই সময়ের নাবিকরা আকাশের নেভিগেশন ব্যবহার করে সূর্য ও তারার অবস্থান জেনে সমুদ্রে চলাচল করতে সক্ষম হয়েছিলেন।

 গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ২২ ফিলিস্তিনি নিহত

বিবিসি

আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রিসেন্টের (আইআরআইসি) দপ্তরের পাশে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪৫ জন।

শুক্রবার সন্ধ্যাবেলার ইসরাইলের এই হামলায় আইসিআরসি কার্যালয়ের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর  বিবিসির।প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের সবাই ওই কার্যালয় চত্বরের আশপাশে আশ্রয় নিয়েছিলেন। শুক্রবার সন্ধ্যায় এই গোলা হামলা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আইআরআইসি। সেই সঙ্গে আরও একবার গাজার বেসামরিক ও মানবিক সহায়তা সংস্থাগুলোর কার্যালয়ে হামলা থেকে বিরত থাকতে গাজহায় যুদ্ধরত সব পক্ষকে আহ্বানও জানিয়েছে আইআরআইসি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই কার্যালয় চত্বরের আশপাশে শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। তাদের মধ্যে অনেকে আমাদের সহকর্মীও ছিলেন। হতাহতদের রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।সর্বশেষ তথ্য অনুযায়ী, এই হামলায় নিহত হয়েছেন ২২ জন এবং আহত হয়েছেন আরও ৪৫ জন। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা গুরুতর।

কোরাআন অবমাননার অভিযোগে পাকিস্তানে এক ব্যক্তিকে হত্যা

আল জাজিরা

কোরাআন অবমাননার অভিযোগে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার সোয়াত জেলার জনপ্রিয় পর্যটন এলাকা মাদিয়ানে এক স্থানীয় পর্যটককে পিটিয়ে-পুড়িয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। হত্যার পর তার দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ঘটেছে এই ঘটনা। নিহত সেই পর্যটকের নাম মুহম্মদ ইসমাঈল (৩৬)। তিনি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট জেলার বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার কয়েক জন মাদিয়ান পুলিশ স্টেশনে এসে অভিযোগ করেন— ইসমাঈল হোটেলে অবস্থানকালে কোরআন শরিফ পুড়িয়েছেন। এই অভিযোগ পাওয়ার পর পুলিশ ইসমাঈলকে হোটেল থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসে হেফাজতে রাখে।

 

কিন্তু এর কয়েক ঘণ্টার মধ্যে শতাধিক মানুষ জড়ো হন ওই পুলিশ স্টেশনে। তারা ওই স্টেশন ঘেরাও করে ইসমাঈলকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি করেন। পুলিশ তাতে অস্বীকৃতি জানালে বিক্ষুব্ধ ওই জনতা থানায় আক্রমন করেন এবং হেফাজত থেকে ইসমাঈলকে টেনে-হিঁচড়ে বাইরে বের করে এনে পেটাতে থাকেন। এক পর্যায়ে গুরুতর আহত অবস্থায় ইসমাঈলের গায়ে আগুন ধরিয়ে দেন তারা।

সোয়াত পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা জাহিদ উল্লাহ খান সাংবাদিকদের জানিয়েছেন, উত্তেজিত জনতা পুলিশ স্টেশন এবং পুলিশের গাড়িতেও অগ্নিসংযোগ করেছে। পুলিশ ইতোমধ্যে এই ঘটনার তদন্তও শুরু করেছে। তবে ভয়াবহ এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। কাউকে গ্রেপ্তারও করা যায়নি।

চলতি বছর রেকর্ড সংখ্যক ধনী যুক্তরাজ্য ছাড়ছেন!

সিএনএন

দরজায় কড়া নাড়ছে যুক্তরাজ্যের জাতীয় নির্বাচন। বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে, ক্ষমতার পালাবদল ঘটতে পারে দেশটিতে। কারণ ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি লেবার পার্টির কাছে হারতে পারে। ফলে নতুন করে রাজনৈতিক বিশৃঙ্খলা ও ট্যাক্স বাড়তে পারে এমন আশঙ্কায় চলতি বছর রেকর্ড সংখ্যক মিলিয়নিয়ার যুক্তরাজ্য ছাড়তে পারে।

 

অভিবাসনবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, অন্তত ১ মিলিয়ন পাউন্ডের নগদ ও বিনিয়োগযোগ্য সম্পত্তি রয়েছে এমন ৯ হাজার ৫০০ ধনী চলতি বছর যুক্তরাজ্য ছাড়তে পারেন, যা গত বছর ছেড়ে যাওয়া ধনীদের তুলনায় দ্বিগুণেরও বেশি। ইনস্টিটিউট ফর গভর্নমেন্টের প্রধান নির্বাহী হানা হোয়াইট বলেছেন, বিভিন্ন কারণে যুক্তরাজ্য আর ধনীদের কাছে আকর্ষণীয় থাকছে না। তাছাড়া ব্রেক্সিটের নেতিবাচক প্রভাব অব্যাহত থাকবে। এমনকি লন্ডনও এখন আর অর্থনৈতিক কেন্দ্র হিসেবে থাকছে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024