০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্র ভিসায় নতুন শর্ত, দিতে হতে পারে বড় অঙ্কের বন্ড শারজাহে দুই মিলিয়ন দিরহাম গবেষণা অনুদান চালু, ফায়া মানব ইতিহাস গবেষণায় নতুন দিগন্ত নিতিন নবীন বিজেপির নতুন জাতীয় সভাপতি, সবচেয়ে কম বয়সে শীর্ষ পদে সংবিধানের চেতনা দুর্বল করছে শাসকগোষ্ঠী, রায়বরেলিতে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর  ২০২৬ ‘ব্রিজ ইয়ার’—পোশাক খাতে স্থিতিশীলতা আছে, কিন্তু টেক-অফের আগে সময় কমছে আফগান বাণিজ্য বন্ধে বাধ্য পাকিস্তান, সন্ত্রাস দমনে কাবুলের অনীহার অভিযোগ গ্রিনল্যান্ড ঘিরে শুল্ক-চাপ থেকে সিরিয়া যুদ্ধবিরতি—বিশ্ব রাজনীতিতে অর্থনীতি ‘অস্ত্র’ হয়ে উঠছে সংযুক্ত আরব আমিরাত–ভারত সম্পর্কের নতুন অধ্যায়: বাণিজ্য দ্বিগুণের লক্ষ্য থেকে প্রতিরক্ষা অংশীদারত্ব রয়টার্স বলছে বাংলাদেশে ইসলামপন্থি রাজনৈতিক শক্তির উত্থান—মধ্যপন্থিদের উদ্বেগ, নির্বাচনের আগে নতুন সমীকরণ টাইমস অব ইন্ডিয়া: ‘আমরা খেলতে চাই’—শান্তোর বক্তব্যে খেলোয়াড়দের চাপ, বোর্ড-অচলাবস্থার ভেতরের ছবি

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৮৯)

  • Sarakhon Report
  • ০৫:৩৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
  • 104

পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।

সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী।

নেতৃত্ব কর্ম ক্ষমতার থেকে উদ্ভাবনীতে বেশি

পৃথিবীতে সব সময় সেই নেতৃত্বই সেরা ও স্মার্ট নেতৃত্ব হিসেবে বিবেচিত হয়েছে যে নেতৃত্ব যত বেশি উদ্ভাবনী ক্ষমতা দেখাতে পেরেছে।

কারণ, আর্থিক পুঁজির থেকে উদ্ভাবিত বিষয়ের মূল্য অনেক বেশি।

যেমন যে সকল কোম্পানির বিলিয়ন বিলিয়ন ডলার পুঁজি ছিলো তারা দ্রুত পিছে পড়ে গেছে  গুগল সার্চইঞ্জিন বা ফেসবুক সোস্যাল মিডিয়া উদ্ভানকারীর কাছে।

ঠিক তেমনি বিলিয়ন ডলারের হোটেল ব্যবসা ধাক্কা খেয়েছে এ্রআরবিনবির উদ্ভাবনীর কাছে।

একইভাবে বড় বড় পরিবহন কোম্পানিও ছোট হয়ে গেছে উবের এর কাছে।

তবে সব সময় যে নেতা নিজে এই উদ্ভাবন করতে পারবেন তা নয়। তবে নেতাকে অবশ্যই উদ্ভাবনের বিষয়ে গুরুত্ব দিতে হবে এবং সে কাজে বিনিয়োগ করতে হবে।

এই বিনিয়োগ কীভাবে হতে পারে

১.দক্ষ লোকের পিছনে বিনিয়োগ করে।

২.বিভিন্ন পরিবেশে ও পরিস্থিতিকে জেনে।

৩. সমস্যাকে জেনে।

একটা বিষয় সব সময় মনে রাখতে হয়, সমস্যা সব সময়ই উদ্ভাবনীর জরায়ু।

যে কোন সমস্যার ভেতর দিয়েই নতুন কিছু উদ্ভাবন হয়।

*পৃথিবীতে যুদ্ধ অন্যতম বড় সমস্যা। অথচ হিসেব করলে দেখা যাবে টেকনোলজির একটি বড় অংশ উদ্ভাবিত হয়েছে যুদ্ধের ফলে।

* খাদ্য অন্যতম সমস্য। পৃথিবীর সভ্যতার শুরু থেকে আজ অবধি খাদ্য উত্‌পাদন ও সংগ্রহকে ঘিরে মিলিয়ন মিলিয়ন আবিস্কার হয়েছে।

* পৃথিবীতে স্বাস্থ্য একটি বড় সমস্য। স্বাস্থ্যকে ঘিরেও মিলিয়ন মিলিয়ন উদ্ভাবন ঘটেছে।

