০১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
মার্কিন শীতঝড়ে আকাশপথে অচলাবস্থা, বাতিল ও বিলম্বে ষোলো হাজারের বেশি ফ্লাইট নাইজেরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত অ্যান্থনি জোশুয়া, নিহত ঘনিষ্ঠ দুই সতীর্থ সাংস্কৃতিক জাগরণে নতুন অধ্যায়: দুই হাজার পঁচিশে সংযুক্ত আরব আমিরাতের বিশ্বমুখী অর্জন সিরিয়ায় ফেরার টান, অপেক্ষার বাস্তবতা চীনে বিরল পাখি রক্ষার লড়াই: ভোরের অন্ধকারে শিকারিদের পিছু ধাওয়া শহরের শ্বাসরোধ: আবর্জনা, দূষণ আর ভাঙা রাস্তায় কেন বসবাসের অযোগ্য হয়ে উঠছে ভারতের মহানগর সাবালেঙ্কা–কিরিওসের লড়াই নিয়ে বিতর্ক, তবু ইতিবাচক দিকই দেখছেন দুই তারকা যুদ্ধ ও নিষেধাজ্ঞার চাপে রাশিয়ার কারখানা ফিরিয়ে নিতে পারছে না হুন্ডাই আর্জেন্টিনায় স্বপ্নের গম মৌসুম শেষের পথে, রেকর্ড ফলনে কৃষকের মুখে হাসি চীনের রেকর্ড সামরিক মহড়া তাইওয়ান ঘিরে, উত্তেজনা কম বলে মন্তব্য ট্রাম্পের

বাংলাদেশে পালিয়ে আসার পথে ট্রলার ডুবে শিশুসহ ৯ রোহিঙ্গার মরদেহ উদ্ধার

  • Sarakhon Report
  • ০৭:০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪
  • 80

জাফর আলম

কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবে  শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ২০ জন। মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের মুখে পালিয়ে আসার সময় এই দুর্ঘটনা ঘটে।

টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া ও রাজারছড়া পয়েন্ট এলাকার সাগরে মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ১২টার পরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে আট জন শিশু-কিশোর ও নারী। একজন পুরুষর রয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে দুই জনকে।টেকনাফ মডেল থানার ওসি ওসমান গনি বলেন, সাগরে রোহিঙ্গা বোঝাই নৌকাডুবির ঘটনায় জেলেরা ৯ জনের লাশ উদ্ধার করেছে।

যেহেতু বাংলাদেশে এক অদ্ভুত পরিস্থিতি চলছে। তাই আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের কথা বলে লাশগুলোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।এ বিষয়ে টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার আবদুর রশিদ বলেন, মিয়ানমার থেকে প্রাণে বাঁচতে পালিয়ে আসার সময় টেকনাফে সাগরে নৌকাডুবির ঘটনায় ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় পুলিশের নির্দেশনা অনুযায়ী ক্যাম্পে থাকা স্বজনদের কাছে নিহতদের লাশগুলো হস্তান্তরের প্রস্তুতি চলছে। ডুবে যাওয়া নৌকায় ৩১ রোহিঙ্গা ছিল বলে জানা গেছে। নৌকাডুবির ঘটনায় উদ্ধার রোহিঙ্গা নারী তবেদিলা বেগম বলেন, মিয়ানমারের ফয়েজি পাড়া ও আলী পাড়ায় মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে চলমান যুদ্ধে বোমা হামলা হয়েছে।

এতে অনেকের মৃত্যু হয়েছে। তাই আমরা প্রাণে বাঁচতে টাকার বিনিময়ে বাংলাদেশে পালিয়ে এসেছি।তিনি বলেন, নৌকায় আমার দুই মেয়েসহ চার জন সদস্য ছিলাম। ছোট মেয়ে এবং এক নাতনির লাশ পাওয়া গেছে। বাকিদের কোন খোঁজ মেলেনি এখনও। আমরা এই নৌকায় ৩১ জন যাত্রী ছিলাম।

যারা গুলির মুখে পড়ে এখানে পালিয়ে আসতে রওনা করেছিলাম মিয়ানমার থেকে। আমাদের মতো অনেকে ওপার থেকে এপারে পালিয়ে আসছে।মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির সঙ্গে দেশটির সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ চলছে।

