১২:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
একের পর হামলা-হত্যাকাণ্ড, প্রশাসন ‘নির্লিপ্ত’ কেন? যুক্তরাষ্ট্রে যৌন অপরাধী এপস্টাইনের তদন্তের নথি থেকে প্রকাশিত ছবি হঠাৎ সরিয়ে ফেলা ঘিরে বিতর্ক মুসলমানরা কম, হিন্দুদের নামই বেশি বাদ পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ওজন কমাতে টাইপ-২ ডায়াবেটিসের জন্য তৈরি ওষুধের ব্যবহার লালফিতার জট কাটিয়ে মিনিটেই অনুমোদন, সরকারি সেবায় বড় বদল মালয়েশিয়ায় মালয়েশিয়ায় নজিরবিহীন মাদক অভিযান, দেড় বিলিয়ন রিঙ্গিতের বেশি মাদক জব্দ স্কোয়াশে ঘুরে দাঁড়ানো এক কিশোরের গল্প: ভুলের অতীত ছাপিয়ে স্বপ্নের নতুন পথ স্তনে ব্যথা ও গাঁট, ক্যানসার নয় রোগ প্রতিরোধ ব্যবস্থার আঘাতেই ভুগছিলেন তিনি নয়াদিল্লিতে বিক্ষোভে বাংলাদেশ হাইকমিশনার হুমকির মুখে পড়েছিলেন: ঢাকার দাবি টেকনাফে পাহাড়ি জমি থেকে চাকমা যুবক অপহরণ

ট্রাম্প-হারিসের বিতর্ক এবিসি টেলিভিশনে

  • Sarakhon Report
  • ০১:০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪
  • 127

রয়টার্স

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রতিদ্বন্ধি রিপাবলিকান দলীয় প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট  দলীয় প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হারিসের প্রেসিডেন্সিয়াল ডিবেট আগামী ১০ সেপ্টেম্বর এবিসি টেলিভিশন সরাসরি সম্প্রচারিত করবে। এই বিতর্ক দুই প্রতিদ্বন্ধির মধ্যে একটি দারুন উত্তেজনা ও তাদের নির্বাচনী ফলাফলে বিশাল প্রভাব বয়ে আনবে বলে মনে করছেন মার্কিনিরা

ফ্লোরিডার পামবিচের বাড়িতে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, তিনি অতিরিক্ত আরো দুটি বিতর্ক চেয়েছিলেন সেপ্টেম্বরের ৪ এবং ২৫ তারিখে। অপরদিকে হারিস এক X বার্তায় জানান , ট্রাম্পের সর্বশেষ প্রতিশ্রুতির অংশ হিসেবে তিনি সেপ্টেম্বরের ১০ তারিখের ডিবেটের দিকে তাকিয়ে আছেন।

ইসরাইল সেপ্টেম্বরের ১৫ তে গাজা যুদ্ধ বিরতির আলোচনায় রাজি

সিজিটিএন

ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তরের সূত্র জানায়, মার্কিন , কাতার এবং মিশরের মধ্যস্থতাকারীদের দাবীর প্রেক্ষিতে ইসরাইল গাজা যুদ্ধ বিরতির আলোচনা শুরু করতে রাজী হয়েছে। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মধ্যস্থতাকারীদের আবেদনের প্রেক্ষিতে ইসরাইল আগস্টের ১৫ তারিখে একটি মধ্যস্থতাকারী ডেলিগেশন পাঠিয়ে জানবে যে কোথায় সেই আলোচনা ও চুক্তি সম্পাদন হবে।

কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা এর আগে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছিল যে,  ইসরাইল এবং হামাস  ১৫ আগস্টে কোনো দেরী না করে পূনরায় তাদের আলোচনা শুরু করে দুই পক্ষের মাঝে সবধরনের সমস্যা সমাধান করে নেবে।

চায়না সৃজনশীল এআই প্যাটেন্ট উৎপাদনে গুনগত মানের উপর জোর দিচ্ছে

আল জাজিরা

চায়না সৃজনশীল এআই পেটেন্ট এর উৎপাদনে বিশ্বের সবচেয়ে বড় অবস্থানে আছে কিন্তু এটি তার অনেক ধারণা কাজে লাগাতে পরিশ্রম করে যাচ্ছে ।  জুলাই মাসে জাতিসংঘের ইনটেলেকচুয়াল প্রোপার্টি এজেন্সি জানায় যে, চায়না পৃথিবীর অন্যান্য সব দেশের চেয়েও গত এক দশকে ৩৮,০০০ এর ও বেশী জেনারেটিভ এআই প্যাটেন্ট ফাইল করেছে।

