হিন্দুস্তান টাইমস
দ্বীপদেশ মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুকে কালো জাদু করেছিলেন তাঁরই মন্ত্রিসভার দুই সদস্য! গুরুতর এই অভিযোগে গ্রেফতার হলেন মালদ্বীপের পরিবেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী শামনাজ সেলিম এবং তাঁর প্রাক্তন স্বামী অ্যাডাম রমিজ। রমিজ ছিলেন মালদ্বীপের রাষ্ট্রপতির কার্যালয়ের মন্ত্রী পদে।
এছাড়াও এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে আরও দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে মালদ্বীপ পুলিশ। মালদ্বীপের সংবাদমাধ্যম জানিয়েছে, রবিবার এই চারজনকে গ্রেফতার করা হয়েছে। প্রত্যেককেই জিজ্ঞাসাবাদের জন্যে হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি, বৃহস্পতিবার বরখাস্ত করা হয়েছে দুই মন্ত্রীকেই।
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে চার প্রার্থী
আল জাজিরা/ এপি
ইরানে প্রেসিডেন্ট নির্বাচন চলছে। মাত্র কিছুদিন আগে বিমান দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইবরাহিম রাইসির আকস্মিক মৃত্যুর কারণে নির্ধারিত সময়ের আগেই এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দেশটিতে। তবে শেষ মুহূর্তে বুধবার ছয় প্রার্থীর দু’জন প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। একজন হলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট গাজিজাদেহ হাশেমি এবং আরেকজন রাজধানী তেহরানের মেয়র আলিরেজা জাকানি। অবশেষে চূড়ান্তভাবে এবারের প্রেসিডেন্ট পদের জন্য লড়াইয়ে করছেন চার প্রার্থী।
মোহাম্মদ বাঘের ঘালিবাফ
পরিচিত রক্ষণশীল নেতা মোহাম্মদ বাঘের ঘালিবাফ (৬২)। ২০২০ সাল থেকে দেশটির পার্লামেন্টে স্পিকারের দায়িত্ব পালন করছেন । নির্বাচনি প্রচারণায় ঘালিবাফ সব থেকে বেশি এগিয়ে আছেন বলে জানিয়েছেন বিশ্লেষকরা। তিনিই ইরানকে সংকট থেকে বাঁচাতে পারেন বলেও ধারণা করছেন অনেকেই।
সাঈদ জালিলি
৫৮ বছরের সাঈদ জালিলি একজন কট্টর রক্ষণশীল প্রার্থী। ছয় বিশ্বশক্তির সঙ্গে তেহরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন তিনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তার।
মাসুদ পেজেশকিয়ান
এবারের প্রার্থীদের মধ্যে পেজেশকিয়ানই সবচেয়ে বয়স্ক এবং একমাত্র সংস্কারপন্থী প্রার্থী। তিনি একজন হার্ট সার্জনও। পেজেশকিয়ান বরাবর ইরানের বর্তমান শাসকদের সমালোচনা করে এসেছেন।
মোস্তফা পুরমোহাম্মদি
৬৪ বছর বয়সি মোস্তফা পুরমোহাম্মদি এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামা একমাত্র শিয়া ধর্মীয় নেতা। পুরমোহাম্মদি দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তিনি ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন।
ইউক্রেনে সেনা পাঠাবেননা , প্রেসিডেন্টকে হুঁশিয়ারি ফ্রান্সের ডানপন্থী নেতার
বিবিসি
বর্তমান অবস্থায় ইউক্রেনে সেনা পাঠানো নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁকে সতর্ক করেছেন দেশটির অতি ডানপন্থী ন্যাশনাল র্যালি দলের নেতা মেরিন ল পেন। তিনি বলেন, তাঁর দল পরবর্তী সরকার গঠন করলে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে ইউক্রেনে সেনা পাঠানোর সুযোগ পাবেন না ম্যাক্রোঁ।
পার্লামেন্টে ন্যাশনাল র্যালির নেতৃত্ব দেওয়া মেরিন একটি মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘সশস্ত্র বাহিনীর প্রধান প্রেসিডেন্টের জন্য একটি আলংকারিক পদ। প্রধানমন্ত্রীই আদতে এ বাহিনীর দেখভাল করে থাকেন।’
ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে দল বাজে ফল করায় আগাম পার্লামেন্ট নির্বাচনের ঘোষণা দেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। দুই ধাপে ভোট গ্রহণের প্রথমটি অনুষ্ঠিত হবে আগামী রোববার। দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ হবে ৭ জুলাই।
বিমানবন্দরের ছাদ ভেঙে মৃত ১ , আহত ৬
ডয়েচে ভেলে
শুক্রবার ভোর থেকে দিল্লিতে বৃষ্টি হচ্ছে শহরে ফলে দিল্লি বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদের একাংশ ভেঙে পড়ে। যেখানে গাড়িগুলো থেমে যাত্রীদের ওঠানামা করায় সেখানেই ছাদটি ভেঙে পড়েছে।
এর ফলে অন্ততপক্ষে এক ব্যক্তি মারা গেছেন এবং ছয়জন আহত হয়েছেন। অনেকগুলি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপাতত: এক নম্বর টার্মিনাল বন্ধ করে দেয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভেঙে পড়া ছাদের নীচে অনেকে আটকে আছেন। ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।
নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন, তারা সকাল সাড়ে পাঁচটা নাগাদ ছাদ ভেঙে পড়ার খবর পান।
বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, রুফ শিট ও থাম ভেঙে পড়ায় এই ঘটনা ঘটেছে। যে জায়গায় গাড়ি এসে যাত্রীদের নামায় এবং যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়, সেখানেই এই ঘটনা ঘটেছে বলে বিমান বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন