০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
ইউপিএস ফ্লাইট ২৯৭৬ দুর্ঘটনা: তদন্ত ও উদ্ধার কার্যক্রম মেক্সিকো: রাষ্ট্রপতি শেইনবাউমের প্রতি শারীরিক নির্যাতন, অভিযুক্তের বিরুদ্ধে মামলা বিশ্বে জলবায়ু পরিবর্তন রোধে লুলার ‘সত্যের COP’ প্রতিশ্রুতি: জাতিসংঘের প্রতিবেদন থেকে উদ্বেগ সুপ্রিম কোর্টে ট্রাম্পের শুল্কনীতি বিপদে — কংগ্রেসের রাজস্ব ক্ষমতা পুনরুদ্ধারের দাবি জোরালো ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বড় অগ্রগতি: পোকরোভস্ক দখলের দ্বারপ্রান্তে কুইন্স: প্রবাসী নারীদের জীবনের টানাপোড়েন ও আত্মসংগ্রামের নাটক মার্কিন ধনী বিনিয়োগকারীদের জন্য নতুন দিগন্ত: ব্যক্তিগত শেয়ার ব্যবসায় প্রবেশ করল চার্লস শোয়াব চতুর্থ টি-২০ ম্যাচে ৪৮ রানে দাপুটে জয় ভারতের দক্ষিণ লেবাননে নতুন বিমান হামলা চালাল ইসরায়েল কর্ণাটকের ‘পিরিয়ড লিভ’ নীতি: প্রগতিশীল পদক্ষেপ নাকি শুধুই প্রতীকী উদ্যোগ?

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৮৯)

  • Sarakhon Report
  • ০৫:৩৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
  • 64

পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।

সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী।

নেতৃত্ব কর্ম ক্ষমতার থেকে উদ্ভাবনীতে বেশি

পৃথিবীতে সব সময় সেই নেতৃত্বই সেরা ও স্মার্ট নেতৃত্ব হিসেবে বিবেচিত হয়েছে যে নেতৃত্ব যত বেশি উদ্ভাবনী ক্ষমতা দেখাতে পেরেছে।

কারণ, আর্থিক পুঁজির থেকে উদ্ভাবিত বিষয়ের মূল্য অনেক বেশি।

যেমন যে সকল কোম্পানির বিলিয়ন বিলিয়ন ডলার পুঁজি ছিলো তারা দ্রুত পিছে পড়ে গেছে  গুগল সার্চইঞ্জিন বা ফেসবুক সোস্যাল মিডিয়া উদ্ভানকারীর কাছে।

ঠিক তেমনি বিলিয়ন ডলারের হোটেল ব্যবসা ধাক্কা খেয়েছে এ্রআরবিনবির উদ্ভাবনীর কাছে।

একইভাবে বড় বড় পরিবহন কোম্পানিও ছোট হয়ে গেছে উবের এর কাছে।

তবে সব সময় যে নেতা নিজে এই উদ্ভাবন করতে পারবেন তা নয়। তবে নেতাকে অবশ্যই উদ্ভাবনের বিষয়ে গুরুত্ব দিতে হবে এবং সে কাজে বিনিয়োগ করতে হবে।

এই বিনিয়োগ কীভাবে হতে পারে

১.দক্ষ লোকের পিছনে বিনিয়োগ করে।

২.বিভিন্ন পরিবেশে ও পরিস্থিতিকে জেনে।

৩. সমস্যাকে জেনে।

একটা বিষয় সব সময় মনে রাখতে হয়, সমস্যা সব সময়ই উদ্ভাবনীর জরায়ু।

যে কোন সমস্যার ভেতর দিয়েই নতুন কিছু উদ্ভাবন হয়।

*পৃথিবীতে যুদ্ধ অন্যতম বড় সমস্যা। অথচ হিসেব করলে দেখা যাবে টেকনোলজির একটি বড় অংশ উদ্ভাবিত হয়েছে যুদ্ধের ফলে।

* খাদ্য অন্যতম সমস্য। পৃথিবীর সভ্যতার শুরু থেকে আজ অবধি খাদ্য উত্‌পাদন ও সংগ্রহকে ঘিরে মিলিয়ন মিলিয়ন আবিস্কার হয়েছে।

* পৃথিবীতে স্বাস্থ্য একটি বড় সমস্য। স্বাস্থ্যকে ঘিরেও মিলিয়ন মিলিয়ন উদ্ভাবন ঘটেছে।

যেমন কোভিড- ১৯ ছিলো স্বাস্থ্যজনিত সমস্যা। এই কোভিড-১৯কে ঘিরে শুধু ওষুধ শিল্পে নয়, টেকনোলজি’র সকল খাতের মাধ্যমে ব্যবসার চরিত্র বদলে গেছে।

