সারাক্ষণ ডেস্ক
আগামীকাল ১৬ জুলাই প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে।
বিকাল ৫টায় কাকরাইলস্থ জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের মিলনায়তনে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোঃ জহিরুল আলম রুবেল এর সভাপতিত্বে অনুষ্ঠেয় স্মরণ সভায় জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি সহ জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।