রাশিয়ার লিপসটেক অঞ্চল বড়ধরনের ড্রোন আক্রমনের শিকার

আল জাজিরা

 দক্ষিণ মস্কোর ৪৬০ কিলোমিটার দুরে একটি সামরিক এয়ারফিল্ডে আগুন লাগায় স্থানীয়দের সেখান থেকে চলে যেতে বলা হয়েছে। আঞ্চলিক গভর্নর ইগর আর্টামনোভ জানান, ইউক্রেনের বগ ধরনের ড্রোন হামলার কারনে লিপসটেকের পশ্চিম অঞ্চলের অধিবাসীদের সরিয়ে নেয়া শুরু হয়েছে। শুক্রবার  সকালের একটি টেলিগ্রাম মেসেজিং এ্যাপে আর্টামনোভ বলেন, “ লিপসটেক একটি মনুষ্যবিহীন অতিমাত্রার ড্রোন আক্রমনের শিকার হয়েছে।”

জনপ্রিয় সংবাদ

একের পর হামলা-হত্যাকাণ্ড, প্রশাসন ‘নির্লিপ্ত’ কেন?

ট্রাম্প-হারিসের বিতর্ক এবিসি টেলিভিশনে

০১:০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪

রয়টার্স

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রতিদ্বন্ধি রিপাবলিকান দলীয় প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট  দলীয় প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হারিসের প্রেসিডেন্সিয়াল ডিবেট আগামী ১০ সেপ্টেম্বর এবিসি টেলিভিশন সরাসরি সম্প্রচারিত করবে। এই বিতর্ক দুই প্রতিদ্বন্ধির মধ্যে একটি দারুন উত্তেজনা ও তাদের নির্বাচনী ফলাফলে বিশাল প্রভাব বয়ে আনবে বলে মনে করছেন মার্কিনিরা

ফ্লোরিডার পামবিচের বাড়িতে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, তিনি অতিরিক্ত আরো দুটি বিতর্ক চেয়েছিলেন সেপ্টেম্বরের ৪ এবং ২৫ তারিখে। অপরদিকে হারিস এক X বার্তায় জানান , ট্রাম্পের সর্বশেষ প্রতিশ্রুতির অংশ হিসেবে তিনি সেপ্টেম্বরের ১০ তারিখের ডিবেটের দিকে তাকিয়ে আছেন।

ইসরাইল সেপ্টেম্বরের ১৫ তে গাজা যুদ্ধ বিরতির আলোচনায় রাজি

সিজিটিএন

ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তরের সূত্র জানায়, মার্কিন , কাতার এবং মিশরের মধ্যস্থতাকারীদের দাবীর প্রেক্ষিতে ইসরাইল গাজা যুদ্ধ বিরতির আলোচনা শুরু করতে রাজী হয়েছে। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মধ্যস্থতাকারীদের আবেদনের প্রেক্ষিতে ইসরাইল আগস্টের ১৫ তারিখে একটি মধ্যস্থতাকারী ডেলিগেশন পাঠিয়ে জানবে যে কোথায় সেই আলোচনা ও চুক্তি সম্পাদন হবে।

কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা এর আগে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছিল যে,  ইসরাইল এবং হামাস  ১৫ আগস্টে কোনো দেরী না করে পূনরায় তাদের আলোচনা শুরু করে দুই পক্ষের মাঝে সবধরনের সমস্যা সমাধান করে নেবে।

চায়না সৃজনশীল এআই প্যাটেন্ট উৎপাদনে গুনগত মানের উপর জোর দিচ্ছে

আল জাজিরা

চায়না সৃজনশীল এআই পেটেন্ট এর উৎপাদনে বিশ্বের সবচেয়ে বড় অবস্থানে আছে কিন্তু এটি তার অনেক ধারণা কাজে লাগাতে পরিশ্রম করে যাচ্ছে ।  জুলাই মাসে জাতিসংঘের ইনটেলেকচুয়াল প্রোপার্টি এজেন্সি জানায় যে, চায়না পৃথিবীর অন্যান্য সব দেশের চেয়েও গত এক দশকে ৩৮,০০০ এর ও বেশী জেনারেটিভ এআই প্যাটেন্ট ফাইল করেছে।

রাশিয়ার লিপসটেক অঞ্চল বড়ধরনের ড্রোন আক্রমনের শিকার

আল জাজিরা

 দক্ষিণ মস্কোর ৪৬০ কিলোমিটার দুরে একটি সামরিক এয়ারফিল্ডে আগুন লাগায় স্থানীয়দের সেখান থেকে চলে যেতে বলা হয়েছে। আঞ্চলিক গভর্নর ইগর আর্টামনোভ জানান, ইউক্রেনের বগ ধরনের ড্রোন হামলার কারনে লিপসটেকের পশ্চিম অঞ্চলের অধিবাসীদের সরিয়ে নেয়া শুরু হয়েছে। শুক্রবার  সকালের একটি টেলিগ্রাম মেসেজিং এ্যাপে আর্টামনোভ বলেন, “ লিপসটেক একটি মনুষ্যবিহীন অতিমাত্রার ড্রোন আক্রমনের শিকার হয়েছে।”