কোভিড ও লকডাউনের মধ্যে যারা ব্যবসার চরিত্র বদল করতে পেরেছন তারা সকলেই সফল নেতা।

এমনকি যে রাষ্ট্রের নেতা তার রাষ্ট্র পরিচালনা পদ্ধতি ওই সময় ও পরিস্থিতির সঙ্গে মিল রেখে পরিবর্তন করতে পেরেছেন তিনি স্মার্ট লিডার। আর যারা অনুকরণ করছেন তারা মিডিওকার বা গতানুগতিক।

 

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৮৮)

https://sarakhon.com/s/20991/

 

জনপ্রিয় সংবাদ

ইউপিএস ফ্লাইট ২৯৭৬ দুর্ঘটনা: তদন্ত ও উদ্ধার কার্যক্রম

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৮৯)

০৫:৩৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪

পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।

সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী।

নেতৃত্ব কর্ম ক্ষমতার থেকে উদ্ভাবনীতে বেশি

পৃথিবীতে সব সময় সেই নেতৃত্বই সেরা ও স্মার্ট নেতৃত্ব হিসেবে বিবেচিত হয়েছে যে নেতৃত্ব যত বেশি উদ্ভাবনী ক্ষমতা দেখাতে পেরেছে।

কারণ, আর্থিক পুঁজির থেকে উদ্ভাবিত বিষয়ের মূল্য অনেক বেশি।

যেমন যে সকল কোম্পানির বিলিয়ন বিলিয়ন ডলার পুঁজি ছিলো তারা দ্রুত পিছে পড়ে গেছে  গুগল সার্চইঞ্জিন বা ফেসবুক সোস্যাল মিডিয়া উদ্ভানকারীর কাছে।

ঠিক তেমনি বিলিয়ন ডলারের হোটেল ব্যবসা ধাক্কা খেয়েছে এ্রআরবিনবির উদ্ভাবনীর কাছে।

একইভাবে বড় বড় পরিবহন কোম্পানিও ছোট হয়ে গেছে উবের এর কাছে।

তবে সব সময় যে নেতা নিজে এই উদ্ভাবন করতে পারবেন তা নয়। তবে নেতাকে অবশ্যই উদ্ভাবনের বিষয়ে গুরুত্ব দিতে হবে এবং সে কাজে বিনিয়োগ করতে হবে।

এই বিনিয়োগ কীভাবে হতে পারে

১.দক্ষ লোকের পিছনে বিনিয়োগ করে।

২.বিভিন্ন পরিবেশে ও পরিস্থিতিকে জেনে।

৩. সমস্যাকে জেনে।

একটা বিষয় সব সময় মনে রাখতে হয়, সমস্যা সব সময়ই উদ্ভাবনীর জরায়ু।

যে কোন সমস্যার ভেতর দিয়েই নতুন কিছু উদ্ভাবন হয়।

*পৃথিবীতে যুদ্ধ অন্যতম বড় সমস্যা। অথচ হিসেব করলে দেখা যাবে টেকনোলজির একটি বড় অংশ উদ্ভাবিত হয়েছে যুদ্ধের ফলে।

* খাদ্য অন্যতম সমস্য। পৃথিবীর সভ্যতার শুরু থেকে আজ অবধি খাদ্য উত্‌পাদন ও সংগ্রহকে ঘিরে মিলিয়ন মিলিয়ন আবিস্কার হয়েছে।

* পৃথিবীতে স্বাস্থ্য একটি বড় সমস্য। স্বাস্থ্যকে ঘিরেও মিলিয়ন মিলিয়ন উদ্ভাবন ঘটেছে।

যেমন কোভিড- ১৯ ছিলো স্বাস্থ্যজনিত সমস্যা। এই কোভিড-১৯কে ঘিরে শুধু ওষুধ শিল্পে নয়, টেকনোলজি’র সকল খাতের মাধ্যমে ব্যবসার চরিত্র বদলে গেছে।

কোভিড ও লকডাউনের মধ্যে যারা ব্যবসার চরিত্র বদল করতে পেরেছন তারা সকলেই সফল নেতা।

এমনকি যে রাষ্ট্রের নেতা তার রাষ্ট্র পরিচালনা পদ্ধতি ওই সময় ও পরিস্থিতির সঙ্গে মিল রেখে পরিবর্তন করতে পেরেছেন তিনি স্মার্ট লিডার। আর যারা অনুকরণ করছেন তারা মিডিওকার বা গতানুগতিক।

 

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৮৮)

https://sarakhon.com/s/20991/