শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৭ পূর্বাহ্ন

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে স্পেশাল ট্রেন আরও এক মাস সময় বাড়ালো

  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪, ৪.৫৮ পিএম

জাফর আলম
চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল করা স্পেশাল ট্রেন মঙ্গলবার (২৫ জুন) থেকে বন্ধ হচ্ছে না। এ ট্রেনের চলাচল আরও এক মাস বাড়িয়ে আগামী ২৪ জুলাই পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। যাত্রীদের ব্যাপক চাহিদার কারণে এ স্পেশাল ট্রেন চলাচলের সময় বৃদ্ধির এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক সাইফুল ইসলাম।

এদিকে, রবিবার (২৩ জুন) চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের সিওপিএস কামাল আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে সময় বাড়ানোর তথ্য জানানো হয়।চিঠিতে বলা হয়, যাত্রী চাহিদার কথা বিবেচনা করে চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে চলাচলরত কক্সবাজার ঈদ স্পেশাল-৯ ও ১০ আগামী ২৪ জুলাই পর্যন্ত সময় বৃদ্ধি করা হলো।এদিকে, চট্টগ্রাম- কক্সবাজার-চট্টগ্রাম রুটে চলাচল করা স্পেশাল ট্রেনটি স্থায়ীভাবে চলাচলের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবে রবিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সচেতন নাগরিক সমাজ, চট্টগ্রাম-কক্সবাজার এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এতে কক্সবাজার আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি সালাউদ্দীন মো. রেজাসহ বিশিষ্টজনরা বক্তব্য রাখেন।রেলওয়ের ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, ঈদুল আজহা উপলক্ষে গত ১২ জুন এ রুটে পুনরায় স্পেশাল ট্রেন চলাচল শুরু হয়। ২৪ জুন পর্যন্ত এ ট্রেন চলাচল করার কথা ছিল। যাত্রীদের ব্যাপক চাহিদার কথা চিন্তা করে আমরা আরও ২০ দিন এ স্পেশাল ট্রেন চলাচলের জন্য রেলওয়ে সদর দফতরে চিঠি পাঠিয়েছি। স্পেশাল ট্রেন চলাচলের সময় এক মাস বাড়িয়ে ২৪ জুলাই পর্যন্ত করা হয়েছে।

গত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে বিশেষ স্পেশাল ট্রেন দেওয়ার সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। গত ৮ এপ্রিল এই ট্রেন চলাচল শুরু হয়। চালুর পর থেকে ট্রেনটি জনপ্রিয় হয়ে ওঠে। যাত্রীদের চাপে এরপর দুই দফায় বিশেষ ট্রেনের সময় বাড়িয়ে ১০ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছিল। নির্ধারিত সময়ের ১১ দিন আগেই গত ৩১ মে ইঞ্জিন ও জনবল সংকট দেখিয়ে ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়। এরপর ঈদুল আজহা উপলক্ষে গত ১২ জুন এ রুটে পুনরায় স্পেশাল ট্রেন চলাচল শুরু করে।

সোমবার (২৪ জুন) পর্যন্ত এ ট্রেন চলাচল করার কথা ছিল। তবে চট্টগ্রাম-কক্সবাজার এলাকার লোকজনের দাবির মুখে এ স্পেশাল ট্রেন আরও একমাস সময় বাড়ানো হয়েছে।উল্লেখ্য, প্রায় সাড়ে ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ করা হয়। গত বছরের ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নির্মিত ১০০ কিলোমিটার দীর্ঘ নতুন রেললাইনের উদ্বোধন করেন। ওই বছরের ১ ডিসেম্বর একটি এবং চলতি বছরের ১০ জানুয়ারি থেকে আরেকটিসহ ঢাকা থেকে দুটি আন্তঃনগর ট্রেন চালু করা হয়। এই দুটি ট্রেনে চট্টগ্রাম স্টেশন থেকে যাতায়াতের জন্য মাত্র ১১৫টি করে আসন বরাদ্দ রাখা হয়। তবে চট্টগ্রাম থেকে একটি ট্রেনও চালু করা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024