যেমন কোভিড- ১৯ ছিলো স্বাস্থ্যজনিত সমস্যা। এই কোভিড-১৯কে ঘিরে শুধু ওষুধ শিল্পে নয়, টেকনোলজি’র সকল খাতের মাধ্যমে ব্যবসার চরিত্র বদলে গেছে।

কোভিড ও লকডাউনের মধ্যে যারা ব্যবসার চরিত্র বদল করতে পেরেছন তারা সকলেই সফল নেতা।

এমনকি যে রাষ্ট্রের নেতা তার রাষ্ট্র পরিচালনা পদ্ধতি ওই সময় ও পরিস্থিতির সঙ্গে মিল রেখে পরিবর্তন করতে পেরেছেন তিনি স্মার্ট লিডার। আর যারা অনুকরণ করছেন তারা মিডিওকার বা গতানুগতিক।

 

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৮৮)

https://sarakhon.com/s/20991/

 

জনপ্রিয় সংবাদ

আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্র ভিসায় নতুন শর্ত, দিতে হতে পারে বড় অঙ্কের বন্ড

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৮৯)

০৫:৩৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪

পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।

সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী।

নেতৃত্ব কর্ম ক্ষমতার থেকে উদ্ভাবনীতে বেশি

পৃথিবীতে সব সময় সেই নেতৃত্বই সেরা ও স্মার্ট নেতৃত্ব হিসেবে বিবেচিত হয়েছে যে নেতৃত্ব যত বেশি উদ্ভাবনী ক্ষমতা দেখাতে পেরেছে।

কারণ, আর্থিক পুঁজির থেকে উদ্ভাবিত বিষয়ের মূল্য অনেক বেশি।

যেমন যে সকল কোম্পানির বিলিয়ন বিলিয়ন ডলার পুঁজি ছিলো তারা দ্রুত পিছে পড়ে গেছে  গুগল সার্চইঞ্জিন বা ফেসবুক সোস্যাল মিডিয়া উদ্ভানকারীর কাছে।

ঠিক তেমনি বিলিয়ন ডলারের হোটেল ব্যবসা ধাক্কা খেয়েছে এ্রআরবিনবির উদ্ভাবনীর কাছে।

একইভাবে বড় বড় পরিবহন কোম্পানিও ছোট হয়ে গেছে উবের এর কাছে।

তবে সব সময় যে নেতা নিজে এই উদ্ভাবন করতে পারবেন তা নয়। তবে নেতাকে অবশ্যই উদ্ভাবনের বিষয়ে গুরুত্ব দিতে হবে এবং সে কাজে বিনিয়োগ করতে হবে।

এই বিনিয়োগ কীভাবে হতে পারে

১.দক্ষ লোকের পিছনে বিনিয়োগ করে।

২.বিভিন্ন পরিবেশে ও পরিস্থিতিকে জেনে।

৩. সমস্যাকে জেনে।

একটা বিষয় সব সময় মনে রাখতে হয়, সমস্যা সব সময়ই উদ্ভাবনীর জরায়ু।

যে কোন সমস্যার ভেতর দিয়েই নতুন কিছু উদ্ভাবন হয়।

*পৃথিবীতে যুদ্ধ অন্যতম বড় সমস্যা। অথচ হিসেব করলে দেখা যাবে টেকনোলজির একটি বড় অংশ উদ্ভাবিত হয়েছে যুদ্ধের ফলে।

* খাদ্য অন্যতম সমস্য। পৃথিবীর সভ্যতার শুরু থেকে আজ অবধি খাদ্য উত্‌পাদন ও সংগ্রহকে ঘিরে মিলিয়ন মিলিয়ন আবিস্কার হয়েছে।

* পৃথিবীতে স্বাস্থ্য একটি বড় সমস্য। স্বাস্থ্যকে ঘিরেও মিলিয়ন মিলিয়ন উদ্ভাবন ঘটেছে।

যেমন কোভিড- ১৯ ছিলো স্বাস্থ্যজনিত সমস্যা। এই কোভিড-১৯কে ঘিরে শুধু ওষুধ শিল্পে নয়, টেকনোলজি’র সকল খাতের মাধ্যমে ব্যবসার চরিত্র বদলে গেছে।

কোভিড ও লকডাউনের মধ্যে যারা ব্যবসার চরিত্র বদল করতে পেরেছন তারা সকলেই সফল নেতা।

এমনকি যে রাষ্ট্রের নেতা তার রাষ্ট্র পরিচালনা পদ্ধতি ওই সময় ও পরিস্থিতির সঙ্গে মিল রেখে পরিবর্তন করতে পেরেছেন তিনি স্মার্ট লিডার। আর যারা অনুকরণ করছেন তারা মিডিওকার বা গতানুগতিক।

 

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৮৮)

https://sarakhon.com/s/20991/