টেকনাফ উপজেলার হোয়াইক্যং থেকে শাহপরীরদ্বীপ পর্যন্ত ৫৪ কিলোমিটার নাফ নদে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা দিনরাত নাফনদ ও সীমান্ত সড়কে টহল বৃদ্ধি করেছে। সেটি চলমান এবং যেকোনও পরিস্থিতি মোকাবিলা করতে সবসময় প্রস্তুত সীমান্তরক্ষী বিজিবি ও কোস্টগার্ড।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, সাগরে নৌকাডুবির ঘটনায় ৯ রোহিঙ্গার লাশ উদ্ধারের খবর শুনেছি। এ বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি। বাংলাদেশে এই পরিস্থিতিতে মিয়ানমার থেকে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তবে সীমান্তে যেকোনও পরিস্থিতি মোকাবিলায় আমাদের বর্ডার গার্ড বিজিবি ও বাংলাদেশ কোস্ট গার্ড সর্তক অবস্থানে রয়েছে।টেকনাফের-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, আমরা সীমান্তে সর্তক অবস্থায় রয়েছি।

জনপ্রিয় সংবাদ

মার্কিন শীতঝড়ে আকাশপথে অচলাবস্থা, বাতিল ও বিলম্বে ষোলো হাজারের বেশি ফ্লাইট

বাংলাদেশে পালিয়ে আসার পথে ট্রলার ডুবে শিশুসহ ৯ রোহিঙ্গার মরদেহ উদ্ধার

০৭:০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪

জাফর আলম

কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবে  শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ২০ জন। মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের মুখে পালিয়ে আসার সময় এই দুর্ঘটনা ঘটে।

টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া ও রাজারছড়া পয়েন্ট এলাকার সাগরে মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ১২টার পরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে আট জন শিশু-কিশোর ও নারী। একজন পুরুষর রয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে দুই জনকে।টেকনাফ মডেল থানার ওসি ওসমান গনি বলেন, সাগরে রোহিঙ্গা বোঝাই নৌকাডুবির ঘটনায় জেলেরা ৯ জনের লাশ উদ্ধার করেছে।

যেহেতু বাংলাদেশে এক অদ্ভুত পরিস্থিতি চলছে। তাই আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের কথা বলে লাশগুলোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।এ বিষয়ে টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার আবদুর রশিদ বলেন, মিয়ানমার থেকে প্রাণে বাঁচতে পালিয়ে আসার সময় টেকনাফে সাগরে নৌকাডুবির ঘটনায় ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় পুলিশের নির্দেশনা অনুযায়ী ক্যাম্পে থাকা স্বজনদের কাছে নিহতদের লাশগুলো হস্তান্তরের প্রস্তুতি চলছে। ডুবে যাওয়া নৌকায় ৩১ রোহিঙ্গা ছিল বলে জানা গেছে। নৌকাডুবির ঘটনায় উদ্ধার রোহিঙ্গা নারী তবেদিলা বেগম বলেন, মিয়ানমারের ফয়েজি পাড়া ও আলী পাড়ায় মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে চলমান যুদ্ধে বোমা হামলা হয়েছে।

এতে অনেকের মৃত্যু হয়েছে। তাই আমরা প্রাণে বাঁচতে টাকার বিনিময়ে বাংলাদেশে পালিয়ে এসেছি।তিনি বলেন, নৌকায় আমার দুই মেয়েসহ চার জন সদস্য ছিলাম। ছোট মেয়ে এবং এক নাতনির লাশ পাওয়া গেছে। বাকিদের কোন খোঁজ মেলেনি এখনও। আমরা এই নৌকায় ৩১ জন যাত্রী ছিলাম।

যারা গুলির মুখে পড়ে এখানে পালিয়ে আসতে রওনা করেছিলাম মিয়ানমার থেকে। আমাদের মতো অনেকে ওপার থেকে এপারে পালিয়ে আসছে।মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির সঙ্গে দেশটির সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ চলছে।

টেকনাফ উপজেলার হোয়াইক্যং থেকে শাহপরীরদ্বীপ পর্যন্ত ৫৪ কিলোমিটার নাফ নদে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা দিনরাত নাফনদ ও সীমান্ত সড়কে টহল বৃদ্ধি করেছে। সেটি চলমান এবং যেকোনও পরিস্থিতি মোকাবিলা করতে সবসময় প্রস্তুত সীমান্তরক্ষী বিজিবি ও কোস্টগার্ড।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, সাগরে নৌকাডুবির ঘটনায় ৯ রোহিঙ্গার লাশ উদ্ধারের খবর শুনেছি। এ বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি। বাংলাদেশে এই পরিস্থিতিতে মিয়ানমার থেকে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তবে সীমান্তে যেকোনও পরিস্থিতি মোকাবিলায় আমাদের বর্ডার গার্ড বিজিবি ও বাংলাদেশ কোস্ট গার্ড সর্তক অবস্থানে রয়েছে।টেকনাফের-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, আমরা সীমান্তে সর্তক অবস্থায় রয়েছি।